Chandpur TV Digital

Chandpur TV Digital For News and information : 01815439943 (WhatsApp/ Imo)
(4)

Chandpur TV Digital is Committed to give you trending post, trending now, trending reels, viral post, viral post 2025, latest news, entertainment, information and updates.

26/10/2025

আহারে বাংলাদেশ 🥹 আহ্ কী মর্মান্তিক মৃত্যু!🥲🥲..
মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃ- ত্যু হয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামন এ ঘটনা ঘটে।
নি-হ- ত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে বিরাট আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ করে হেঁটে যাচ্ছিলেন। স্প্রিংটি তার মাথায় আ-ঘা-ত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আ-ঘা-ত করে। এতে ও-ই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আ-হ- ত হন।

আর মাথায় আ-ঘা- ত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মা- রা যান। নিচে পড়া স্প্রিংটির ওজন ৪০-৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহারে বাংলাদেশ 🥹

25/10/2025
25/10/2025

এ কোন দেশে বাস করি আমরা??
গতকাল ভাইরাল হওয়া এক ভিডিও যেন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে।
দেখা যায়—একটি চলন্ত সিএনজির পেছনে ঝুলে আছে এক যুবক। ভেতর থেকে দুজন মানুষ ধারালো অ-স্ত্র দিয়ে বারবার তাকে আ-ঘাত করার চেষ্টা করছে। প্রথমে মনে হয়, হয়তো তিনি কোনো যাত্রী বা পথচারী। পরে জানা যায়, যিনি ঝুলছিলেন, তিনিই সেই সিএনজির চালক! নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের গাড়িটা বাঁচানোর লড়াই করছেন তিনি।

ঘটনাটি নারায়ণগঞ্জের।

মনটা ভার হয়ে যায়—এ যেন সেই বাংলাদেশ নয়, যাকে একসময় এত ভালোবাসতাম।
যে দেশে মানুষের চোখে এখন ভয়, রাগ আর হতাশা—
সেই দেশে মানবতা যেন হারিয়ে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে।

একজন চালক নিজের জীবন বাঁ-চাতে নয়, নিজের জীবিকার যান বাঁচাতে মৃ-ত্যুর মুখে ঝুলে থাকে—

এ দৃশ্য শুধু ভ-য়ং-কর নয়, ল-জ্জা-জনকও।
আমরা কবে আবার মানুষ হব? (cp)

25/10/2025

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার নি-ষেধা-জ্ঞা...

25/10/2025

সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কি-লার ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি। হ-ত্যা-র পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে । কি-লারদের সঙ্গে চুক্তি হয় ১২ লাখ টাকায়।

আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা সহ আরও ১১ জন অংশ নেন এই হ -ত্যা-কাণ্ডে। হ-ত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে আ-ত্মহ- ত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠাণ্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই।

হ-ত্যাকা-ণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজভী আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন, সালমান শাহ আ-ত্মহ-ত্যা করেননি। এটি একটি পরিকল্পিত হ-ত্যা।

জবানবন্দিতে রেজভী বলেন, ‘ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈ-হিক সম্পর্কও ছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈ-হিক সম্পর্ক ছিল। তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন।’

হ-ত্যার পরিকল্পনার বিষয়ে রেজভী বলেন, ‘সালমান শাহকে হ-ত্যার আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওইদিন রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরও ২ জন ছেলে ছাত্তার ও সাজু আসে। এরপর ফারুক ২ লাখ টাকা বের করে বলে, সামিরার মা ওই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবে। কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। কিন্তু ২ লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথাকাটাকাটি হয়। পরে ফারুক রা-গ করে বাইরে যায়।

২০ থেকে ২৫ মিনিট পরে আরও ৪ লাখ টাকা নিয়ে আসে। তখন ওখানেই ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে উপরে কালো জ্যাকেট গায়ে দেয়। বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয়। এরপর তারা টাকা, সিরিঞ্জ, রি-ভলবার ইত্যাদি গুছিয়ে নেয়। সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কনটাক্ট হয়।’

রেজভী আরও বলেন, ‘এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন। ওই বাসায় ডন, ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি। সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবী নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবী নাইটি পরা অবস্থায় দরজা খোলে। এরপর বলে, “ও তোমরা এসেছ।” তখন ডন রুবীকে বলে, ‘আজিজ ভাই কোথায়?’

বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে। এরপর আমরা উপরে উঠি। আজিজ ভাই চারতলায় নেমে যায়। আর আমরা ১১ তলায় নেমে সালমানের বাসায় যাই। দরজা আগে থেকেই চাপানো ছিল। দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে। পাশে সামিরা নাই। তখন ডন, ডেভিড, জাভেদ, ফারুকরা মিলে সালমানের ওপর ঝাঁ-পিয়ে পড়ে।

এ সময় ফারুক তার পকেট থেকে ক্লো-লোফ-র্মের সিসি বের করে সামিরাকে দেয়। সামিরা তা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে। ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে। আর ফারুককে বলে, আজিজ মোহাম্মদ ভাইকে ডাক। ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে।

এরই মধ্যে সামিরার মা ড্রেসিংরুম থেকে বের হয়ে আসে। তখন ধ-স্তা-ধ-স্তি হচ্ছিল। সালমানের খুব শক্তি ছিল। ইনজেকশন দেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে। আজিজ ভাই ডনকে ই-নজেকশন দিতে বলে।

পরে সামিরা পুশ করে, তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে। পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে। ই-নজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান শাহর ঘাড়ের ওপর ছু-ড়ে মে-রেছিল। ড্রেসিং রুমে একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে। আমি এনে দিই।

এরপর তিনি দড়ি চান। তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয়। আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে। তাতে আমি, সামিরা, সামিরার মা সাহায্য করি। পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই।

উপরের রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয়, যাতে দেখানো যায় যে, লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে। পরে সালমান স-ইসা-ইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয়, কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয়। এরপর যে যার মতো চলে যাই। আমিও ফরিদপুর চলে যাই। এরপর কারও সঙ্গে যোগাযোগ হয়নি।

কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে। পরে আমি আবার বাড়িতে গেলে ১৯৯৭ সালের ৪ঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে। ডন আমাকে বলে, কেইসটা আবার নাড়া দিয়ে উঠেছে। যেহেতু আমাদের সঙ্গে ছিলে। এখন আমাদের সাহায্য করতে হবে।

আমাকে তারা প্রয়াত চিত্রপরিচালক আলমগীর কবিরের ছেলে লেনিন সেজে সালমানের বাবা-মার বাসায় যেতে বলে। এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অ-পহরণ করে সালমান হ-ত্যা মামলা প্র-ত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয়। তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি। সালমান শাহ আ-ত্মহ- ত্যা করেনি। এটি একটি পরিকল্পিত হ-ত্যা-কাণ্ড।’

শুধু আসামি রেজভীই নয়, আসামি রুবীও স্বীকার করেন এটি একটি হ-ত্যাকাণ্ড। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, রেজভী আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই। তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে হ- ত্যা করার কথা বলেছেন। কিন্তু ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে হ- ত্যার অভিযোগে এজাহার দায়ের করা হয়নি। (cp)

24/10/2025
24/10/2025

Address

Julker Villa, Near Nischintapur Degree College, Village & Post/Nischintapur, Upazilla/Matlab Uttar, District/Chandpur
Chandpur
3640

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur TV Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur TV Digital:

Share