সখের কোরিয়া

সখের কোরিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সখের কোরিয়া, Digital creator, Chapainawabganj, Chapainagar.

Assalamualaikum welcome to my Page🇰🇷
Sokher korea/ সখের কোরিয়া 🇰🇷안녕하세요 🇰🇷 বাংলাদেশ ও কোরিয়ার সকল খবর এই পেজের মাধ্যমে জানতে পারবেন পেজটা লাইক ফলো করে রাখলে আপনার ই ভাল হবে সবার আগে সকল তথ্য জানতে পারবেন 🇰🇷✈️ ধন্যবাদ🇰🇷🇧🇩🇰🇷

কোরিয়া থেকে সহজেই এসব দেশগুলোর ভিসা পাওয়া যায় এবং যাতায়াত খরচও অনেক কম। অনেকে কোম্পানিতে ছুটি না থাকায় কিছু পেপার সংগ্রহ...
04/08/2025

কোরিয়া থেকে সহজেই এসব দেশগুলোর ভিসা পাওয়া যায় এবং যাতায়াত খরচও অনেক কম। অনেকে কোম্পানিতে ছুটি না থাকায় কিছু পেপার সংগ্রহ করতে পারেন না।

এখন গরমের ছুটি চলতেছে অনেকের তাই এই ছুটিতে পেপারগুলো তুলে রাখতে পারেন।

অক্টোবরে বিশাল বন্ধ (টানা ১০ দিন) সেই বন্ধে এসব দেশ সহজে ঘুরে আসতে পারেন।
কোন দেশের কি কি ডকুমেন্ট লাগবে তা নিচে দিলাম।

জাপান-
-পাসপোর্ট এর কপি
-এলিয়েন কার্ড এর কালার কপি
-পাসপোর্ট সাইজ ছবি ( ৬ মাসের মধ্যে তোলা)
-25 লাখ প্লাস, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট (잔액증명서।
-মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, কোম্পানি নামও ফোন নাম্বার।

মালয়েশিয়াঃ
-পাসপোর্ট এর কপি
-এলিয়েন কার্ড কপি ২ পাস
-১ কপি ছবি
-কোরিয়াতে প্রথম যখন আসছেন তখন ইমিগ্রেশন একটা সিল দিয়েছিল ঐ পেজের এবং পাশের পেজ একসাথে করে ছবি দিবেন।
-মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এবং কোম্পানীর নাম।
এই সবগুলো Cam Scanner নামে একটা সফ্‌টওয়্যার আছে ওটা দিয়ে স্ক্যান করে দিতে পারেন।
-টিকেট কনফার্ম
-ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ১০ লাখ প্লাস( 잔액증명서) ও ৩ মাসের ব‍্যাংক স্টেটমেন্ট ইংলিশে।
-출입국에 관한 사실증명서 Entry-Departure certificate (জুমিন সেন্টার বা অপসামুসো বা ইমিগ্রেশন থেকে নিতে হবে।

থাইল্যান্ড ঃ
-পাসপোর্ট স্ক্যান কপি
-ছবি স্ক্যান
-এলিয়েন কার্ড স্ক্যান কপি
-হোটেল বুকিং
-টিকেট বুকিং
-ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ১০ লাখ প্লাস( 잔액증명서) ও ৩ মাসের ব‍্যাংক স্টেটমেন্ট ইংলিশে।
-출입국에 관한 사실증명서 Entry-Departure certificate (জুমিন সেন্টার বা অপসামুসো বা ইমিগ্রেশন থেকে নিতে হবে।

CD তাইওয়ান :
-পাসপোর্ট
-এলিয়েন কার্ড
-ছবি
-ব্যাংক স্টেটমেন্ট (৫০ লাখ প্লাস)
-এম্প্লয়মেন্ট সার্টিফিকেট ( লাগতেও পারে নাও লাগতে পারে)
-হোটেল বুকিং
-কনফার্ম টিকেট
-ট্রাভেল আইটিনারি
-ভিসা ফি ৬৬,০০০ ওন।
নিজে গিয়ে জমা দিতে হবে।

চায়নাঃ স্টিকার ভিসা
-অরিজিনালপাসপোর্ট (পাসপোর্ট এর মেয়াদ ৬ মাসের বেশী থাকতে হবে)
-ছবি ৬ মাসের মধ্যে তোলা
-অরিজিনাল এলিয়েন কার্ড( ভিসার মেয়াদ ৬ মাসের বেশী থাকতে হবে)
-অরিজিনাল জেজিক জুংমিয়ংসো

অনেকের কাজে লাগবে , শেয়ার দিতে পারেন।

🇰🇷✨ ৩য় EPS ভিসা ইস্যু — স্বপ্ন ছোঁয়ার আরেকটা অধ্যায়! ✨🇧🇩আজ আবারও প্রমাণ হলো — স্বপ্ন শুধু দেখা যায় না, ছোঁয়াও যায়!৩য় ধাপ...
04/08/2025

