Tourist Rasel

Tourist Rasel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tourist Rasel, Digital creator, Chandpur.

ভ্রমণ একটি আনন্দময় ইবাদাত এবং জ্ঞান-প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস।ভ্রমণের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি-রহস্য অবলোকন করে জ্ঞানার্জন করা এবং তাঁর কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া।আর এ উদ্দেশ্যেই আমি ভ্রমণ করি এবং তাঁর সৃষ্টি রহস্য আপনাদের কাছে তুলে ধরি

19/12/2025

পাখিদের রাজ্য ভ্রমণ।

12/12/2025

দানবাকৃতির পাখি। Bangladesh National Zoo

Description :-
-------★★-------
আমাদের এ ভিডিওতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত উটপাখি ঘুড়ে দেখানোর পাশাপাশি উটপাখির জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে উটপাখি সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারবেন।

উটপাখি দেখতে কেমন, উটপাখির গড় আয়ুষ্কাল, উটপাখির ডিম, উটপাখি কত বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়, কত বছর বয়সে উটপাখি ডিম পাড়ে, উটপাখির গড় ওজন, পাখি প্রেমী

05/12/2025

উড়তে জানে না কিন্তু সাঁতারে পটু এমন আজব পাখি এখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।

Description :-
------★★-------
আজকের ভ্রমণ সম্পর্কিত এ ভিডিওতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত সুন্দরতম পাখি কেশোয়ারীর বন্দিশালা ঘুড়ে দেখানোর পাশাপাশি কেশোয়ারীর জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করেছি।
ভিডিওটি সম্পূর্ণ দেখলে কেশোয়ারী পাখি সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারবেন আশা করি।

★কেশোয়ারী একটি বিশাল ও ভারী পাখি। যার ওজন গড়ে ৬০ কেজি হয়ে থাকে। তবে এখন পর্যন্ত একটি কেশোয়ারীর ওজন ৮৫ কেজি রেকর্ড করা হয়েছে। এ পাখিগুলোকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এত ভারী পাখি হওয়া সত্বেও এরা খুব ভালো সাঁতার কাটতে জানে।

কেশোয়ারীরা ২ বছর বয়সে প্রাপ্ত বয়ষ্ক হয়। মার্চ - এপ্রিল এদের প্রজননের সময়। এ সময় একটি স্ত্রী পাখি ৩-৮টি সবুজ বর্ণের ডিম পাড়ে। এ পাখিগুলোর আরেকটি ব্যতিক্রম বৈশিষ্ট্য হলো এদের ডিম পুরুষ এবং স্ত্রী উভয় পাখি তা দেয়। ডিম থেকে বাচ্চা ফুটতে ৪০-৪৫ দিন সময় লাগে। আবদ্ধ অবস্থায় ১৮-২০ বছর পর্যন্ত বেঁচে থাকে।







#কেশোয়ারী
#কেশোয়ারী_পাখি

28/11/2025

বাংলাদেশে আফ্রিকান জিরাফ নিয়ে কৌতূহল : জানুন অজানা কিছু তথ্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আফ্রিকান উঁচু জিরাফ।

Description :-
-------★★-------
পৃথিবীতে সবচাইতে লম্বা এবং উঁচু প্রানী হলো জিরাফ। দৈর্ঘ্যে এরা গড়ে ১৯ ফুট পর্যন্ত লম্বা হয়। এদের দৃষ্টিশক্তি খুব প্রখর। যার ফলে বহুদূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পারে।জিরাফের আভাস ভূমি বাংলাদেশ নয় । এদেরকে নিয়ে আসা হয়েছে পূর্ব আফ্রিকার দেশসমূহ থেকে। বিশেষ করে তানজানিয়া এবং নামিবিয়াতে জিরাফদের বেশি পাওয়া যায়। আর সেই জিরাফ বর্তমানে বাংলাদেশেই দেখতে পাবেন জাতীয় চিড়িয়াখানাতে।

জন্মের সময় একটি জিরাফ শাবক প্রায় ৬ ফুট লম্বা হয় এবং এর ওজন থাকে গড়ে ৬৮ কেজি। প্রাপ্তবয়ষ্ক পুরুষ জিরাফের ওজন ১১৯২ কেজি থেকে ১৩৬০ কেজি পর্যন্ত হয়ে থাকে। আর একটি স্ত্রী জিরাফের ওজন প্রায় ৬৮০কেজি থেকে ৮২৮ কেজি পর্যন্ত হয়।

জিরাফরা সাধারণত প্রাকৃতিক পরিবেশে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।আর মানুষের যত্নে থাকলে প্রায় ২৭ বছর পর্যন্ত বেঁচে থাকে।

📸 Follow me on Social Media

Gmail:-

[email protected]

page :-

https://www.facebook.com/share/16VdzYxuff/

★Thanks For Watching.. and Please

LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE!

