
19/07/2025
গল্পের নাম: "সহযাত্রী"
রফিক সাহেব দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে হয় তাকে। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন জীবন যুদ্ধে। তবুও একটুখানি শান্তি পান যখন পাশে থাকেন তার স্ত্রী, রওশন আরা।
রওশন আরা প্রতিদিনের মতোই আজও এসেছেন। কিন্তু আজ কিছুটা বেশি ক্লান্ত তিনি। স্বামীর পায়ের পাশে বসে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়েছেন। তার কপালটা ঠেকিয়ে আছে রফিক সাহেবের পায়ে। যেন নিজের ভালোবাসা দিয়ে সব কষ্ট মুছে দিতে চান।
রফিক সাহেব মৃদু হেসে তাকিয়ে থাকেন স্ত্রীর দিকে। তাঁর চোখে জল, তবে সেটা কষ্টের নয়—চিরসাথীর ভালোবাসায় ভেজা কৃতজ্ঞতার।
হাসপাতালের কোলাহলের মাঝেও তাদের মাঝে যেন এক নিঃশব্দ ভালোবাসার ভাষা। অসুস্থতা, যন্ত্র, কষ্ট—সব কিছুকে ছাপিয়ে তারা একে অপরের জন্য বেঁচে আছেন।
এটাই ভালোবাসা। এটাই জীবন।