
26/06/2025
বাংলাদেশে হচ্ছে নেক্সট লেভেল মুভি💪🦾💥
আমাদের দেশের সুপারস্টার শাকিব খান একের পর এক ব্লকবাস্টার মুভি উপহার দিচ্ছে। আর তার সাথে আছে আমাদের আফরান নিশু,সিয়াম ভাই।
কিছুমাস আগে আফরান নিশু আমদেরকে নেক্সট লেভেল💥🫥 মুভি "সুরঙ্গ " উপহার দেয়।
আর সিয়াম ভাই উপহার দেয় "জংলি" যেটাও কি-না ব্লকবাস্টার💥 ছিল।
আর সুপারস্টার শাকিব খান দেয় "বরবাদ", "তান্ডব (যেটার সিক্যুয়াল পার্ট ২ আসবে)"
এর আগে বাংলাদেশে এইরকম মুভি কখনও হয়নি।যেটা ছিল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় একটা কামব্যাক।
আমরাও দর্শক হিসেবে চাই বাংলাদেশে এইরকম নেক্সট লেভেল মুভি আসতে থাকুক।আরও ভালো ভালো কাজ আসুক।
আরও একটি চাওয়া হলো - বাংলাদেশে এখনও কোনো সুপারহিরো মুভি হয় নাই।যেখানে ভালো VFX এর কাজ থাকবে হলিউডের মতো।
এখন সময় অন্যদেশের মুভি নিয়ে কথা না বলে নিজ দেশের মুভি নিয়ে কথা বলার।