
03/08/2025
আহ্ কী হৃদয় বিদারক ঘটনা! বাবার মৃ-ত্যুর খবর শুনে ছেলের মৃ-ত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশাপাশি খোঁড়া হলো দুটি কবর...
মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা ও পুত্রকে জান্নাতবাসী করুন। আমীন।।।
~~~~~~~~
গাজীপুরের শ্রীপুরে বাবার মৃ-ত্যুর খবর শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃ-ত্যু হয়েছে। আজ ০৩ আগষ্ট রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃ-ত বাবা ও ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। বাবা-ছেলের মৃ-ত্যুতে এলাকায় শো-কের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুটি কবর।
আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মা-রা যান। তাঁর মৃ-ত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃ-ত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ-ত ঘোষণা করেন।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃ-ত্যু খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃ-ত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁ-ড়া হচ্ছে। তাঁদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।