15/08/2025
Title: Jhora Pata - Black Screen Lyrics by -status
Song: Jhora Pata
Singer: Habib Wahid & Nancy
Album: Rong
Main Artist: Nancy
Featured Artist: Habib
Producer: Habib Wahid
Composer: Habib Wahid
Released on: 2017-02-11
℗ 2024 Nancy
Original Song: • Jhora Pata
Lyrics:
ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা
দক্ষিণ হাওয়ায়
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে
সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে ।।
ভেবো না আমায়
নিয়ে সুখেই আমি আছি
আঁধারে ভয় নেই আর
তুমি কি এখনও
তেমনই আছো
নাকি বিষণড়ব আবার ।।
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে
সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে ।।
ভালবাসার
বলো ভালো কি আছে
সেই বারান্দাতে আজ
পাশাপাশি সে হাত
লাজুক সে চোখ
আছে কি সেই আদরে ।।
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে
সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে ।।
Thanks to everyone for watching my videos 🩷
Habib Wahid