Chandpur TV Digital

Chandpur TV Digital For News and information : 01815439943 (WhatsApp/ Imo)
(5)

Chandpur TV Digital is Committed to give you trending post, trending now, trending reels, viral post, viral post 2025, latest news, entertainment, information and updates.

03/08/2025

আহ্ কী হৃদয় বিদারক ঘটনা! বাবার মৃ-ত্যুর খবর শুনে ছেলের মৃ-ত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশাপাশি খোঁড়া হলো দুটি কবর...

মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা ও পুত্রকে জান্নাতবাসী করুন। আমীন।।।
~~~~~~~~

গাজীপুরের শ্রীপুরে বাবার মৃ-ত্যুর খবর শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃ-ত্যু হয়েছে। আজ ০৩ আগষ্ট রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃ-ত বাবা ও ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। বাবা-ছেলের মৃ-ত্যুতে এলাকায় শো-কের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুটি কবর।

আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মা-রা যান। তাঁর মৃ-ত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃ-ত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ-ত ঘোষণা করেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃ-ত্যু খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃ-ত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁ-ড়া হচ্ছে। তাঁদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।


আহ্ কী হৃদয় বিদারক ঘটনা! বাবার মৃ-ত্যুর খবর শুনে ছেলের মৃ-ত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশাপাশি খোঁড়া হ...
03/08/2025

আহ্ কী হৃদয় বিদারক ঘটনা! বাবার মৃ-ত্যুর খবর শুনে ছেলের মৃ-ত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশাপাশি খোঁড়া হলো দুটি কবর...

~~~~~~~~

গাজীপুরের শ্রীপুরে বাবার মৃ-ত্যুর খবর শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃ-ত্যু হয়েছে। আজ ০৩ আগষ্ট রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃ-ত বাবা ও ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। বাবা-ছেলের মৃ-ত্যুতে এলাকায় শো-কের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুটি কবর।

আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মা-রা যান। তাঁর মৃ-ত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃ-ত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ-ত ঘোষণা করেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃ-ত্যু খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃ-ত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁ-ড়া হচ্ছে। তাঁদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।


কত দুঃখজনক মৃ-ত্যু!! কত হৃদয়বিদারক!! বা-মা ছোট থেকে অকৃত্রিম ভালোবাসা ও কত ত্যাগ শিকার করে বড় করেন।আবার সন্তানও জীবনে বড়...
03/08/2025

কত দুঃখজনক মৃ-ত্যু!! কত হৃদয়বিদারক!!

বা-মা ছোট থেকে অকৃত্রিম ভালোবাসা ও কত ত্যাগ শিকার করে বড় করেন।আবার সন্তানও জীবনে বড় হতে কত কষ্ট করে। স্কুল জীবন,কলেজ জীবন, ভার্সিটি জীবন পার করে। তারপর চাকরি নামক সোনার হরিণের পিছনে দৌড়ানো। তারপর শুরু হয় কর্ম জীবন। এতোদিন অতিবাহিত হয় কত স্বপ্নপূরণের যাত্রা নিয়ে। তারপর মনের ভিতর বাজে বিবাহের ঘন্টা। তারপর শুরু হয় পাত্রী দেখা।

শুরু হয় নতুন স্বপ্ন বুনার আশা। আজ বিয়ে ঠিক হয় তো আবার ঠিক হয় না। এভাবে আগাতে থাকে। তারপর এমনি করে একদিন বিয়ে ঠিক হয়। বিয়ে কিভাবে হবে, কত খরচ করবে, মার্কেটিং কত করবে, দাওয়াত কিভাবে দিবে, কত বরযাত্রী যাবে ইত্যাদি নিয়ে আগায় তার সময়। এমনিভাবে শত প্রতিকূলতাকে জয় করে বিয়েরদিন আসে।

কনের বাড়িরও সব আয়েজন সম্পন্ন। বরের অপেক্ষায় ব্যস্ত। বরযাত্রীও রেডি হয়, গাড়ি রেডি হয়। রওনা হওয়ার সময় আসে। মায়ের পা ছুয়ে আশীর্বাদ নিয়ে ও মাকে জড়িয়ে ধরে ঘর থেকে বের হয়ে আবেগভরে বিদায় নিচ্ছেন কনে বাড়িতে যাত্রা করতে। তারপর সাজানো গাড়িতে বসে হাসিমুখে রওনা হন। মনের ভিতর তখন কত কি। আজকে বিয়ে, বাসর রাত, তারপর বিবাহিত জীবন ভাবতে ভাবতেই চলছে গাড়ি কুমিল্লার চান্দিনা থেকে।

তারপর গৌরিপুর আসার পর তার কেমন জানি লাগে বলতে থাকে। তারপর শ্বাসকষ্ট বাড়ে। সবাই মিলে গৌরিপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তার জীবন প্রদীপ নিভে যায়। চিরদিনের জন্য এমন আনন্দঘন মূহুর্ত থেকেই পৃথিবীকে বিদায়। আহ! মৃ-ত্যু! কত হৃদয়বিদারক ঘটনা! কত দুঃখজনক মৃ-ত্যু!! 😭😭

বলছি গতকাল বিয়ে করতে যাওয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ডুমুরিয়া গ্রামের অমিত সরকার এর দুঃখজনক মৃ-ত্যুর ঘটনা। কনের বাড়ি নারায়নগঞ্জের রূপগঞ্জে।

