Antu Chakraborty

Antu Chakraborty Simple Life | Honest Stories

04/09/2025

তুমি কি মনে করো—সফলতার জন্য ভাগ্য বড়, নাকি পরিশ্রম?

02/09/2025

তোমার সঠিক অভ্যাসই একদিন তোমার ভাগ্য তৈরি করবে।

01/09/2025

মানুষ তখনই হারে, যখন চেষ্টা করা বন্ধ করে।

01/09/2025

স্বপ্ন যদি বড় হয়, কষ্টও সহ্য করার শক্তি বড় হয়ে যায়।

🎯 স্বপ্ন বড় হোক, মাথা ঠান্ডা রাখো!নিজেকে ভালোবাসা থেকেই শুরু হয় সবকিছু। #স্বপ্নপূরণ #নিজেকেভালোবাসো #স্টাইলউইথঅ্যাটিটিউড...
10/07/2025

🎯 স্বপ্ন বড় হোক, মাথা ঠান্ডা রাখো!
নিজেকে ভালোবাসা থেকেই শুরু হয় সবকিছু।

#স্বপ্নপূরণ
#নিজেকেভালোবাসো
#স্টাইলউইথঅ্যাটিটিউড











08/07/2025

জীবনের জটিলতা আর দ্বিধার মাঝে, একমাত্র ভক্তি আর বিশ্বাসই এনে দিতে পারে সত্যিকারের শান্তি।আজ এই পবিত্র দিনে, ঈশ্বরের চরণে প্রার্থনা—“পৃথিবীতে ফিরে আসুক শান্তি, হৃদয়ে থাকুক ভালোবাসা।” 🕉️ #শান্তি_সংস্থান_পূজা #মনশান্তি #ভক্তি #বাঙালির_আস্তিকতা #সংসারের_মঙ্গল

আলোকছায়ার মাঝে আমি,নীরবতায় কথারা জমি।ছবিতে আমি থেমে আছি,ভেতরে এক চলমান গল্প লিখছি।
07/07/2025

আলোকছায়ার মাঝে আমি,
নীরবতায় কথারা জমি।
ছবিতে আমি থেমে আছি,
ভেতরে এক চলমান গল্প লিখছি।

আকাশটা আজ একটু বেশি নিজের মনে হালকা হালকা রঙ লাগিয়েছে।
05/07/2025

আকাশটা আজ একটু বেশি নিজের মনে হালকা হালকা রঙ লাগিয়েছে।

Work in silence, shine in sweat 🔥
01/07/2025

Work in silence, shine in sweat 🔥

Address

Chandpur
3601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Antu Chakraborty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share