
04/08/2025
কোরিয়া থেকে সহজেই এসব দেশগুলোর ভিসা পাওয়া যায় এবং যাতায়াত খরচও অনেক কম। অনেকে কোম্পানিতে ছুটি না থাকায় কিছু পেপার সংগ্রহ করতে পারেন না।
এখন গরমের ছুটি চলতেছে অনেকের তাই এই ছুটিতে পেপারগুলো তুলে রাখতে পারেন।
অক্টোবরে বিশাল বন্ধ (টানা ১০ দিন) সেই বন্ধে এসব দেশ সহজে ঘুরে আসতে পারেন।
কোন দেশের কি কি ডকুমেন্ট লাগবে তা নিচে দিলাম।
জাপান-
-পাসপোর্ট এর কপি
-এলিয়েন কার্ড এর কালার কপি
-পাসপোর্ট সাইজ ছবি ( ৬ মাসের মধ্যে তোলা)
-25 লাখ প্লাস, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট (잔액증명서।
-মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, কোম্পানি নামও ফোন নাম্বার।
মালয়েশিয়াঃ
-পাসপোর্ট এর কপি
-এলিয়েন কার্ড কপি ২ পাস
-১ কপি ছবি
-কোরিয়াতে প্রথম যখন আসছেন তখন ইমিগ্রেশন একটা সিল দিয়েছিল ঐ পেজের এবং পাশের পেজ একসাথে করে ছবি দিবেন।
-মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এবং কোম্পানীর নাম।
এই সবগুলো Cam Scanner নামে একটা সফ্টওয়্যার আছে ওটা দিয়ে স্ক্যান করে দিতে পারেন।
-টিকেট কনফার্ম
-ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ১০ লাখ প্লাস( 잔액증명서) ও ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট ইংলিশে।
-출입국에 관한 사실증명서 Entry-Departure certificate (জুমিন সেন্টার বা অপসামুসো বা ইমিগ্রেশন থেকে নিতে হবে।
থাইল্যান্ড ঃ
-পাসপোর্ট স্ক্যান কপি
-ছবি স্ক্যান
-এলিয়েন কার্ড স্ক্যান কপি
-হোটেল বুকিং
-টিকেট বুকিং
-ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ১০ লাখ প্লাস( 잔액증명서) ও ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট ইংলিশে।
-출입국에 관한 사실증명서 Entry-Departure certificate (জুমিন সেন্টার বা অপসামুসো বা ইমিগ্রেশন থেকে নিতে হবে।
CD তাইওয়ান :
-পাসপোর্ট
-এলিয়েন কার্ড
-ছবি
-ব্যাংক স্টেটমেন্ট (৫০ লাখ প্লাস)
-এম্প্লয়মেন্ট সার্টিফিকেট ( লাগতেও পারে নাও লাগতে পারে)
-হোটেল বুকিং
-কনফার্ম টিকেট
-ট্রাভেল আইটিনারি
-ভিসা ফি ৬৬,০০০ ওন।
নিজে গিয়ে জমা দিতে হবে।
চায়নাঃ স্টিকার ভিসা
-অরিজিনালপাসপোর্ট (পাসপোর্ট এর মেয়াদ ৬ মাসের বেশী থাকতে হবে)
-ছবি ৬ মাসের মধ্যে তোলা
-অরিজিনাল এলিয়েন কার্ড( ভিসার মেয়াদ ৬ মাসের বেশী থাকতে হবে)
-অরিজিনাল জেজিক জুংমিয়ংসো
অনেকের কাজে লাগবে , শেয়ার দিতে পারেন।