Daily Diary of Keya

Daily Diary of Keya আল্লাহর পথে চলুন,আল্লাহ কে ভয় করুন।

22/06/2025

"নারী নষ্ট' হয় তিলে তিলে
নারী মাকে দেখে মা হওয়া শিখে,শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে।
কথা গুলো সবার জন্য নয়,এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য।

একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শশুরবাড়িতে পা রাখে।মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল স্বত্বা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে।
শুরু থেকেই কোন মেয়ে শশুড়বাড়িতে এসে বেয়াদবি করেনা।স্বামী সহ শশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেনো তাকে একটু আদুরে গলায় কথা বলে,তার ছোট ছোট চেষ্টাকে এপ্রিশিয়েট করে।

আর এই আশায় সে নিজেকে উজার করে সকলের জন্য খাবার বানায়,ঘর সাজায়,উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়,একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে।

নিজের নিজেস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ,নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে।
কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানেনা।বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে।
কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে।কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়।অসম্মান করে।
একদিন দুদিন তিনদিন।মেয়েটা ভাবে হয়ত তারই ভুল,কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল।
একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়।সে তার সকল চেষ্টা শেষ করে দেয়।
শুরু করে প্রতিদ্বন্দ্বীতা।নীরবে আর কতই সহ্য করবে।শুরু করে প্রতি উত্তর।
মেয়েটাও একসময় শশুরবাড়িরতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে।
আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়,সেই দিন ওই মানুষ গুলোই তাকে বেয়াদব এর আখ্যা দেয়।আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে।সে না পারে পরিবারকে ভুল বলতে,না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে।ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়।

যাদের কঠোর আচরনে মেয়েটা এমন হয়ে ঊঠলো তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায়ান।আমাদের সাথে খারাপ আচরন করে।

অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো।
মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশ টা কতই না সুন্দর হতো।
একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে।তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে ঊঠবে।
কোন মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়ি তে আসে না, পরিস্থিতি তাদের কে বদলে দেয়!

আরেকজন ঠ'কে যাওয়া নারী!😅  কিছু পুরুষ মানুষ এমনে এফোর্ট দিয়েও চিট করে !হেহেহে💔আসলে সবকিছুই নজর বলে উড়িয়ে দিয়েন না !য...
04/06/2025

আরেকজন ঠ'কে যাওয়া নারী!😅
কিছু পুরুষ মানুষ এমনে এফোর্ট দিয়েও চিট করে !হেহেহে💔
আসলে সবকিছুই নজর বলে উড়িয়ে দিয়েন না !যেই পুরুষের চরিত্রের সমস্যা ওর সমানে সামনে প্রিন্সেস ডায়নার মতো সুন্দরী বসিয়ে রাখলেও আরেকজন লাগবেই।

"নারীর রূপ দেখে সবাই মুগ্ধ হয়!কিন্তু ভাগ্য ভালো না হলে সেই রূপও বোঝা হয়ে দাঁড়ায়।রূপসী হলেও ভুল মানুষ পাশে থাকলে জীবন বিষ...
04/06/2025

"নারীর রূপ দেখে সবাই মুগ্ধ হয়!
কিন্তু ভাগ্য ভালো না হলে সেই রূপও বোঝা হয়ে দাঁড়ায়।
রূপসী হলেও ভুল মানুষ পাশে থাকলে জীবন বিষাদময়।
তাই নারীর শরীর নয়-ভাগ্য সুন্দর হওয়াটাই সবচেয়ে জরুরি-!💔🙂
---

জাস্ট একটা Wrong choice, Wrong decision কিংবা একটা wrong person এর জন্য আপনাকে সারাজীবন Suffer করতে হতে পারে। ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের ধকল তবু কাঁটিয়ে উঠা যায়-!😅

একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতন এমন বিপর্যয় মানুষের জীবনে আর হয়না-!😴

It will just ruin your good spirits, kill your happiness, destroy your satisfactions & shatter your life.😔

আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই। ভুলকে ভালোবেসে ফেলি। তুমুল অসুখী এক জীবন; অথচ এমন ভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি-! ভাগ্যের কাছে হেরে যায় দিনশেষে।😪💔

03/06/2025

I know crying doesn't change anything but at least crying can reduce my pain😢

02/06/2025

আমার নিরাগ লাগে ভারি,কবে ছোঁবো সাদা শাড়ি?😅

02/06/2025

তুমি তখনই বুঝবে তুমি একজন ভালো মানুষকে বিয়ে করেছ, যখন সে তোমার সব কিছু সহজ করে তোলে।
বিষয়টা সব সময় টাকা-পয়সার নয়—
বরং সে যেভাবে প্রতিটা কাজে চেষ্টা করে,
তোমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, সেটাই সবচেয়ে বড় জিনিস।

01/06/2025

'প্রায়োরিটি' জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ নাই! অভিযোগ করে কেউ কোনোদিন প্রায়োরিটি পায় নাই!

প্রায়োরিটি জিনিস টা মন থেকে আসে! আপনাকে যে প্রায়োরিটি দিবে, সে আপনাকে মাথায় তুলে রাখবে! আপনি দেখবেন সে গোটা দুনিয়া আপনার পায়ের কাছে এনে হাজির করে রাখছে! ❤️

27/05/2025

মনের মতো মনের মানুষ ,মন বোঝার মানুষ পাওয়া এত সহজ নয়

Gum tho ase na r jto tuko ase painful kolpona intro na moy ak shore cole jai😢😢
26/05/2025

Gum tho ase na r jto tuko ase painful kolpona intro na moy ak shore cole jai😢😢

24/05/2025

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Diary of Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share