Md Abu Musa Chowdhury

Md Abu Musa Chowdhury ❝ আল্লাহই আমার রব, ইসলাম আমার দ্বীন, আর মুহাম্মাদ ﷺ আমার নবী ❞

16/09/2025

ডিজিটাল মার্কেটিং কেন জরুরি?

আজকের এই প্রযুক্তিনির্ভর যুগে ব্যবসা মানে শুধু দোকান বা অফিসে বসে থাকা নয়। এখন গ্রাহকরা সবকিছু খুঁজে নেয় অনলাইনে। আর সেখানেই আপনার ব্যবসাকে পৌঁছে দিতে পারে ডিজিটাল মার্কেটিং।

১. বেশি মানুষের কাছে পৌঁছানো

একটা দোকান বা অফিসের গ্রাহক সীমিত। কিন্তু ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মাধ্যমে লাখো মানুষের কাছে সহজে পৌঁছানো যায়।

২. খরচ কম, ফলাফল বেশি

ট্রাডিশনাল মার্কেটিং যেমন টিভি বিজ্ঞাপন বা পোস্টারের খরচ অনেক বেশি। অথচ ডিজিটাল মার্কেটিং-এ তুলনামূলক কম খরচে বেশি গ্রাহক পাওয়া সম্ভব।

৩. টার্গেটেড গ্রাহক পাওয়া

আপনার ব্যবসা যদি শুধুমাত্র নির্দিষ্ট বয়স, এলাকা বা আগ্রহের মানুষের জন্য হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং টুলস ব্যবহার করে সেই গ্রাহকদের আলাদা করে টার্গেট করা যায়।

৪. ফলাফল পরিমাপ করা যায়

ডিজিটাল মার্কেটিং-এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সহজেই বুঝতে পারবেন কতজন বিজ্ঞাপন দেখল, ক্লিক করল, কিনল। ফলে ব্যবসার কৌশল পরিবর্তন করা সহজ হয়।

৫. প্রতিযোগিতায় এগিয়ে থাকা

আজকাল প্রায় সব ব্যবসাই অনলাইনে। তাই যদি আপনি পিছিয়ে থাকেন, তাহলে প্রতিযোগীরা সহজেই আপনার জায়গা নিয়ে নেবে। ডিজিটাল মার্কেটিং আপনাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে।

---

👉 সংক্ষেপে বলা যায়, ডিজিটাল মার্কেটিং ছাড়া বর্তমান যুগে সফল ব্যবসা কল্পনা করা কঠিন।

I create a Shopify website.
15/09/2025

I create a Shopify website.

06/09/2025

দোল্লাই নবাবপুর কেন্দ্রীয় মসজিদে মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের ছাত্র হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমানের পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত।
ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে নিন।
#কোরআন #তেলাওয়াত

06/09/2025
05/09/2025

মিলাদের বিরোধীরা যত র‍্যালি করবে—
আসলে তারাও নবীজির আগমনের আনন্দে হাঁটছে।
ভিন্ন ব্যানার, একই দিক! 😄

#ঈদেমিলাদুন্নবী

সকলে তার জন্য দোয়া করবেন। আর দুই পৃষ্ঠা মুখস্থ করলে সে হাফেজ হয়ে যাবে, কিন্তু হঠাৎ সে অসুস্থ হয়ে পড়েছে
31/08/2025

সকলে তার জন্য দোয়া করবেন। আর দুই পৃষ্ঠা মুখস্থ করলে সে হাফেজ হয়ে যাবে, কিন্তু হঠাৎ সে অসুস্থ হয়ে পড়েছে

31/08/2025

"যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন শুধু তিনটি জিনিস আপনার সাথে যাবে—১/সদকা জারিয়া, ২/উপকারী জ্ঞান, ৩/আর নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে।"

27/08/2025

শুভ সন্ধা

25/08/2025

😁প্রশ্ন করলেই ভেঙে যায়—কী সেটা?

মাশা-আল্লাহ
24/08/2025

মাশা-আল্লাহ

Address

Sihircho
Chandpur
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abu Musa Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share