22/09/2025
আলো ম্লান হয়, আঁধার নামে,
ডাক দেয় পাখি আপন ঘরে।
নদীর জলে সূর্যের ছবি,
শেষ কিরণে রঙ ছড়ায় সবই।
শীতল হাওয়ায় ভেসে আসে গান,
দূর আকাশে জ্বলে তারা খানিক।
মনের ভেতর শান্তির ছোঁয়া,
সন্ধ্যা বেলায় প্রকৃতি বোঝা।