কনের বাড়ি সাজ সাজ অবস্থা। অপেক্ষা বরের জন্য। বরের বাড়িও সাজ সাজ অবস্থা। অপেক্ষা কনের জন্য। কে জানতো পুত্রবধুর আশায় পথ চেয়ে থাকা ছেলে মায়ের কোলে ফিরবে লা-শ হয়ে! কে জানতো মাকে জড়িয়ে ধরা হবে তার শেষ জড়িয়ে ধরা! এই বিদায় নেওয়াই হবে শেষ বিদায়! এমন আনন্দঘন দিনটি হবে তার জীবনের শেষ দিন! কে জানতো উপরে বিধি তার জীবন সমাপ্ত করেছে! 😭😭

এই হৃদয়বিদারক মৃত্যু শুধু একটি প্রাণকেই নিভিয়ে দেয়নি, ভেঙে দিয়েছে দুটি পরিবারের সব স্বপ্ন, সব প্রস্তুতি ও ভবিষ্যতে আকা সব রঙিন ক্যানভাস !তার মৃ-ত্যুর সাথে দুটি পরিবারের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নেরও মৃ-ত্যু হয়। 😭😭

পৃথিবীতে সব সত্যের মধ্যে একটি হলো মৃ-ত্যু। যতই ব্যস্ত ও আনন্দের মধ্যে থাকি সময়মত মৃ-ত্যু এসে হাজির হবেই। তাই সব সময় মৃ-ত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক এবং সঠিক বুঝ দান করুক। আমিন।।।
(Cp)

03/08/2025

রাত পৌনে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া সজিব পাম্প সংলগ্ন এলাকা থেকে অ-চেতন অবস্থায় এক তরুণীকে উ-দ্ধার করেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তাকে অ-চেতন করে কোন একটি গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে।

ওই তরুণীর নাম নুসরাত জাহান সাদিয়া (২১)। সে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে বলে জানা গেছে।

কেউ যদি তার পরিবারের সন্ধান পেয়ে থাকেন দ্রুত যোগাযোগ করুন। 🙏🙏

#ভোলা #ভোলা

03/08/2025

কী মর্মান্তিক ঘটনা‼️...

পুত্রবধুর আশায় পথ চেয়ে থাকা মায়ের কোলে ছেলে ফিরল লা-শ হয়ে.......।

মৃ-ত্যুটা নিশ্চিত কিন্তু সময়টা অনিশ্চিত, অবিনশ্বর বলে পৃথিবীতে কোনো কিছুই নেই কিন্তু অসময়ে কোন কিছু ঘটলে সেটা মানুষকে বড় বেশি ব্যথিত করে...

উল্লেখ্য, সারাদিনের বিয়ের অনুষ্ঠানের পর, অমিত কুমার সরকার তাঁর মায়ের পা ধরে কাঁদতে কাঁদতে, বিয়ের শোভাযাত্রার কয়েকটি গাড়ি নিয়ে কনের বাড়ির দিকে রওনা হলেন। আমিও বিয়ের শোভাযাত্রায় ছিলাম। তিনি আমাকে বারবার বলতে থাকেন যে ভাই, আপনি আমার গাড়িতে যাবেন। মহিলারা বসবেন, তাই আমি বললাম যে আমি অন্য গাড়িতে যাব। কনের বাড়ির লোকেরা মুকুট আনতে অনেক সময় নিয়েছিল, তাই আমরা রাত ১০ টায় রওনা দিলাম।

পথে যখন তার শ্বাসকষ্ট দেখা দেয়, তখন তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে অক্সিজেন সহ একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়, এবং ল্যাব এইড হাসপাতালে প্রবেশের কিছুক্ষণ আগে, তিনি না ফেরার দেশে চলে যান! সারা রাত কাটানোর পর, সকালে আমি শেষকৃ-ত্যের সাথে ফিরে আসি। বাস্তবতার ভয়াবহ দৃশ্য এবং দুটি পরিবারের ভবিষ্যৎ এবং ছোট ভাইয়ের মৃ-ত্যু আমাকে কেবল কাঁদিয়েছিল। হৃদয় বিদারক ৩১শে জুলাইয়ের দিনটি ভোলার নয়। কুমিল্লা, চান্দিনা। (cp)

মতলব উত্তরের নাউরী থেকে ১০৫ পিচ ই-য়া-বা সহ ইকবাল গ্রে-ফতার...চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নাউরী এলাকা থেকে ১০৫ পিস ...
03/08/2025

মতলব উত্তরের নাউরী থেকে ১০৫ পিচ ই-য়া-বা সহ ইকবাল গ্রে-ফতার...

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নাউরী এলাকা থেকে ১০৫ পিস ই-য়াবা সহ ইকবাল হোসেন প্রধান (২৫) নামের এক যুবককে গ্রে-ফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

২ আগস্ট শনিবার নাউরী আদর্শ ডিগ্রি কলেজ গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত ইকবাল বড় হলদিয়া গ্রামের নেছার উদ্দিন প্রধানের ছেলে।

#মতলব

03/08/2025

মতলব দক্ষিণে সা-পে-র কা-ম-ড়ে পাঁচ সন্তানের জননীর মৃ/ ত্যু...

#মৃত্যু #সাপের_কামড়

বোল্ড লুকে ঋতুপর্ণা...         #টালিউড
02/08/2025

বোল্ড লুকে ঋতুপর্ণা...

#টালিউড

সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ!! ১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল ৩ বছরের শিশু... (বি-স্তারিত ক-মেন্টে)               ...
02/08/2025

সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ!! ১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল ৩ বছরের শিশু... (বি-স্তারিত ক-মেন্টে)

#

Address

Julker Villa, Near Nischintapur Degree College, Village & Post/Nischintapur, Upazilla/Matlab Uttar, District/Chandpur
Chandpur
3640

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur TV Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur TV Digital:

Share