21/11/2025

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে দর্শনার্থীদের জন্য প্রানবন্ত করে রাখে যে প্রাণী।

14/11/2025

অদ্ভুত ও বিরল সাদা কাক এবং শিকারী পাখি শঙ্খচিলের দেখা পাবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়।

07/11/2025

রাজধনেশ এবং লড়াকু ও দুর্ধর্ষ কালেম পাখির জীবন সংগ্রাম।

31/10/2025

বিলুপ্ত প্রায় ইমু এবং ময়ূর পাখির সংরক্ষণশালায় ভ্রমণ। Bangladesh National Zoo

25/10/2025

বন্দিশালায় রয়েছে হাড়গিলা এবং কালোগলা বক পাখি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর

Description :-
------★★--------
বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণী দেখা যায়। এই ভিডিওতে আমরা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় হাড়গিলা এবং কালো গলা বক পাখি সম্পর্কে জানব। হাড়গিলা এবং কালো গলা বক একটি বিরল প্রজাতির পাখি যা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় দেখা যায়। এই ভিডিওটি দেখে আপনি হাড়গিলা এবং কালো গলা বক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি দেখুন এবং হাড়গিলা এবং কালো গলা বক সম্পর্কে জেনে নিন।

বন্দিশালা পাখির ঘর, কালোগলা বক পাখি, মিরপুর চিড়িয়াখানা, পাখি পর্যবেক্ষণ, বাংলাদেশের পাখি, হাড়গিলা পাখি, জাতীয় চিড়িয়াখানা, মদনটাক পাখি
পাখির প্রজাতি, বক পাখি, বন্দিশালা, পশু পাখি, প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ছবি, পাখি প্রেমী, পাখি, প্রকৃতি, mirpur zoo, bangladesh national zoo

11/10/2025

কারাগারে বাঘ এবং সিংহ: বন্দিদশায় নিঃসঙ্গতায় ধুকে ধুকে মরছে।

Royal Bengal Tiger, African Lion, Lions, Tigers,
চিড়িয়াখানার বাঘ, চিড়িয়াখানার সিংহ, মিরপুর চিড়িয়াখানার বাঘ, মিরপুর চিড়িয়াখানার সিংহ, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, Bangladesh National Zoo, Zoo, Animals,







10/10/2025

কারাগারে বাঘ এবং সিংহ: বন্দিদশায় নিঃসঙ্গতায় ধুকে ধুকে মরছে।

Royal Bengal Tiger, African Lion, Lions, Tigers,
চিড়িয়াখানার বাঘ, চিড়িয়াখানার সিংহ, মিরপুর চিড়িয়াখানার বাঘ, মিরপুর চিড়িয়াখানার সিংহ, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, Bangladesh National Zoo, Zoo, Animals,







07/10/2025

চিত্রা হরিণের বিস্ময়কর জীবন সংগ্রাম, চিড়িয়াখানা কী এবং কেনো?

ভূমিকা :-
---★★---
আজ আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার হরিণের সংরক্ষণশালা অর্থাৎ হরিণের খাঁচাগুলো ঘুরে দেখবো। তার আগে চলুন চিড়িয়াখানা কি সে সম্পর্কে জেনে নেই -

Description:-
---------★★-------
★ চিড়িয়াখানা, যার বাংলা সমর্থক শব্দ হলো প্রাণী উদ্যান কিংবা পশুশালা। যাকে ইংলিশে বলা হয় Zoo.
পরিভাষায় চিড়িয়াখানা হলো এমন একটি স্থাপনা যেখানে বন্যপ্রাণীদের বন্দী অবস্থায় সংরক্ষণ, গবেষণা এবং জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়।

★ চিত্রা হরিণ:-
চিত্রা হরিণকে ইংলিশে বলে Spotted Deer, যেগুলো বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়।

হরিণের বেশ কতগুলো যাত রয়েছে। যার মধ্যে সবচেয়ে সুদর্শ চিত্রা হরিণ। হরিণের সবগুলো যাতকে এক সাথে রেখে যদি কেউ তাকায়, বারবার নজর কেরে নিবে চিত্রা হরিণগুলোই।

চিত্রা হরিণের স্বভাবচরিত্র :-
চিত্রা হরিণের স্বভাবচরিত্র সম্পর্কে বলতে গেলে, প্রথমেই বলতে হয় এদের দলবদ্ধভাবে বসবাসের বিষয়টি।এরা বিচ্ছিন্ন ভাবে খুব কমই চলাফেরা করে। বেশিরভাগ সময় দলবদ্ধভাবে খাবার অন্বেষণ এবং অবস্থান লক্ষনীয়।
তারপর বলা যায় এদের দ্রুতগতির বিষয়টি।সুন্দরবন অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারদের হাত থেকে বাচতে এদের দ্রুত দৌড়ের বিকল্প নাই। যার কারণে এদের খুব দ্রুত দৌড়ানো স্বভাবে পরিনত হয়েছে।

চিত্রা হরিণের খাদ্য ও খাদ্যাভ্যাস:-
চিত্রা হরিণের খাদ্য ও খাদ্যাভ্যাস হলো, এরা গাছের কচি পাতা, বিভিন্ন ফলমূল ও ঘাস খেয়ে জীবন যাপন করে থাকে। এগুলোই এদের প্রধান খাদ্য।

প্রজনন :-
চিত্রা হরিণ ২-৩ বছরে প্রাপ্তবয়স্ক হয় এবং প্রতি ৬ মাসে ১-২ টি বাচ্চা দেয়।

আয়ুষ্কাল:-
চিত্রা হরিণ ৮-১৪ বছর বয়স পর্যন্ত বেচে থাকে স্বাভাবিকবাবে।

শেষকথা :-
কন্টেন্টটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কন্টেন্টের মান উন্নয়নে কোনো পরামর্শ থাকলে কমেন্টে দেয়ার অনুরোধ রইল। লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না।

📸 Follow me on Social Media

Gmail:-

[email protected]

page :-

https://www.facebook.com/share/16VdzYxuff/

★Thanks For Watching.. and Please

LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE!



#চিড়িয়াখানা




#জাতীয়_চিড়িয়াখানা_মিরপুর​

#বাংলাদেশ_জাতীয়_চিড়িয়াখানা​





#ঢাকা_চিড়িয়াখানা​





#মিরপুর_চিড়িয়াখানা

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourist Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share