MD. TOHA

MD. TOHA wel come to my page
আমার পেইজ আপনাকে স্বাগত জানাচ্ছি!
সত্য মানুষকে মুক্তি দেয়,, মিথ্যা মানুষকে ধ্বংস করে।

29/05/2025

ঘর সাজানোর সবচেয়ে স্টাইলিশ জিনিস খুঁজছেন? চাঁদপুরের সবচেয়ে ট্রেন্ডি শপ তোহা ট্রেড এন্ড গিফট কর্নার এ আপনাকে স্বাগতম!
এখানে পাবেন—
✅ ইসলামিক ডিজাইনের এক্সক্লুসিভ গ্যাজেট
✅ মডার্ন সো-পিছ ও ওয়াল ডেকোর
✅ প্রকৃতি-সদৃশ আর্টিফিশিয়াল ট্রি ও ফুল
✅ এলিগেন্ট ওয়াল ক্লক ও ডিজাইনার মগ
✅ আরও কত কী— যা দেখলে আপনি মুগ্ধ হবেন!
এছাড়াও বিয়ে এবং জম্মদিনের সহ ভিবিন্ন রকমের প্রিমিয়াম কোয়ালিটি গিফট সামগ্রী পাওয়া যায়।
ফয়সাল শপিং কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত আমাদের শপে আসুন, কিংবা এখনই কল করুন 01818062033 নম্বরে! যারা অনলাইনে অর্ডার করতে চান, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
https://www.tohatrade.com.bd
তোহা ট্রেড— যেখানে শপিং শুধু কেনাকাটা নয়, একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স!

29/05/2025
আওয়ামীলীগ ছাড়া,  বাংলাদেশের সব মানুষের এবং বিশ্বের সকল রাষ্ট্রের সাপোর্ট নিয়েই ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে  ক্ষমতায় বসালেন...
10/04/2025

আওয়ামীলীগ ছাড়া, বাংলাদেশের সব মানুষের এবং বিশ্বের সকল রাষ্ট্রের সাপোর্ট নিয়েই ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় বসালেন সবাই।

তাই উনি একজন নির্বাচিত সরকার।

বতর্মান বাংলাদেশ যেভাবে ওনি পরিচালনা ফ্লান তৈরী করতেছেন👍 বাংলাদেশ আগামী 100 বছরে এভাবে পরিচালক পাবে কিনা আমার সন্দেহ।

নির্বাচন নির্বাচন না করে দেশকে যেভাবে এগিয়ে নেওয়ার ফ্লান তৈরী করতেছেন ওনি, সেই ফ্লানকে সহযোগিতা করুন।

বাংলাদেশের নাগরিক হিসেবে প্রবাসে আর গরিব দেশের লোক বলে গালি শুনতে ছাইনা।
আমাদের দেশে সব কিছুই আছে, নেই শুধু সঠিক পরিচালক বা সরকার আলহামদুলিল্লাহ আমরা সেই সঠিক পরিচালক পেয়েছি, এবার বিশ্বের দরবারে মাথা উচু করে কথা বলা এবং দাড়াবার সাহস পাচ্ছি আলহামদুলিল্লাহ।

মোহাম্মদ ত্বহা
আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী

09/04/2025

চাঁদপুরের মাটি যেন বারবার প্রমাণ করে দেয়, প্রতিভা কখনো থেমে থাকে না। এবার আমাদের জেলার সন্তান আশিক চৌধুরী পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা!

তিনি শুধু একজন দক্ষ প্রশাসক নন, একজন বিশ্বমানের স্কাইডাইভার, লন্ডন বিজনেস স্কুলের গ্র্যাজুয়েট এবং বিনিয়োগ উন্নয়নে বাংলাদেশের এক উজ্জ্বল মুখ।

বিডা (BIDA) ও বেজা (BEZA)–দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে।

যশোরে বেড়ে ওঠা, সিলেট ক্যাডেট কলেজের শিক্ষাজীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে শুরু করে লন্ডনের উচ্চতর শিক্ষা—সব কিছুতেই তার মুন্সিয়ানা প্রমাণ করেছেন তিনি।

চাঁদপুরের এই সোনার ছেলেকে জানাই গর্বিত শুভেচ্ছা।
চাঁদপুর পারে! বাংলাদেশ পারে!

#চাঁদপুর_গর্ব

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when MD. TOHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share