
06/06/2025
২০২৬ সালের এপ্রিলের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবের পক্ষে যে যুক্তিগুলো কাজ করেছে বলে মনে হয়:
১. বিচার ও সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন:
ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস ও সম্পদ লুণ্ঠনের করেছে তার বিচার এবং চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরও সময় দরকার। তড়িঘড়ি করলে এসব অসম্পূর্ণ থেকে যাবে, ফলে গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।
২. সবার অংশগ্রহণ নিশ্চিতকরণ:
সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও ভোটারদের আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও প্রশাসনিক প্রস্তুতি জরুরি। সংলাপ ও সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে জন্যও আরো সময় দরকার।
৩. আন্তর্জাতিক স্বীকৃতি ও পর্যবেক্ষণের সুযোগ:
এপ্রিল ২০২৬ পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় ও সুযোগ থাকবে, যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও বৈধতা দেবে।
৪. নির্বাচন কমিশনের প্রস্তুতি:
এর ফলে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ ও রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হলো।