Nihal's Mom

Nihal's Mom জানবাচ্চাটা আমার>>

তার জীবনে  প্রথম লঞ্জ ভ্রমন>>>>>💖
22/09/2025

তার জীবনে প্রথম লঞ্জ ভ্রমন>>>>>💖

প্রতিদিনের চিন্তা।🥹
06/09/2025

প্রতিদিনের চিন্তা।🥹

Allahumma barik lahu🌸🖤
02/09/2025

Allahumma barik lahu🌸🖤

Allahumma barik laha🖤
23/08/2025

Allahumma barik laha🖤

তুমি বড় হয়ে গেলে তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না এটা ভাবলে আমার অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।তোমার জন্য হারিয়ে ফ...
09/07/2025

তুমি বড় হয়ে গেলে তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না এটা ভাবলে আমার অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।
তোমার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম, শান্তি, আরাম, সবই একদিন ফিরে আসবে। শুধু তোমার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তোমার ময়লা কাথা কাপড় গুলো আর যত্নসহ করে ধুতে হবে না,,
তোমার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না। দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না।
তোমার জন্য আলাদা খাবারের পেরেশানিটা থাকবে না,, ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবে না,, নতুন খেলনা দেখলে আর কেউ কিনার বাহানা করবে না, এই হাতে তোমাকে আর গোসল করে দিতে হবে না খালি বুকটাই তোমাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না,,
কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম সে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথা ও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেইদিনও গত হয়ে যাবে,,
এইভাবে কত শত কাল, মাস, বছর, পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে, বুলি না ফোঁটা মুখটা কথার সাথে আমি মা তার মিলেই এই মায়ের সাথে অনেক কথা তারা আর বলা হবে না।
এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে,, সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে,, বলে যে শৈশব তার স্মৃতিতে থাকবে না সেই শৈশব আমাদের স্মৃতি সবসময় থাকবে😊🖤

তারা বলে—আমি বাড়াবাড়ি করি,বলে—আমি শিশুকে বেশি কোলে রাখি,বলে—আমি ওকে সবসময় নিজের সঙ্গে জড়িয়ে রাখি।বলে—আমি ওকে অত্যধি...
05/07/2025

তারা বলে—আমি বাড়াবাড়ি করি,
বলে—আমি শিশুকে বেশি কোলে রাখি,
বলে—আমি ওকে সবসময় নিজের সঙ্গে জড়িয়ে রাখি।
বলে—আমি ওকে অত্যধিক নির্ভরশীল করে ফেলছি।

কিন্তু তারা ছিল কোথায়, যখন আমি রাতের অন্ধকারে একা একা বসে নিঃশব্দে কেঁদেছি?
যখন বাচ্চাটি বুকের উষ্ণতা না পেলে ঘুমোত না, তখন কোথায় ছিল তারা?
যখন আমাকে প্রতিদিন ঠিক করতে হতো—নিজে খাবে, না বাচ্চার জন্য খাবার বানাবে?

তারা কিছু না জেনেই বিচার করে।
তারা আমার যন্ত্রণাগুলোকে বোঝে না, কারণ তারা কখনো আমার জায়গায় ছিল না।

হ্যাঁ, আমি ওকে কোলে রাখি—কারণ ওইটুকু শরীরের ভরই তো এখন আমার পৃথিবী।
হ্যাঁ, আমি নিজের অনেক কিছু বিসর্জন দেই—কারণ ওর একটুখানি হাসিই আমার পুরস্কার।
হ্যাঁ, আমি ঠিকঠাক ঘুমাই না—কারণ ওর নিঃশ্বাসের শব্দ আমার শান্তি।

এই শিশুটি হাওয়ায় ভেসে আসেনি—আমি তাকে বুকে বয়ে এনেছি, যন্ত্রণা সয়ে এনেছি, ভালোবেসে লালন করছি।
আমি চাই না, বাইরের কটু কথাগুলো ওর শৈশবকে বিষিয়ে দিক।

তারা বলুক আমি দুর্বল,
তারা বলুক আমি বেশি আগলে রাখি,
তারা বলুক আমি মাতৃত্বে ডুবে গেছি—
তাদের বলার অধিকার আছে, কিন্তু বোঝার নয়।

আমি মা হয়েছি কাউকে প্রমাণ করার জন্য নয়—
আমি মা হয়েছি কারণ আমার সন্তান যেন আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে।

শুভ জন্মদিন  সাফি 🥰❤️‍🩹
26/06/2025

শুভ জন্মদিন সাফি 🥰❤️‍🩹

তার প্রথমবারের মতো নদীর পাড়ে ঘুরা🖤
19/06/2025

তার প্রথমবারের মতো নদীর পাড়ে ঘুরা🖤

আল্লাহুম্মা বারিক লাহু>>💝
13/06/2025

আল্লাহুম্মা বারিক লাহু>>💝

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nihal's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share