Light of Jewel

Light of Jewel Story, Education & Motivation

~ M. Jewel Alam
Lecturer, Bangabari Y S School & College
(8)

02/10/2025

দেশি আর প্রবাসী ভাইদের মানবিকতা
#মানবিকতা

আমরা এখন ২০০০০ সদস্যের একটা পরিবার! এই জার্নিতে আমি আপনাদের সহায়তায় স্বল্প পরিসরে হলেও বেশ কিছু অসহায় মানুষের পাশে দাঁড়া...
01/10/2025

আমরা এখন ২০০০০ সদস্যের একটা পরিবার!
এই জার্নিতে আমি আপনাদের সহায়তায় স্বল্প পরিসরে হলেও বেশ কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আমার ফলোয়ার, অডিয়েন্স সবার প্রতি রইলো ভালোবাসা আর কৃতজ্ঞতা।
সংখ্যায় কম হলেও কোয়ালিটি কনটেন্ট উপহার দেওয়ার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। শুরু হোক আমাদের নতুন করে পথচলা।

30/09/2025

জীবনে বড় হতে হলে পরিশ্রমের পাশাপাশি বাবা মায়ের দোয়াটা অপরিহার্য। পরিশ্রম আর বাবা মায়ের দোয়া একসাথে থাকলে এই পৃথিবীর কেউ তাকে থামাতে পারবে না। সুতরাং পরিশ্রম করো, আর বাবা মায়ের প্রতি বিনয়ী হও।
দেখবা, তোমার উন্নতিতে এটা ম্যাজিকের মত কাজ করবে, আল্লাহ তোমার বরকত বাড়ায় দিবেন, সবচেয়ে বড় কথা হলো- একটা মানসিক শান্তি পাবা। আর ভালো থাকার জন্য এই মানসিক শান্তিটা ভীষণ গুরুত্বপূর্ণ।

আনোয়ারা হ্যাপি স্কুল। যার নামে এই প্রতিষ্ঠান, সেই আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী  আজ। কোরআন তেলাওয়াত , দোয়া মাহফিল আর আল...
29/09/2025

আনোয়ারা হ্যাপি স্কুল। যার নামে এই প্রতিষ্ঠান, সেই আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী আজ। কোরআন তেলাওয়াত , দোয়া মাহফিল আর আলোচনা সভার মাধ্যমে পালিত হলো আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।

28/09/2025

নিঃস্ব সুমন, একটি মানবিক আবেদন।
#মানবিকতা

প্রকৃতি যেন দুহাত ভরে উজার করে দিয়েছে। তিন বছর আগে কাপ্তাই লেকে।
27/09/2025

প্রকৃতি যেন দুহাত ভরে উজার করে দিয়েছে। তিন বছর আগে কাপ্তাই লেকে।

26/09/2025

পেজের নাম পরিবর্তন করে বি-প-দে

25/09/2025

সৃজনশীলতায় কিশোর কিশোরী ক্লাব

24/09/2025

কেউ একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। অক্সফোর্ডের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনবার। আরেকজনতো করোনার টিকার ফর্মুলা বের করে ফেলেছিলেন। এখন আবার একজন বললেন, ঢাবির মহসিন হলে ১৭ বছর ধরে আযান হয়নি। চান্স না পেয়েও বলছেন জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছিলেন। শুধু তাই নয়, ওখানে সকালে নাকি ম-দ দিয়ে কুলি করা হয়।
ভাবছি, হাজার হাজার দর্শকের সামনে এরকম ভয়ংকর মিথাচার করছে কত অবলীলায়। উনাদের এসব কথা শুনে খুব কষ্ট পাই, আফসোসও হয়। ভাই, আপবারা শুধু নিজেদেরই ক্ষতি করছেন না, ইসলামেরও ক্ষতি করছেন।।
আপনাদের হাতে আমার ইসলাম নিরাপদ না।

23/09/2025

বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনাল খেলার একটা সম্ভাবনা আছে। আপনাদের কি মনে হয় - বাংলাদেশ ফাইনাল খেলবে? 🇧🇩

20/09/2025

Question: Which sentence is correct? (47th BCS)
a) One of my sisters are a nurse.
b) One of sister is a nurse.
c) One of my sisters is a nurse.
d) One of my sister's are a nurse.

খেলাধুলা শরীর ও মনকে যেমন ভালো রাখে, তেমনি খেলোয়ারদের বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। আগে গ্রামগঞ্জের প্রতিটা মাঠেই খেলা ...
19/09/2025

খেলাধুলা শরীর ও মনকে যেমন ভালো রাখে, তেমনি খেলোয়ারদের বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। আগে গ্রামগঞ্জের প্রতিটা মাঠেই খেলা হতো। এখনো খেলা হয়, তবে সেটা মাঠে নয়, মোবাইলে।
সন্তোষপুর মাঠে এই খেলাধুলার চর্চাটা একটু হলেও এখনো আছে। তার ফলও পাওয়া যাচ্ছে। বেশ কয়েক বছর থেকে আন্ত;স্কুল ফুটবল প্রতিযোগিতায় ইউনিয়ন চ্যাম্পিয়ন হচ্ছে সন্তোষপুর বয়েজ স্কুল।
এবার তার ব্যতিক্রম হলো না। উপজেলা পর্যায়ে ফুটবলে বাংগাবাড়ী ইউনিয়নকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সন্তোষপুর বয়েজ স্কুল।

Address

Sontoshpur, Bangabari
Chapai Nawabgonj
6320

Telephone

+8801733134511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light of Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Light of Jewel:

Share