22/10/2025
ভুল প্রজন্মে এসে সুস্থ ভালোবাসা খুঁজে নিজেকেই অসুস্থ করে ফেলছি।এখন ভালোবাসা মানে রিপ্লাই টাইম, মুড সুইং, ব্লক-আনব্লকের খেলা। ভালোবাসতে গেলে এখন প্রমাণ দিতে হয়, যত্ন দেখাতে হয় স্ক্রিনশটে,মন খুলে কথা বলার জায়গা এখন ইমোজির ভিতর বন্দি।এমন পৃথিবীতে সুস্থ ভালোবাসা চাওয়া মানে নিজের প্রতি অবিচার।
এখন বুঝি-এখানে বোঝার লোক নেই, শুধু ব্যবহারের মানুষ আছে। ভালোবাসা এখন কন্টেন্ট, রিলেশনশিপ মানে স্ট্যাটাস, অনুভূতির মানে রিঅ্যাকশন।সব কিছুর মধ্যেই একটা ক্লান্তি, একটা ফাঁকা অনুভব-যা কাউকে বললেও কেউ বুঝবে না।
তাই এখন ভালোবাসার গল্পগুলো মনে রাখি না, শুধু শিক্ষা হিসেবে রেখে দিই।আমরা ভুল নই-ভুল শুধু সময়টা,
যেখানে ভালোবাসা একধরনের রোগ, আর সত্যিকারের মানুষগুলো তারই রোগী।কারণ ভুল সময়ে সঠিক মানুষ চাইলেই, কষ্টটাই হয় সঠিক।