Anamul Hoque 24

Anamul Hoque 24 আমাদের বিভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা,
ভিন্ন রঙের চামড়া থাকতে পারে,
কিন্তু আমরা সবাই এক মানব জাতির অন্তর্গত !

15/04/2025

প্রিয় নবি সা জন্মনিয়ন্ত্রণ করতেন ?

হুজুরদের চিন্তা চেতনায় ইসলামের প্রতিফলনই দেখা যায়।
আর সেই চিন্তা চেতনা কতটা ভয়ানক?
নারীদের নিয়ে ইসলাম ও হুজুরদের মূল্যায়ন কেমন, তাদের নিয়ে মোল্লা মৌলবীদের চিন্তার জগৎটি কেমন, তার ঈষৎ আলোচনা আছে এই ভিডিওটিতে।

12/04/2025

আমার প্রশ্নের উত্তর চাই।

এই তিন মহান আলেমের কাছে আমার আকুল আবেদন, আপনারা আজ হোক বা কাল, আমাকে সময় দিন!
দর্শকদের অনুরোধ করব, কোনোভাবে শায়েখ আহমাদুল্লা, আজহারী এবং আদনান সাহেবের কাছে আমার এই ভিডিও বার্তাটি পৌঁছে দিন।

#মুফতি_ইমরান_বশির

10/04/2025

শায়েখ, আপনার জন্য তৌহিদি জনতা ভীষণ লজ্জিত।

অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চেয়েছি, আর আপনি এই সাহসটাই পাচ্ছেন না?
তদুপরী এতসব মিথ্যাচার? অপমান ও আক্র*মণ?

এমনটা আশা করিনি।

#মুফতি_ইমরান_বশির

09/04/2025

আসাদ নুরের পোস্ট শেয়ার দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার কেন?

নারীকে নিয়ে আলেমদের এমন শব্দচয়ন কেন?
এসব কি নবী সা. এর শিক্ষা?
আমাদের প্রিয় নবিজি কি এমনি ছিলেন?
নাকি হুজুররাই ভুল বুঝেছেন আমাদের নবিকে?
আসাদ নুরের পোস্ট শেয়ার করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বহিষ্কার করা কেন?

06/04/2025

ইসলাম নিয়ে সংশয় প্রকাশ করলে এমন মিথ্যাচার বৈধ হয়ে যায় ?

ভিডিওটি একটু দীর্ঘ হলেও প্রতিটি মানুষকে দেখার বিশেষ আহবান জানাচ্ছি।
এই লোকগুলো মসজিদ মাদরাসায়, ওয়াজে মাহফিলে ইসলাম প্রচার করেন আর মানুষদের এমন মিথ্যা শুনিয়েই কি টাকা উপার্জন করেন?

#মুফতি_ইমরান_বশির

05/04/2025

লাখ লাখ মানুষ আপনাদের শোনেন অথচ আপনারা এমন মিথ্যাচার করেন ?

মুফতি আলি হাসান উসামা একজন জনপ্রিয় ইসলামি বক্তা।
সম্প্রতি তিনি মসজিদে হাজার মানুষের বসে আমাকে নিয়ে কিছু মিথ্যাচার করেছেন।
তার কথা যে মিথ্যা, সেটি প্রমাণসহ দেখালাম এই ভিডিওতে।
শ্রদ্ধার সঙ্গেই জিজ্ঞাসা আমার, এমন মিথ্যাচার কেন করছেন?
কেউ কি ওনাকে এই ভিডিওটি দেখিয়ে একটু প্রশ্ন করবেন উনি কেন মিথ্যা বললেন?
ওনাদের মতো মানুষের জন্য কথা বলার আগে তো একটু জানা শোনা দরকার।



04/04/2025

পবিত্র রমজানে মসজিদ মাদরাসায় এত এত বলাৎকার কেন হলো ?

সহিহ হাদিসে স্পষ্ট আছে, পবিত্র রমজানে শয়তানগুলোকে বন্দি রাখা হয়।
কিন্তু আমরা গেলো রমজানে দেখেছি মসজিদ মাদরাসার হুজুররাসহ তৌহিদি জনতা, আম জনতা সকলেই ধর্ষণ, বলাৎকারের মতো জঘন্য সব অপকর্মে নিমজ্জিত ছিলো।
প্রথম আলো'র প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারীর চাইতে মার্চ মাসে অর্থাৎ রমজানে ধর্ষণ ও বলাৎকার দ্বিগুণের চাইতে বেশি ছিলো

তবে কি রসুল সা. এর কথা মিথ্যে ও ভিত্তিহীন?
নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে?
জানুন বিস্তারিত!

03/04/2025

মুফতি ইমরানে সাথে বসবেন কি এই হুজুররা ?

১০ লক্ষ টাকার বিনিময়ে মুফতি ইমরান বিন বশিরের সাথে এই হুজুররা বসবেন কি ?

#মুফতি_ইমরান_বশির
#আসাদ_নুর

02/04/2025

হায় হায় কি বলে এই হিন্দু মেয়ে গুলো।

24/03/2025

৭ বসরের শিশুকেও জোর করা হচ্ছে টুপি মাথায় দেওয়ার জন্য ।

22/03/2025

হায় হায়, কি বলে এই মেয়েটা?

22/03/2025

কোনো আলেম আমার প্রশ্নের জবাব দিতে রাজি হয়নি |

Address

Chandpur
Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Hoque 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share