
17/08/2025
শান্ত শহরের ক্লান্ত কোলাহল,
নিঝুম রাতের আঁধারে ঢলেছে।
সারাদিন শেষে সব কাজ ফেলে,
ঘরে ফেরার সময় হয়েছে।
চোখে এখন গভীর ঘুম,
স্বপ্নের ডানায় ভাসছে।
আগামী দিনের নতুন ভোরের,
আশার আলোতে হাসছে।
শুভ রাত্রি।😴💤