Daily Diary of Keya

Daily Diary of Keya আল্লাহর পথে চলুন,আল্লাহ কে ভয় করুন।

22/10/2025

ভুল প্রজন্মে এসে সুস্থ ভালোবাসা খুঁজে নিজেকেই অসুস্থ করে ফেলছি।এখন ভালোবাসা মানে রিপ্লাই টাইম, মুড সুইং, ব্লক-আনব্লকের খেলা। ভালোবাসতে গেলে এখন প্রমাণ দিতে হয়, যত্ন দেখাতে হয় স্ক্রিনশটে,মন খুলে কথা বলার জায়গা এখন ইমোজির ভিতর বন্দি।এমন পৃথিবীতে সুস্থ ভালোবাসা চাওয়া মানে নিজের প্রতি অবিচার।

এখন বুঝি-এখানে বোঝার লোক নেই, শুধু ব্যবহারের মানুষ আছে। ভালোবাসা এখন কন্টেন্ট, রিলেশনশিপ মানে স্ট্যাটাস, অনুভূতির মানে রিঅ্যাকশন।সব কিছুর মধ্যেই একটা ক্লান্তি, একটা ফাঁকা অনুভব-যা কাউকে বললেও কেউ বুঝবে না।

তাই এখন ভালোবাসার গল্পগুলো মনে রাখি না, শুধু শিক্ষা হিসেবে রেখে দিই।আমরা ভুল নই-ভুল শুধু সময়টা,
যেখানে ভালোবাসা একধরনের রোগ, আর সত্যিকারের মানুষগুলো তারই রোগী।কারণ ভুল সময়ে সঠিক মানুষ চাইলেই, কষ্টটাই হয় সঠিক।

17/10/2025

Success isn't about how many times you fall. But how many times you rise with the same fire, just like 12th Fail reminds us to never stop trying.

13/10/2025

যাহা পাবার যোগ্য,
তা আদায় না কারাও এক ধরনের অন্যায়

13/10/2025

Good morning 🏵️🏵️

12/10/2025

যখন আপনি এই সুন্দর মেসেজটি পড়ছেন, তখন চোখ খুলে সুস্থভাবে দেখতে এবং শ্বাস নিতে পারছেন, এর চেয়ে বড় নেয়ামত আর কী হতে পারে?
​আলহামদুলিল্লাহ।(good night)

আজকে আমি যখন প্রকৃতির শান্ত সৌন্দর্যের মাঝে হাঁটছিলাম, তখন দেখলাম একটা ছোট্ট বিড়াল ছানা আস্তে আস্তে পথ ধরে হাঁটছে। নরম ...
12/10/2025

আজকে আমি যখন প্রকৃতির শান্ত সৌন্দর্যের মাঝে হাঁটছিলাম, তখন দেখলাম একটা ছোট্ট বিড়াল ছানা আস্তে আস্তে পথ ধরে হাঁটছে। নরম বাতাস গাছগুলোকে ছুঁয়ে যাচ্ছিল, পাখিরা গান গাইছিল, আর সেই মুহূর্তের মাঝেই সেই ছোট্ট বিড়াল ছানাটা এতটাই নিষ্পাপ আর প্রাণবন্ত লাগছিল। তার ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো পুরো দৃশ্যটাকে শান্ত আর জাদুকরী করে তুলেছিল, যেন প্রকৃতি নিজেই হাসছিল।

এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয়, আমরা যখন ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করি তখন পৃথিবী কতটা সুন্দর মনে হয়। 🌿🐾

12/10/2025

ভাই বোনের ভালোবাসা 🏵️🏵️❤️❤️

11/10/2025

ইস্তেগফার :- আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

জিকির :- সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার

তওবা :- আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি

দোয়া ইউনুস :- লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্ জয়ালিমিন।

পড়া শেষ হলে
আলহামদুলিল্লাহ🌺

ভাগ্য লাগে নিজেকে বুঝার মতোএকজন মানুষ পেতে, ভাগ্য লাগে এমন একটা মানুষ পেতে যাকে নিরদ্বিধায় নির্ভয়ে বিশ্বাস করে নিজের মন...
11/10/2025

ভাগ্য লাগে নিজেকে বুঝার মতো
একজন মানুষ পেতে, ভাগ্য লাগে এমন একটা মানুষ পেতে যাকে নিরদ্বিধায় নির্ভয়ে বিশ্বাস করে নিজের মনের সব কথা বলা যায়, ভাগ্য লাগে এমন একটা বিশ্বস্ত মানুষ পেতে। যে আপনার চোখে পানি আসবে এমন কিছু হতে দিবে না 🙂❤️‍🩹

সম্পর্ক পুরোনো হলে বুঝি, মানুষ সম্পর্কের যত্ন নিতে ভুলে যায়..!😅💔
11/10/2025

সম্পর্ক পুরোনো হলে বুঝি, মানুষ সম্পর্কের যত্ন নিতে ভুলে যায়..!😅💔

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Diary of Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share