Adri Das 0.1

Adri Das 0.1 ��

স্যালাইন মেশানোর ভুলে প্রাণহানি!□ঘটনা:শিক্ষিত দুই পরিবারের ফুটফুটে দুই শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলো।ORS (খাবার স্যালাইন) আ...
28/04/2025

স্যালাইন মেশানোর ভুলে প্রাণহানি!

□ঘটনা:

শিক্ষিত দুই পরিবারের ফুটফুটে দুই শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলো।

ORS (খাবার স্যালাইন) আনা হলো।

ভুল: ৫০০ মি.লি. পানির বদলে ছোট কাপের সামান্য পানিতে অল্প অল্প করে স্যালাইন গুলিয়ে খাওয়ানো হলো।

ফলাফল: অনেক চেষ্টা করেও শিশুদের জীবন রক্ষা করা গেল না।

□কেন এই ভুল প্রাণঘাতী?

খাবার স্যালাইনে প্রধান উপাদান: সোডিয়াম (Na⁺) ও ক্লোরাইড (Cl⁻)।

স্বাভাবিক রক্তের সোডিয়াম মাত্রা: ১৩৫–১৪৫ mmol/L।

কম পানিতে স্যালাইন মেশালে:

সোডিয়াম ঘনত্ব অতিরিক্ত বেড়ে যায়।

সোডিয়াম মাত্রা ১৬০ mmol/L ছাড়িয়ে গেলে মারাত্মক বিপদ।

লক্ষণ:

অতিরিক্ত পিপাসা (Thirst)

পেশি ঝাঁকুনি (Muscle Twitching)

মস্তিষ্কের ক্ষতি (Brain Damage)

মৃত্যু (Death)

□মনে রাখবেন ✅

১ প্যাকেট ORS = ৫০০ মি.লি. বিশুদ্ধ পানিতে সম্পূর্ণ মেশাতে হবে।

১২ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে। না হলে ফেলে দিতে হবে।

সামান্য ভুলে অমূল্য জীবন হারাতে হতে পারে।

সচেতন হোন, জীবন বাঁচান!

জনস্বার্থে :
সোস্যাল ফোরাম বিভাগ

24/04/2025
একটি ফুল সবসময় সূর্যের দিকে ঝুঁকবে, কারণ সৌন্দর্য সবসময় সৌন্দর্যকে চিনতে পারে🌼
23/04/2025

একটি ফুল সবসময় সূর্যের দিকে ঝুঁকবে, কারণ সৌন্দর্য সবসময় সৌন্দর্যকে চিনতে পারে🌼

নিচে দেওয়া হলো জনপ্রিয় গ্রীষ্মকালীন কিছু পানীয়ের রেসিপি—সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন:---১. আম পোড়া শরবতউপকরণ:কাঁ...
23/04/2025

নিচে দেওয়া হলো জনপ্রিয় গ্রীষ্মকালীন কিছু পানীয়ের রেসিপি—সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন:

---

১. আম পোড়া শরবত

উপকরণ:

কাঁচা আম – ২টি (মাঝারি আকারের)

চিনি – ৩-৪ টেবিল চামচ (রুচিমতো)

লবণ – আধা চা চামচ

ভাজা জিরা গুঁড়া – ১ চা চামচ

কাঁচা মরিচ – ১টি (ঐচ্ছিক)

ঠান্ডা পানি – ২ কাপ

প্রণালী:

1. আম চুলায় বা আগুনে পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিন।

2. আমের গুঁড়া করে নিন এবং বাকি সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন।

3. ছেঁকে ঠান্ডা করে পরিবেশন করুন।

---

২. লেবু শরবত

উপকরণ:

লেবুর রস – ২ টেবিল চামচ

চিনি – ২ টেবিল চামচ (বা রুচিমতো)

লবণ – এক চিমটি

ঠান্ডা পানি – ১ গ্লাস

বরফ কুচি – প্রয়োজনমতো

প্রণালী:

1. সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।

2. গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন।

---

৩. ফালুদা

উপকরণ:

ফালুদা সেমাই – আধা কাপ

বেসিল সিডস (তোকমা) – ১ টেবিল চামচ (ভিজিয়ে রাখুন)

দুধ – ১ কাপ (ঠান্ডা ও ফুটানো)

চিনি – ২ টেবিল চামচ

রুহ আফজা – ২ টেবিল চামচ

বরফ কুচি – প্রয়োজনমতো

আইসক্রিম (ভ্যানিলা বা পছন্দমতো) – ১ স্কুপ

প্রণালী:

1. সেমাই সিদ্ধ করে ঠান্ডা করুন।

2. দুধে চিনি ও রুহ আফজা মিশিয়ে ফ্রিজে ঠান্ডা করে রাখুন।

3. গ্লাসে প্রথমে ফালুদা সেমাই, তারপর তোকমা, এরপর দুধ ঢেলে বরফ দিন।

4. উপর দিয়ে আইসক্রিম দিন ও পরিবেশন করুন।

---

৪. লস্যি

উপকরণ:

টকদই – ১ কাপ

ঠান্ডা পানি – আধা কাপ

চিনি – ২ টেবিল চামচ (রুচিমতো)

এলাচ গুঁড়া – সামান্য

বরফ কুচি – প্রয়োজনমতো

প্রণালী:

1. সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন।

2. ঠান্ডা গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

---

৫. বেল পান্না

উপকরণ:

পাকা বেল – ১টি (বড়)

চিনি – ৩-৪ টেবিল চামচ (রুচিমতো)

লবণ – এক চিমটি

ঠান্ডা পানি – ২-৩ কাপ

প্রণালী:

1. বেল ফেটে শাঁস বের করে নিন।

2. পানিতে ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিন।

3. চিনি ও লবণ মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

---

৬. আখের শরবত

উপকরণ:

আখের রস – ১ গ্লাস

লেবুর রস – ১ চা চামচ

লবণ – সামান্য

বরফ – প্রয়োজনমতো

প্রণালী:

1. আখের রসে লেবুর রস ও লবণ মিশিয়ে দিন।

2. বরফ দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।

ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগীগুলো! ছড়াতে পারে মানুষেও!জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাক...
22/04/2025

ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগীগুলো! ছড়াতে পারে মানুষেও!

জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাকটেরিয়া সনাক্ত হয়। নাম— ইশেরিশিয়া আলবার্টি বা ই. আলবার্টি। এটি ই. কোলাইয়ের একটি ভ্যারিয়েশন। শতাধিক জাপানি এই মাংস খেয়ে রোগাক্রান্ত হন। দেখা দেয় ফুড পয়জনিং, ডায়রিয়া, কিডনি জটিলতার মতো রোগ।

এ ঘটনার পর জাপানি গবেষকদের সাথে নিয়ে বাংলাদেশেও একই পরীক্ষা চালান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়েদুল হাসান। চারটি জেলা থেকে ১৭টি নমুনা মুরগি সংগ্রহ করেন তাঁরা। বিস্ময়করভাবে সবগুলো মুরগিতেই ই. আলবার্টি ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায়।

ই. আলবার্টি 'জুনোটিক' জীবাণু। এরা অন্য প্রাণী থেকে মানুষে ছড়ায়। শুধু ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়ার মতো পেটের অসুখই নয়, এই মাংস খেলে আপনার দেহ অন্তত একটি অ্যান্টিবায়োটিক ওষুধের প্রতিরোধি হয়ে উঠবে। সেই সম্ভাবনা ৯৪ ভাগ। অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ আপনার দেহের রোগ সারাতে ব্যর্থ হবে। এমনকি আপনার অনাগত সন্তানও একই সমস্যা নিয়ে জন্ম নেবে।

শুধু মুরগির মাংসেই নয়, মুরগির দোকানে ছুরি, ব্লিডিং কোন এমনকি কর্মীর হাতেও এই জীবাণু পাওয়া গেছে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

সূত্র: Dr. Jayedul Hassan, IJFM, Mar 2025.

সিজারে কীসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে!৭টা পর্দা কেটে বেবীটাকে দুনিয়াতে আনতে হয়। আধা ঘন্টার ভিত...
19/04/2025

সিজারে কীসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে!৭টা পর্দা কেটে বেবীটাকে দুনিয়াতে আনতে হয়। আধা ঘন্টার ভিতর ৩টা স্ল্যালাইন শেষ হয়।মোটা সিরিন্জের মেরুদন্ডে দেওয়া এই ইনজেকশনটা সারাজীবন কষ্ট দেয়। যখন অবসের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগীর মতো ছটফট করতে হয়।
আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। প্রতি টা মিনিট যেন এক ঘন্টার সমান, সময় যেন যায় নাহ। প্রিয় মানুষদের মুখখানা দেখার জন্য অস্তির হওয়া। ঘন্টার পর ঘন্টা,কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না,,,, তার সাথে খিচুনি,নিথর শরীরে থরথর কাপুনি। হাতে ক্যানোলাই স্যালাইন চলছেই।
অন্য দিকে গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায়,এক ফোটা পানির জন্য কতো আকুতি মিনতি বাট ২৪ ঘন্টার আগে কোন পানি দেয় নাহ।
মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কীসের কষ্ট।তখন নিজেকে খুব অসহায় লাগে😭😭
বাচ্চা যেভাবেই হোক না কেনো,যার বাচ্চা সেই জানে কতটা সে সহ্য করেছে প্রথম থেকে শেষ অব্দি।
☘️ নারী তুমি অনন্যা ☘️

