Sajib_Nath

Sajib_Nath Photographer || Blogger || Editor || Nature Lover
(3)

বাংলাদেশে হচ্ছে নেক্সট লেভেল মুভি💪🦾💥আমাদের দেশের সুপারস্টার শাকিব খান একের পর এক ব্লকবাস্টার মুভি উপহার দিচ্ছে। আর তার স...
26/06/2025

বাংলাদেশে হচ্ছে নেক্সট লেভেল মুভি💪🦾💥

আমাদের দেশের সুপারস্টার শাকিব খান একের পর এক ব্লকবাস্টার মুভি উপহার দিচ্ছে। আর তার সাথে আছে আমাদের আফরান নিশু,সিয়াম ভাই।

কিছুমাস আগে আফরান নিশু আমদেরকে নেক্সট লেভেল💥🫥 মুভি "সুরঙ্গ " উপহার দেয়।

আর সিয়াম ভাই উপহার দেয় "জংলি" যেটাও কি-না ব্লকবাস্টার💥 ছিল।

আর সুপারস্টার শাকিব খান দেয় "বরবাদ", "তান্ডব (যেটার সিক্যুয়াল পার্ট ২ আসবে)"

এর আগে বাংলাদেশে এইরকম মুভি কখনও হয়নি।যেটা ছিল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় একটা কামব্যাক।

আমরাও দর্শক হিসেবে চাই বাংলাদেশে এইরকম নেক্সট লেভেল মুভি আসতে থাকুক।আরও ভালো ভালো কাজ আসুক।

আরও একটি চাওয়া হলো - বাংলাদেশে এখনও কোনো সুপারহিরো মুভি হয় নাই।যেখানে ভালো VFX এর কাজ থাকবে হলিউডের মতো।

এখন সময় অন্যদেশের মুভি নিয়ে কথা না বলে নিজ দেশের মুভি নিয়ে কথা বলার।

06/05/2025

Is that true? ゚

এডমিশনের সি ইউনিটের এবং বি ইউনিটের কিছু বই আছে।কেউ কিনতে চাইলে নক দিন
06/05/2025

এডমিশনের সি ইউনিটের এবং বি ইউনিটের কিছু বই আছে।কেউ কিনতে চাইলে নক দিন

04/05/2025

আমি এই পেইজটা খুলি অনেক আগে,উদ্দেশ্য ছিলো রেগুলার পার্সোনাল ব্লগ পোস্ট করা কিন্তু বিভিন্ন সমস্যার জন্য বিশেষ করে এডমিশন টাইমের বিভিন্ন ফেরায় থাকায়, অনেক মূহুর্ত ক্যামেরা বন্দি করা সত্ত্বেও ইডিট করে পোস্ট করা সম্ভব হয় নি।তবে এখন থেকে রেগুলার পোস্ট আসবে এই পেইজ থেকে, আর বর্তমান পেইজের রিচ ডাউন, তাই জানিনা কি হবে। কিন্তু তারপরও রেগুলার থাকতে চেষ্টা করব।এতে আপনাদের একটু হেল্প দরকার

অগ্রিম ধন্যবাদ

**বর্ষার মায়া**  ঝরঝর বারিধারা, আকাশে কালো মেঘ,  শিউলি বনে ভিজে পাতা, কদম ফুলের সেজ।  পথে হাঁটে একলা আমি, ভিজে মাটির গন্...
15/04/2025

**বর্ষার মায়া**

ঝরঝর বারিধারা, আকাশে কালো মেঘ,
শিউলি বনে ভিজে পাতা, কদম ফুলের সেজ।

পথে হাঁটে একলা আমি, ভিজে মাটির গন্ধে,
মনের কোণে জমে থাকে স্মৃতির সব বিন্দু।

নদী উথাল-পাথাল, ডাকে দূরে মাছরাঙা,
মাঠে মাঠে সবুজ ঢেউ, ধানের গন্ধ ভাঙা।

বৃষ্টিভেজা এই সকালে, মনে হয় যেন মনে,
পুরানো গল্প ফিরে আসে বর্ষারই কোলে।

ঝড়ের গান, পাতার নাচ, মিলিয়ে যায় দূরে,
বর্ষা তো শুধু জলে নয়, এ তো প্রাণের সুরে।

-সজীব নাথ

আজকে পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বর্ষ বরণ অনুষ্ঠানের খন্ড বিশেষ। আর ব্যান্ড কমিউনিটি ছিল:-সরলা...
14/04/2025

আজকে পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বর্ষ বরণ অনুষ্ঠানের খন্ড বিশেষ।

আর ব্যান্ড কমিউনিটি ছিল:-সরলা ব্যান্ড

24/02/2025

এখন মনে হয় বাংলাদেশ বসন্তু দেখতে হবে😰

21/02/2025

জীবন সুন্দর🥰

04/02/2025

জীবনে কোনো কিছুতে বিশ্বাস করতে নেই

Address

Moglerhat,Rangunia,Chattogram.
Chandraghona
4560

Alerts

Be the first to know and let us send you an email when Sajib_Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajib_Nath:

Share