🇰🇷✨ ৩য় EPS ভিসা ইস্যু — স্বপ্ন ছোঁয়ার আরেকটা অধ্যায়! ✨🇧🇩

আজ আবারও প্রমাণ হলো — স্বপ্ন শুধু দেখা যায় না, ছোঁয়াও যায়!
৩য় ধাপে যারা ভিসা পাবে, তোমাদের জন্য ইস্যুর দিনটা শুধু একটি দিন নয়, আত্মত্যাগ, ধৈর্য আর ভালোবাসার ফসল।

📖 কত রাত না ঘুমিয়ে বইয়ে ডুবে ছিলে...
☀️ কোরিয়ার রোদের স্বপ্নে তোমার চোখ জ্বলত প্রতিদিন...
📞 পরিবারকে বলেছিলে, "একদিন ঠিক কোরিয়ায় যাবো..."

আজ সেই স্বপ্নের ভিসা হাতে, তোমরা প্রমাণ করলে –
👉 সংগ্রাম কখনো বৃথা যায় না।

কেউ বলে ছিল, "পাস করেছো তো কি, এখন আবার ভাগ্য লাগে ভিসা পেতে..."
তুমি বিশ্বাস হারাওনি। তুমি অপেক্ষা করেছিলে।
আর আজ কোরিয়ার টিকিট নিয়ে তোমার জিদ জিতেছে।

এই মুহূর্তে যারা অপেক্ষায় —
আজ যারা ভিসা পায়নি, তারা যেনো ভেঙে না পড়ে।
তোমার সময়ও আসবে।
আকাশ সবার জন্য উন্মুক্ত থাকে,
তুমি শুধু উড়ার সাহস রেখো। 💪

🎉 অভিনন্দন ৩য় ব্যাচের সকল ভিসাপ্রাপ্ত যোদ্ধাকে!
Emotion of EPS পরিবারের পক্ষ থেকে
তোমাদের জন্য অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️

তোমাদের এই রাস্তায়, একদিন আমরাও হেঁটে যাবো... ইনশাআল্লাহ।




#কোরিয়ার_পথে
#স্বপ্নযাত্রা_চলুক

22/07/2025

—ইন্নালিল্লাহ😢😢
—ছেলেটাকে যেন তার পরিবার খুব তাড়াতাড়ি ফিরে পায়৷ দীর্ঘ নেক হায়াত কামনা করি,, আল্লাহর কাছে।
🔴ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ✅

▪️আল্লাহ আপনি আহত নিহতদের পরিবারদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন 🤲

🇰🇷দক্ষিণ কোরিয়া🇰🇷 খিয়ংগিদো হোয়াসং বায়তুল ফালাহ মসজিদে আজকে এক কোরিয়ান ভাই ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ 🇰🇷
21/07/2025

🇰🇷দক্ষিণ কোরিয়া🇰🇷 খিয়ংগিদো হোয়াসং
বায়তুল ফালাহ মসজিদে আজকে এক কোরিয়ান ভাই ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ 🇰🇷

মেট্রোরেল ডিপোর পাশে অবস্থিত,মাইলস্টোন স্কুলের ক্লাস চলাকালীন সময়ে স্কুল ভবনের উপর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।আহ! ক...
21/07/2025

মেট্রোরেল ডিপোর পাশে অবস্থিত,মাইলস্টোন স্কুলের ক্লাস চলাকালীন সময়ে স্কুল ভবনের উপর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।
আহ! কি বীভৎস দৃশ্য!😭
বাচ্চাদের অভিভাবক এই শোক কিভাবে সইবে!😭😭

21/07/2025

বিমান দুর্ঘটনায়, ঘটনাস্থলের সবচেয়ে ক্লোজ রেঞ্জ ভিডিও।
এটা যদি কোনো ক্লাসরুম হয় তবে সব শেষ।
সকলে শুধু দোয়া করি, যেনো বারান্দা বা বাহিরের অংশে হয়।

ভিডিওর শেষের দিকে দেখা যাচ্ছে কাপড় দিয়ে ঢাকা একটা লাশের ছবি😓 তার পাশেই হতাহত একজনকে ধরে নিয়ে যাচ্ছে 😢😓

#বিমান #এক্সিডেন্ট #ক্লাশ #দুর্ঘটনা

Seoul City.
20/07/2025

Seoul City.

এগুলো হাতে পেলেই দক্ষিণ কোরিয়া আসার সপ্ন পূরণ হবে।           .
20/07/2025

এগুলো হাতে পেলেই দক্ষিণ কোরিয়া আসার সপ্ন পূরণ হবে।


.

12/10/2024

Eps comando training

31/05/2024

প্রকৃতির সৌন্দর্য 🥰

Address

Chapainawabganj
Chapainagar

Telephone

+8801757846010

Website

Alerts

Be the first to know and let us send you an email when সখের কোরিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সখের কোরিয়া:

Share