Al Da'wah

Al Da'wah '' ঐ ব্যক্তি অপেক্ষা উত্তম কথা কার, যে আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, সৎকর্ম করে এবং বলে, আমি অনুগতদের অন্তর্ভুক্ত ''

07/06/2025

ঈদুল আযহা | শাইখ আল আমিন মাদানী | Al-Da'waH™

06/06/2025

প্রশ্নোত্তর | শাইখ আল আমিন মাদানী | Al-Da'waH™

06/06/2025

জুম'আর খুৎবাহ | শাইখ আল আমিন মাদানী | Al-Da'waH™

🕋 সোশ্যাল মিডিয়া যুগে একজন মুসলমানের দায়িত্বআজকের যুগকে ডিজিটাল যুগ বলা হয়—তথ্য প্রবাহ, মতামত, বিনোদন, শিক্ষা, সবকিছু...
28/05/2025

🕋 সোশ্যাল মিডিয়া যুগে একজন মুসলমানের দায়িত্ব

আজকের যুগকে ডিজিটাল যুগ বলা হয়—তথ্য প্রবাহ, মতামত, বিনোদন, শিক্ষা, সবকিছুই এখন মুঠোফোনের এক ট্যাপে। এই প্রযুক্তির দুনিয়ায় মুসলমানদের সামনে যেমন অসীম সুযোগ, তেমনি বিপদের ঝুঁকিও কম নয়। সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম, যা মানুষকে যেমন ভালো কাজে অনুপ্রাণিত করতে পারে, তেমনি ধ্বংসের দিকে ঠেলে দিতেও পারে।

একজন মুসলমানের প্রথম দায়িত্ব হলো নিজের চিন্তা, কথা ও কাজের প্রতিটি দিককে ইসলামের মানদণ্ডে পরিমাপ করা। অনলাইনে কোনো কিছু শেয়ার করার আগে আমাদের ভাবতে হবে—এটা কি সত্য? এটা কি কারো সম্মানহানি ঘটাবে? এতে কি অন্যরা ভালোর দিকে আহ্বান পাবে, নাকি গুনাহের পথে ধাবিত হবে?

অনেক সময় আমরা ভাইরাল হওয়ার লোভে অপ্রয়োজনীয়, হাস্যকর বা গিবতপূর্ণ কনটেন্ট শেয়ার করি। অথচ রাসূল ﷺ বলেছেন,
"যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে।"
(বুখারী ও মুসলিম)

সোশ্যাল মিডিয়ার আরেকটি চ্যালেঞ্জ হলো—নিয়ত। কেউ যদি দাওয়াতি পোস্ট দেয়, তাহলে তার নিয়ত আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত, না যে, মানুষ তাকে সেলিব্রেটি ভাববে। নিয়ত ঠিক না থাকলে দাওয়াতের কাজও রিয়ায়ে (লোক দেখানো) পরিণত হতে পারে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

তাই আমাদের উচিত, সোশ্যাল মিডিয়াকে দ্বীনের এক নতুন ময়দানে রূপান্তরিত করা—যেখানে আমরা ভালো কনটেন্ট শেয়ার করবো, অন্যকে সৎ কাজের দিকে আহ্বান করবো, এবং নিজের সময়কে হেফাজত করবো।

---

🟢 উপসংহার: একজন সচেতন মুসলমানের জন্য সোশ্যাল মিডিয়া শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং একটি পরীক্ষা। এখানে আমরা যা বলি, করি বা দেখাই—সবই আল্লাহর কাছে হিসাবের আওতায়। তাই চলুন আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহারে আল্লাহভীরুতা ও হিকমার পরিচয় দেই।

আল্লাহর উপর ভরসা রাখলে অন্তর হয় নির্ভার, জীবন হয় প্রশান্তিতে ভরা।
28/05/2025

আল্লাহর উপর ভরসা রাখলে অন্তর হয় নির্ভার, জীবন হয় প্রশান্তিতে ভরা।

কতবার এমন হয়েছে, আমরা কাউকে সাহায্য করেছি, কিন্তু সে মনে রাখেনি?কতবার এমন কিছু করেছি, যা কেউ দেখেনি—প্রশংসা তো দূরে থাক...
27/05/2025

কতবার এমন হয়েছে, আমরা কাউকে সাহায্য করেছি, কিন্তু সে মনে রাখেনি?
কতবার এমন কিছু করেছি, যা কেউ দেখেনি—প্রশংসা তো দূরে থাক, অবহেলা পেয়েছি।
এই জগতের মানুষজন বাহ্যিককে দেখে, চেহারাকে দেখে, ফলাফল দেখে। কিন্তু একজন আছেন যিনি দেখেন অন্তর। যিনি জানেন—কে কোন কাজ করছে, কেন করছে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এমন এক প্রভু, যিনি অদৃশ্য থেকেও আমাদের প্রতিটি কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
তিনি শুধু বাহ্যিক কাজ দেখেন না, বরং আমাদের নিয়ত দেখেন, দেখেন—আমরা কার সন্তুষ্টির জন্য কাজ করছি। মানুষ খুশি না হলে আমরা হতাশ হই, অথচ আল্লাহ খুশি হলে সেটিই যথেষ্ট হবার কথা।

কখনো কখনো আমরা খুব চেষ্টা করি, কিন্তু ফল পাই না। মনে হয়, এই কাজ বৃথা গেল। কিন্তু যারা আল্লাহর জন্য কাজ করে, তাদের কোন কাজ বৃথা যায় না। কারণ, আল্লাহ তো বলেছেন—
“তোমরা যা কিছু উত্তম কাজ করবে, আল্লাহ তা অপচয় করবেন না।” (সূরা আল-ইমরান: ১৯৫)

তাই মানুষের দৃষ্টির জন্য নয়—আল্লাহর দৃষ্টির জন্য সুন্দর হও।
গোপনে ইবাদত করো, গোপনে ভালোবাসো, গোপনে দুঃখ দাও চোখের জলে—কারণ তিনি দেখেন সব।
আর তিনি যে দেখেন, জানেন, বুঝেন—এটিই আমাদের শান্তির সবচেয়ে বড় উৎস।

আল্লাহর উপর ভরসা মানেই—অদৃশ্যের প্রতি বিশ্বাস, প্রাপ্তির আগে প্রশান্তি, হারানোর পরেও আশা।আল্লাহর উপর ভরসা, অদৃশ্য রহমতের...
27/05/2025

আল্লাহর উপর ভরসা মানেই—অদৃশ্যের প্রতি বিশ্বাস, প্রাপ্তির আগে প্রশান্তি, হারানোর পরেও আশা।
আল্লাহর উপর ভরসা, অদৃশ্য রহমতের দরজা খুলে দেয়।

22/05/2025

সত্য একবার বলতে হয়!
সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়।
মিথ্যা বারবার বলতে হয়!
মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়।

ইনশাআল্লাহ🩶
13/05/2025

ইনশাআল্লাহ🩶

Address

Chandpur Sadar
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Al Da'wah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category