মেঘ লতা - Megh Lotaa

মেঘ লতা - Megh Lotaa 🌸 ভালোবাসা, সেবা আর স্বপ্ন নিয়ে পথচলা 🌿 | জীবনকে ছুঁয়ে যাওয়ার গল্প এখানে লেখা হয়।🤍

গল্পের নাম: "সহযাত্রী"রফিক সাহেব দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে হয় তাকে। হাসপাতালের ...
19/07/2025

গল্পের নাম: "সহযাত্রী"

রফিক সাহেব দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে হয় তাকে। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন জীবন যুদ্ধে। তবুও একটুখানি শান্তি পান যখন পাশে থাকেন তার স্ত্রী, রওশন আরা।

রওশন আরা প্রতিদিনের মতোই আজও এসেছেন। কিন্তু আজ কিছুটা বেশি ক্লান্ত তিনি। স্বামীর পায়ের পাশে বসে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়েছেন। তার কপালটা ঠেকিয়ে আছে রফিক সাহেবের পায়ে। যেন নিজের ভালোবাসা দিয়ে সব কষ্ট মুছে দিতে চান।

রফিক সাহেব মৃদু হেসে তাকিয়ে থাকেন স্ত্রীর দিকে। তাঁর চোখে জল, তবে সেটা কষ্টের নয়—চিরসাথীর ভালোবাসায় ভেজা কৃতজ্ঞতার।

হাসপাতালের কোলাহলের মাঝেও তাদের মাঝে যেন এক নিঃশব্দ ভালোবাসার ভাষা। অসুস্থতা, যন্ত্র, কষ্ট—সব কিছুকে ছাপিয়ে তারা একে অপরের জন্য বেঁচে আছেন।

এটাই ভালোবাসা। এটাই জীবন।

30/06/2025

প্রত্যেক মেয়ের চোখেই তার বাবাকে সুন্দর লাগে 🥴

তানভীর স্যার 🫡

26/06/2025

তুমি এসো..তবু এসো, ভালোবেসে.....

     ゚viralvideo
24/06/2025

゚viralvideo

24/06/2025

🥰🥰

ইন্ডিয়ায় বিমান দুর্ঘটনার পর এই ভদ্রলোক কে একা একা হসপিটালের ওয়েটিং রুমে বসে কান্না করতে দেখা যায়। তার গার্লফ্রেন্ড ও সেই...
13/06/2025

ইন্ডিয়ায় বিমান দুর্ঘটনার পর এই ভদ্রলোক কে একা একা হসপিটালের ওয়েটিং রুমে বসে কান্না করতে দেখা যায়। তার গার্লফ্রেন্ড ও সেই বিমানেই ছিলো। সেখানকার একজন তাকে জিজ্ঞেস করেছিলো
'Who are you waiting fo?''
লোকটা রিপ্লাই দিয়েছিলো 'My love!'

হাহ! পুরুষ মানুষের ব্যাপারে অভিযোগ এর শেষ নাই, অভিযোগ গুলাও মিথ্যা না আসলে। অনেকেই ঠকায় কিন্তু যে মেয়ে পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা পেয়েছে,সে ই জানে এটা কতো শান্তির!
কয়দিন আগে একজন কে দেখেছিলাম স্ত্রীর মৃত্যুর অনেক বছর পরেও তার কবরে এসে দোয়া করে যায়।

সবার ভালোবাসা টা মিথ্যা না৷ সবাই অভিনয় করে না। সবাই ঠকায় না। কিছু মানুষ এত্ত বেশি ভালোবাসে যে সেটার কোনো তুলনা হয়না!

পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা মারাত্মক সুন্দর ❤️

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর সবাই মারা গেছে! একজন ও বেঁচে নেই!যাত্রীদের কথা ভাবেন, সবাই লন্ডন যাচ্ছি...
12/06/2025

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর সবাই মারা গেছে! একজন ও বেঁচে নেই!
যাত্রীদের কথা ভাবেন, সবাই লন্ডন যাচ্ছিলো।
কেউ কেউ হয়তো এবার ই প্রথম লন্ডন যাচ্ছিলো, কেউ রিলেটিভের সাথে দেখা করতে যাচ্ছিলো, কেউ পড়ালেখা করার জন্য যাচ্ছিলো, কেউ চাকরির জন্য। সবাই শেষ!
বিমান দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে তারা কি ভেবেছিলো একটু পরেই তারা আর দুনিয়ায় থাকবেনা? ভেবেছিলো? আমরাও কি গ্যারান্টি দিতে পারবো একটু পরে আমরা জীবিত থাকবো?
কতো কতো স্বপ্ন শেষ এক নিমিষেই!
জীবন খুব ঠুনকো! বিমানে উঠে যদি ভাবেন, 'আহ! লন্ডন যাচ্ছি, এবার সব শান্তি!' তাহলেও কিন্তু 'শান্তি' টা আসবেনা! জীবন সেখানেও শেষ হয়ে যেতে পারে!
২৪২ জন মানুষের জীবন শেষ....

12/06/2025

কৃষ্ণচূড়ার সৌন্দর্য ছড়িয়ে পড়লো ঢাকা কলেজে 🌸🍁

12/06/2025

বাঙালি পারেও ভাই🙂
"Emni" এর আসল রহস্য বের করে ফেললো🥲

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ লতা - Megh Lotaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share