RayHan GaZi SuMonッ

  • Home
  • RayHan GaZi SuMonッ

RayHan GaZi SuMonッ আসসালামু আলাইকুম😍
আমার পেইজে লাইক দি?

04/08/2024

এই সময় টা দেশে না থাকার আফসোস সারা জীবন থেকে যাবে😪

So proud of this generation of young students! Never thought players of PUBG, TikTok stars, and everyday heroes could sh...
04/08/2024

So proud of this generation of young students! Never thought players of PUBG, TikTok stars, and everyday heroes could show such profound love for their country and their rights. Your dedication and sacrifices for freedom inspire us all. We salute you!

26/12/2023

কিছু ডাবল ফেইসের মানুষ দেখবেন আপনার সাথে চলাফেরা করবে আর ভালো সাজার ভান ধরে থাকবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে, ওরা পিছনে আপনার নামে মিথ্যা সমালোচনা করে বেড়ায়।

24/12/2023

নিজে ভালো তো জগত ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে।

11/12/2023

প্রচন্ড ক্লান্তি আর একরাশ হতাশা নিয়ে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখছেন আর বলছেন আরেকটু ধৈর্য ধরো। নিরাশ হয়ো না।একদিন সব ঠিক হয়ে যাবে।

13/10/2023

ধরুন,
আপনি আপনার পরিবারে একমাত্র উপার্জনকারী,ভালো একটা চাকরি করে সুন্দর স্বচ্ছল একটা জীবন পার করছেন।আপনার স্ত্রী একদম ঘরের লক্ষী বউ যাকে যা বলেন সেভাবেই করে,সে বাহিরে যায় না আপনি তার প্রয়োজনীয় সব কিছু বাসায় এনে দেন।এইজন্য সে বাহিরে চলাচল এ অভ্যস্ত নয় কিংবা বাহির সম্পর্কে এতোটা অবগত নয়।যাইহোক আল্লাহ না করুক আপনার হায়াত শেষ কিংবা কোন দূর্ঘটনায় আপনি টাকা উপার্জন করায় অক্ষম হয়ে গেলেন তখন কি হবে? আপনার স্ত্রী ,আপনার মা,আপনার বাবা,আপনার আদরের সন্তান সহ কই যাবেন? আপনার স্ত্রী তার বাবার বাসা থেকে টাকা এনে কতদিন চলবে? এরপর কি পরিবার নিয়ে পথে নামবেন? নিজের ঘরের মেয়েদের এমন ভাবে গড়ে তুলুন যাতে আপনার অবর্তমানে তাকে অন্যের কাছে সাহায্য না চাইতে হয়।

11/10/2023

কারো কাছের মানুষ মারা গেছে শুনলেই কষ্ট হয়।
"আর কোনোদিন দেখা হবে না" এই শোক মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিনতম শোক! আই সি ইউ এর গেটের বাইরে অপেক্ষায় থাকা মানুষ টা দড়জার বেশি দূরে নাই অথচ ভেতরে থাকা মানুষ টা জীবন থেকে কতো দূরে চলে যাচ্ছে নিমিষেই এই অনুভূতি টা দগ্ধকর...

28/07/2023

কেমন জানি একটা ঘোরের মধ্যে আট'কা পইড়া গেছি। সুখ নাই, আবার দুঃখ বলতেও তো জীবনে কিছু দেখিনা। চারপাশে সবাই আছে, কিন্তু নিজেরে একা লাগে। বাঁ'চার কোনো কারণ খুঁইজা পাই না, আবার দুনিয়া থেকে চলে যাইতেও ভ'য় লাগে।

রাতের পর দিন আর দিনের পর রাত আসতেছে, সব দিন দেখি একই রকম কাটতেছে। মনে হইতেছে আজকের দিনটা কালকেও এমন-ই কাটাইছি। না, এমনে জীবন চলে না!

11/08/2022

সৌন্দর্য পুরুষেরও আছে
ভীড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে সে পুরুষের সৌন্দর্য কী জানো?

তোমার মর্যাদা।

ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজে ডানদিকে থেকে তোমাকে বামদিকে রাখে সৌন্দর্য সে পুরুষেরও আছে।

তোমার নিরাপত্তা তার নাম।

যে পুরুষ তোমায় সবসময় জানালার পাশে বসতে দেয় সে পুরুষের সৌন্দর্য কি?

তোমার ভালোলাগা তার ভালোলাগা।

যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে, সংসারটাকে একটু সামলে রেখো সে পুরুষের সৌন্দর্যকে কি নামে ডাকো?

আস্থা।

যে পুরুষ তোমাকে একপলক দেখার জন্য ছটফট করে, সামান্য অপ্রাপ্তিতে পাগলামো করে সে পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা।

যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো তখন যে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে, ভালোবাসি।
সে পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কখনো? কি নাম দিবে তার?

গুরুত্ব।

যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না সে পুরুষের পৌরুষত্ব নেই। আর যার পৌরষত্ব নেই সে আবার পুরুষ নাকি?

গভীর রাতে স্ত্রীর কাছে পুরুষ কেবলই সুখ চায় এমন নয় । পুরুষ স্ত্রীকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করে, ব্যথাটা কমেছে তোমার?

পুরুষ মানুষ কেবলই নিজেরটা বুঝে এমন নয়, পুরুষ মানুষ তোমাকে এগিয়ে যেতে সাহসও জোগায়।

তবুও যদি বলো, সব পুরুষই খারাপ, পুরুষ মানুষ মানেই ভোগবাদী, পুরুষ মানুষ কেবলই স্বার্থপর, আমাকে দুঃখ নিয়ে বলতে হয়‌

তুমি পুরুষত্বটাই দেখেছো, পৌরুষত্ব তোমার নজরে আসেনি। শোন নারী, সৌন্দর্য পুরুষেরও আছে তুমি খুঁজে নিতে পারোনি।

তুমি কাকে খুঁজো?
যে সুন্দর করে সাজে???

মূর্খ তুমি!!

তুমি তাকেই খুঁজো যে সুন্দর করে বুঝে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when RayHan GaZi SuMonッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RayHan GaZi SuMonッ:

  • Want your business to be the top-listed Media Company?

Share