15/04/2025

_অ্যান্টিবায়োটিক দিয়েও রোগ সারছে না, বাংলাদেশের শিশুদের জন্য ভয়া'বহ সংকেত"⁉️

✍️মিসেস তাসমিন নাহার মিথুনের আট বছরের মেয়ে গত কয়েকদিন ধরে ঢাকার শিশু হাসপাতালে আছে। সাধারণ ইউরিন ইনফেকশনের সমস্যা নিয়ে তাকে এখানে ভর্তি করা হয়েছিল।

কিন্তু ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে যে মেয়েটি 'মাল্টিপল অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট' -
অর্থাৎ তার শরীরের জীবাণু ধ্বংস করতে বেশ কয়েক ধরণের ওষুধ এখন আর কাজ করবে না।

এমন অবস্থায় চিকিৎসকরা তার মেয়ের জন্য কিছু ওষুধ দিয়ে পুনরায় পরীক্ষা করানোর পরামর্শ দেন।

দ্বিতীয় পরীক্ষাতেও সেখানে দেখা যায় যে, শিশুটির শরীরে জীবাণু ধ্বংস করতে ওষুধটির যে শক্তিকে কাজ করার কথা ছিল, সেটা তেমনটা কাজ করছেনা।

এখন তৃতীয় ধাপের ওষুধ ও ডাক্তারি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মিসেস মিথুনের মেয়েকে। তার পুরোপুরি সেরে ওঠা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান মিসেস মিথুন।

"ইউরিন কালচারে ১৮টা অ্যান্টিবায়োটিক দিয়ে টেস্ট করা হয় এর মধ্যে ১১টাই রেসিস্ট্যান্ট আসে। যেগুলো রেসিস্ট্যান্ট নয়, সেগুলোর মধ্যে একটা ঠিকমতো কাজ করছে না। "আমি ভাবতেও পারিনি, আমার মেয়ের এমন অবস্থা হবে" - বলছিলেন মিসেস তাসমিন নাহার।
সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে এক নবজাতকের মেডিকেল পরীক্ষাতেও দেখা যায় যে শিশুটি প্রায় ১৮টি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট।
এ থেকে ধারণা করা যায় যে, এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স বাংলাদেশের জন্য এখন নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

📌এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স কি?
চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে অ্যান্টিবায়োটিক হচ্ছে সেই সব ঔষধ - যা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ছত্রাক বা পরজীবী ধ্বংস করে।
এখন এই ওষুধ যদি সঠিক নিয়মে প্রয়োগ করা না হয় - তাহলে এক পর্যায়ে ওই জীবাণু সেই ওষুধের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ফলে সেই ওষুধে আর কোন কাজ হয়না।
একেই বলে 'অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স' - অর্থাৎ যখন ব্যাকটেরিয়ার ধ্বংস করার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা থাকে না।

📌শিশুদের কেন এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়?

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী জানান,প্রতিদিন হাসপাতালে ভর্তি আসা রোগীদের একটি বড় অংশের মধ্যেই এই সমস্যা দেখা যায়।
"আমরা এরকম শিশুদের পরীক্ষা করেছি, যারা আমাদের কাছে আসার তিন মাস আগেও কোন অ্যান্টিবায়োটিক খায়নি। অথচ তাদের শরীরের ব্যাকটেরিয়াগুলো মাল্টিপল ড্রাগ রেসিস্ট্যান্ট।"
"এর মানে শিশু এন্টিবায়োটিক না খেলেও প্রকৃতি-পরিবেশে থাকা এসব ড্রাগ রেসিস্ট্যান্ট জীবাণু তাদের শরীরে প্রবেশ করছে এবং ওষুধ কাজ করছে না। অর্থাৎ আমরা কেউই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট নই। শিশুরা তো নয়ই।"
বর্তমান পরিস্থিতিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরণের অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিশ্বে যে হারে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। যার ফলে অদূর ভবিষ্যতে সামান্য হাঁচি-কাশি-জ্বরেও মানুষের মৃত্যু ঝুঁকি হতে পারে বলে সতর্ক করছেন।
"একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে লাগে ১৫ বছর, ওটার বিপরীতে ব্যাকটেরিয়া রেসিস্ট্যান্স হতে লাগে এক বছর। আগামী সাত বছরে দুইবারের বেশি অ্যান্টিবায়োটিক আসার সম্ভাবনা নেই। এক সময় দেখা যাবে, রোগের জীবাণুকে কোন ওষুধ দিয়েই ধ্বংস করা যাচ্ছে না।"

