
28/04/2025
স্যালাইন মেশানোর ভুলে প্রাণহানি!
□ঘটনা:
শিক্ষিত দুই পরিবারের ফুটফুটে দুই শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলো।
ORS (খাবার স্যালাইন) আনা হলো।
ভুল: ৫০০ মি.লি. পানির বদলে ছোট কাপের সামান্য পানিতে অল্প অল্প করে স্যালাইন গুলিয়ে খাওয়ানো হলো।
ফলাফল: অনেক চেষ্টা করেও শিশুদের জীবন রক্ষা করা গেল না।
□কেন এই ভুল প্রাণঘাতী?
খাবার স্যালাইনে প্রধান উপাদান: সোডিয়াম (Na⁺) ও ক্লোরাইড (Cl⁻)।
স্বাভাবিক রক্তের সোডিয়াম মাত্রা: ১৩৫–১৪৫ mmol/L।
কম পানিতে স্যালাইন মেশালে:
সোডিয়াম ঘনত্ব অতিরিক্ত বেড়ে যায়।
সোডিয়াম মাত্রা ১৬০ mmol/L ছাড়িয়ে গেলে মারাত্মক বিপদ।
লক্ষণ:
অতিরিক্ত পিপাসা (Thirst)
পেশি ঝাঁকুনি (Muscle Twitching)
মস্তিষ্কের ক্ষতি (Brain Damage)
মৃত্যু (Death)
□মনে রাখবেন ✅
১ প্যাকেট ORS = ৫০০ মি.লি. বিশুদ্ধ পানিতে সম্পূর্ণ মেশাতে হবে।
১২ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে। না হলে ফেলে দিতে হবে।
সামান্য ভুলে অমূল্য জীবন হারাতে হতে পারে।
সচেতন হোন, জীবন বাঁচান!
জনস্বার্থে :
সোস্যাল ফোরাম বিভাগ