17/08/2025
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের একজন মহিলাকে এই রাসেল ভাইপার সাপটি কামড় দেই।
রাসেল ভাইপার এর কামড় এড়াতে করণীয় — যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। — লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাত-পা ঢোকাবেন না। — সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরুন।।