📌পরিবেশে এই রেসিস্ট্যান্স কিভাবে তৈরি হয়?
শিশুদের এমন অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হওয়ার পেছনে জেনেটিক বা বংশগত কোন কারণ না-ও থাকতে পারে।
তবে আমরা যেসব প্রাণীর মাংস বা শাকসবজি খাই - সেইসব প্রাণীর শরীরে বা সবজির উৎপাদনে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সেগুলো রেসিস্ট্যান্স তৈরি করে, যার প্রভাব মানুষের ওপর পড়ে।
"মানুষের প্রোটিনের জন্য যেহেতু, মাছ, মুরগি, গরু দরকার এবং সেগুলোকে সস্তায় বাঁচানোর জন্য অ্যান্টিবায়োটিক দরকার। অর্থাৎ মানুষকে তার প্রোটিনের জন্যে ভবিষ্যতকে ঝুঁকিগ্রস্ত করা হচ্ছে।"
এছাড়া হাসপাতাল থেকে শুরু করে রেসিস্ট্যান্ট ব্যক্তির হাঁচি-কাশি মল-মূত্র থেকেও তা ছড়াতে পারে বল।

📌করণীয় কি?
চারটি প্রাথমিক সচেতনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক।

✔️প্রথমত, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক কেনা/বিক্রি বন্ধ করতে হবে।

✔️দ্বিতীয়ত, সকল অ্যান্টিবায়োটিক ওষুধের প্যাকেটের রং লাল করতে হবে। এবং অন্যান্য ওষুধ থেকে আলাদা রাখতে হবে, যেন মানুষ সহজেই পার্থক্য করতে পারে।

✔️তৃতীয়ত, অ্যান্টিবায়োটিকের ডোজ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না, ডোজ সম্পূর্ণ করতে হবে এবং নিয়ম মেনে খেতে হবে।

✔️চতুর্থত, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া এই চারটি রোগ সারাতে অ্যান্টিবায়োটিকের কোন প্রয়োজন নেই। তাই চিকিৎসককে এই চারটি কন্ডিশনে অ্যান্টিবায়োটিক দেয়া থেকে বিরত থাকতে হবে।

সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ওষুধ সেবন করার বিষয়ে যথার্থ জ্ঞান ও তার প্রয়োগের মাধ্যমে এই ভয়াবহ অভিশাপ ঠেকানো সম্ভব।

তথ্যসুত্র:বি'বি'সি'

Shout out to my newest followers! Excited to have you onboard! Loknath Dutta Chowdhury, Md Asif, Md Humayun Kabir, Abdul...
15/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Loknath Dutta Chowdhury, Md Asif, Md Humayun Kabir, Abdul Malek, Fahmida Rahman, Akhi Khatun, Maliha Chowdhury, JS Ridoy Khan, Sohel Rana, Sanjana Akhter, Md Rohim, Tarin Ahmed, ၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿါါါါ့ါးးးးး းးးးၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿၿါါါါါ, TANISHA MAHBUB, Tomaa, Adnan Rahman, ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ‎‎‎‎‎, Tasnim, Farhana Akter Ritu, প্রিষা, Mahi Mariyam, মারি য়া, Na Bila, Pur Ni, Brish Tyy, Sur Ovi, Bar Sha, Ru Bina, Md Akas, বর্ষা, Kon Ok, MD Arshad, Nimmi Hassan, Nili Ma, নিশিতা, Farzana Nasrin, সাবিহা ইসলাম ঈষ্পা, Subu Hi, আনিকা, Tafri, Lipshiya Tinni, Fatima Jannat, Mariaum Kst, Megha Roy, ফাল্গুনী হামিদ, Aminul Islam Aminul, Modhu Mita, Mirza Khan, Riya Akhter, Mukta Islam

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
15/04/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

সত্যিকারের ভালোবাসা সেখানে, যেখানে দুজনেই ক্লান্ত -তবুও একজন আরেকজনকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করে ।সন্তান ,সংসার ,কা...
14/04/2025

সত্যিকারের ভালোবাসা সেখানে, যেখানে দুজনেই ক্লান্ত -তবুও একজন আরেকজনকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করে ।

সন্তান ,সংসার ,কাজের চাপের মাঝেও যখন সঙ্গী পাশে থাকে ,যত্ন নেয়-তখনই বোঝা যায় সংসার মানে কেবল দায়িত্ব নয়, ভালবাসাও । 💝

Address

Chandpur
Chandpur
3620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adri Das 0.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share