
09/07/2025
তুমি বড় হয়ে গেলে তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না এটা ভাবলে আমার অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।
তোমার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম, শান্তি, আরাম, সবই একদিন ফিরে আসবে। শুধু তোমার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তোমার ময়লা কাথা কাপড় গুলো আর যত্নসহ করে ধুতে হবে না,,
তোমার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না। দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না।
তোমার জন্য আলাদা খাবারের পেরেশানিটা থাকবে না,, ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবে না,, নতুন খেলনা দেখলে আর কেউ কিনার বাহানা করবে না, এই হাতে তোমাকে আর গোসল করে দিতে হবে না খালি বুকটাই তোমাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না,,
কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম সে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথা ও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেইদিনও গত হয়ে যাবে,,
এইভাবে কত শত কাল, মাস, বছর, পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে, বুলি না ফোঁটা মুখটা কথার সাথে আমি মা তার মিলেই এই মায়ের সাথে অনেক কথা তারা আর বলা হবে না।
এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে,, সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে,, বলে যে শৈশব তার স্মৃতিতে থাকবে না সেই শৈশব আমাদের স্মৃতি সবসময় থাকবে😊🖤