Taste With REZA

Taste With REZA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taste With REZA, Video Creator, Hajiganj, Chandpur.

Teste With REZA- এটা আমার ফুড রিভিউ চ্যানেল, যেখানে আমি সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করি। রাস্তার পাশে থাকা খাবার হোক বা Restaurant, আমি খেয়ে দেখি, বুঝি আর তারপর বলি - কোন খাবারটা আসলেই Try করা উচিত।
📍 Real Review, No Drama!
🎥 মোবাইলে তৈরি, হৃদয় থেকে বলি

29/07/2025

আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

🌿এটা আমার খুবই প্রিয় একটি খাবার 🤤📌আপনার টা কোনটা? 🙄🥢আপনার এলাকায় সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি এবং কোন জায়গায় রয়েছে, কমেন্ট...
26/07/2025

🌿এটা আমার খুবই প্রিয় একটি খাবার 🤤
📌আপনার টা কোনটা? 🙄

🥢আপনার এলাকায় সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি এবং কোন জায়গায় রয়েছে, কমেন্ট বক্সের অবশ্যই জানাবেন 😀🍗🍖🍔🥞
--------------------------
🌿This is one of my favorite foods 🤤
📌Which one is yours? 🙄

🥢What is the most popular food in your area and where is it? Be sure to tell us in the comment box 😀🍗🍖🍔🥞
-------------

Teste With REZA- এটা আমার ফুড রিভিউ চ্যানেল, যেখানে আমি সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করি। রাস্তার পাশে থাকা খাবার হোক বা Re...
25/07/2025

Teste With REZA- এটা আমার ফুড রিভিউ চ্যানেল, যেখানে আমি সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করি। রাস্তার পাশে থাকা খাবার হোক বা Restaurant, আমি খেয়ে দেখি, বুঝি আর তারপর বলি - কোন খাবারটা আসলেই Try করা উচিত।
📍 Real Review, No Drama!
🎥 মোবাইলে তৈরি, হৃদয় থেকে বলি।

Address

Hajiganj
Chandpur
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taste With REZA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share