Junu's Diary

Junu's  Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Junu's Diary, Digital creator, CHATTAGRAM, Chandpur.

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন,,,,
০১৮১১৬৯৬০৩৩

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনা – হৃদয়বিদারক ঘটনা, আমরা শোকাহত।আজ দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরা দি...
21/07/2025

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনা – হৃদয়বিদারক ঘটনা, আমরা শোকাহত।

আজ দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির আকাশে প্রশিক্ষণরত একটি বিমান মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার প্রিয়াঙ্কা হালদার নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে তাদের পাঁচটি ইউনিট উদ্ধার ও নিয়ন্ত্রণে কাজ করছে।

এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানা না গেলেও এ দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের হতাহতের শঙ্কা করা হচ্ছে।

এ ঘটনা গভীর উদ্বেগ ও শোকের। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।

সে আজও তার খুনিকে ভালোবাসে🙂🙂
16/07/2025

সে আজও তার খুনিকে ভালোবাসে🙂🙂

ভিকটিমের নয়,অপরাধীর ছবি ছড়িয়ে দিন।যেন সবাই একজন অপরাধীকে চিনতে পারে.. #অপরাধ
29/06/2025

ভিকটিমের নয়,অপরাধীর ছবি ছড়িয়ে দিন।
যেন সবাই একজন অপরাধীকে চিনতে পারে..
#অপরাধ

তেমন কিছু না, অর্থনীতিতে অনার্স করতেছি🙂🥲 #অর্থনীতি
28/06/2025

তেমন কিছু না, অর্থনীতিতে অনার্স করতেছি🙂🥲
#অর্থনীতি

সন্ধ্যার নাস্তা 🥰🥰পায়েস 😋😋
26/06/2025

সন্ধ্যার নাস্তা 🥰🥰
পায়েস 😋😋

ধাঁধা :পৃথিবীর মতো গোল, কিন্তু পৃথিবী নয়।🌍পাতার মতো সবুজ, কিন্তু পাতা নয়।🌿র ক্তে র মতো লাল, কিন্তু র ক্ত নয়।....🔴বলেন...
24/06/2025

ধাঁধা :
পৃথিবীর মতো গোল, কিন্তু পৃথিবী নয়।🌍
পাতার মতো সবুজ, কিন্তু পাতা নয়।🌿
র ক্তে র মতো লাল, কিন্তু র ক্ত নয়।....🔴
বলেন তো কি?

আমার আম্মু যেদিন  নানু হয়েেছ  সেদিন থেকে বুঝতে পারছে, বাচ্চাদেরকে বকা দেয়া যায় না❤️ ধমক বা জোরে কথা বলা যায় না❤️বাচ্চার ...
21/06/2025

আমার আম্মু যেদিন নানু হয়েেছ সেদিন থেকে বুঝতে পারছে, বাচ্চাদেরকে বকা দেয়া যায় না❤️ ধমক বা জোরে কথা বলা যায় না❤️বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে যায়...
বাচ্চার গায়ে হাত তোলা একদম নিষেধ ❤️
বাচ্চার অভ্যাস খারাপ হয়ে যায়....

কিন্তু আমি মনে হয় বড় হয়েই জন্ম নিছি😶
কখনো বাচ্চা ছিলাম না🙂
সেইজন্য ১৯-২০ হলেই মাইর, বকা, ধমক সব আমার উপর ছিলো😐😐

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সাধারণ ছাত্র নয় – তারা বাস্তব জীবনের যোদ্ধা!!জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ...
20/06/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সাধারণ ছাত্র নয় – তারা বাস্তব জীবনের যোদ্ধা!!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন হাজারো শিক্ষার্থী দিনরাত লড়াই করে নিজেদের পড়ালেখার খরচ চালায়।
কেউ রাইড শেয়ার চালায়,
কেউ দোকানে কাজ করে,
কেউ টিউশনি করে —
কেউ ছোটখাটো জব করে
তারা ক্লাসের বাইরেও বাস্তব জীবনের বিশ্ববিদ্যালয় থেকে শিখছে প্রতিদিন।

⚠️ অথচ আজ সেই শিক্ষার্থীদের মুখের ওপর বলা হচ্ছে —
"তোমার ইনকোর্স নম্বর নেই? তুমি ফেল!"
"ক্লাসে উপস্থিত ছিলে না? ফলাফল বাতিল!"ফরম ফিলাপ করতে পারবা না
আপনাদের এসব মডার্ন নিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য নয়

❗ এই নিয়ম গরিব শিক্ষার্থীদের জন্য এক নির্মম ফাঁদ।
যেখানে অনেক কলেজেই ঠিকমতো ক্লাস হয় না,সেখানে শিক্ষার্থীদের ওপর দায় চাপিয়ে দেওয়া অন্যায়।

📢 আমাদের প্রশ্ন – 🔹 গরিব, চাকরিজীবী, দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা কি মানুষ নয়?
🔹 যারা বাস্তব জীবনের কঠিন পথ পেরিয়ে পড়ছে, তারা কি একটু মানবিকতা আশা করতে পারে না?

---

🔴 আমাদের দাবি – ✅ ইনকোর্স নম্বরের জন্য নমনীয় ও বাস্তবসম্মত নীতি চাই
✅ উপস্থিতি নির্ভর ফল বাতিলের অমানবিক নিয়ম বাতিল চাই
✅ গরিব, হতদরিদ্র, কর্মজীবী শিক্ষার্থীদের বাস্তবতা মেনে চলুন

📌 এই শিক্ষাব্যবস্থা মানুষের জন্য হোক, প্রশ্নপত্র আর পলিসির জন্য নয়। আপনারা ফাইনাল পরীক্ষার উত্তর পত্র দেখে মূল্যায়ন করেন তার আগে নয়।

#জাতীয়বিশ্ববিদ্যালয়
#গরিব_শিক্ষার্থীদের_বাঁচাও #মানবিক_শিক্ষানীতি_চাই

---

শেয়ার করে এই আওয়াজ পৌঁছে দিন সকলের কাছে — কারণ আজ চুপ থাকলে কাল কারো জীবন থেমে যেতে পারে।

শপিংমলে অনেকে ঠিকমতো কাপড়ের রং বলতে পারে না....এটা দেখে চিনে রাখো সহজেই বলতে পারবে❤️
19/06/2025

শপিংমলে অনেকে ঠিকমতো কাপড়ের রং বলতে পারে না....
এটা দেখে চিনে রাখো সহজেই বলতে পারবে❤️

লটকনের ভর্তা 😋😋😋কে কে খাবে চলে আসো...
15/06/2025

লটকনের ভর্তা 😋😋😋
কে কে খাবে চলে আসো...

kalavuna🍲🍲😋😋Made by my husband ❤️❤️
14/06/2025

kalavuna🍲🍲😋😋
Made by my husband ❤️❤️

Address

CHATTAGRAM
Chandpur
3620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Junu's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share