Md Abu Sufiyan

Md Abu Sufiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Abu Sufiyan, Digital creator, Luxmichari.

Assalamualaykum dear Visitors✅
Welcome to my page 🥰
Hopeful You'll Love this page to⭐
Thank you so much✅

Last donate 10/09/2024

Blood group A(+Ve)

💓01605184252💓

People celebrate July Uprising day at Manik Mia Avenue on Tuesday.
05/08/2025

People celebrate July Uprising day at Manik Mia Avenue on Tuesday.

05/08/2025

দেশ আজ স্বাধীন-মুক্ত
আমরা বিজয়ী
আলহামদুলিল্লাহ

চুপ্পু কি কয় !
04/08/2025

চুপ্পু কি কয় !

04/08/2025

জুনদাব ইবনু সুফিয়ান (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

যে ব্যক্তি ফযরের নামায আদায় করল সে আল্লাহর হিফাজাতে চলে গেল। অতএব তোমরা আল্লাহ তা'আলার হিফাজাতকে চূর্ণ কর না, তুচ্ছ মনে কর না।

— (জামে' আত-তিরমিযি: ২২২)

02/08/2025

তুমি কি নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে চাও?
তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে...

একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।

আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো।

আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন:
"তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো।"
আমি বললাম, "বলুন।"
তিনি বললেন:
"তুমি প্রতিদিন এক হাজারবার নাবী ﷺ-র প্রতি দুরূদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।"

তিনি আরও বললেন: "দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে।
নবীজি ﷺ তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরূদ তাঁর কাছে পৌঁছাবে।"

চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন:
"তুমি তাঁকে স্বপ্নে দেখবে, 'কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে'।"

আর সবচেয়ে সুন্দর কথা হলো, আল্লাহ তাআলা যখন মু'মিনদেরকে নাবীর প্রতি দুরূদ পাঠানোর নির্দেশ দিয়েছেন, তার আগেই তিনি নিজে দুরূদ পাঠিয়েছেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নাবী (সা.)-এর প্রতি দুরূদ পাঠান। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দুরূদ ও সালাম পাঠাও।" [সূরা আল-আহযাব, আয়াত-৫৬]

আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম।

এরপর ধীরে ধীরে নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, 'হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া'।

আল্লাহর কসম:
আমি যাকে-ই এই উপদেশ দিয়েছি, সবাই-ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে।

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি:
যেকেউ প্রতিদিন ১০০০ বার দুরূদ শরীফ পড়বে, সে নিশ্চয়ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখবে।

—শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ),মিশর।
—ভাষান্তর : ইয়াছিন আরাফাত, আল-আযহার ইউনিভার্সিটি,কায়রো

01/08/2025

অতিরিক্ত স্বাধীনতা মেয়েদের দ্বীনহীন করে। কেড়ে নেয় আত্মসম্মান বোধ। দূর করে দেয় লাজুকতা!

বই—তবুও ভালোবাসব!

মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বাইপাস সার্জারি করার নির্দেশন...
30/07/2025

মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বাইপাস সার্জারি করার নির্দেশনা দিয়েছেন।

পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের প্রস্তাব ছিলো দেশের বাইরে সার্জারি করার। কিন্তু তিনি দেশেই সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

মহান রাব্বুল আলামীন তাঁকে হেফাজত করুন। সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।

স্বজাতির সাথে গাদ্দারি করার পরিনাম ভয়াবহ হয়:-🫣🫣বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এল...
29/07/2025

স্বজাতির সাথে গাদ্দারি করার পরিনাম ভয়াবহ হয়:-🫣🫣

বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।

বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!

লোকটি বললো মার্জনা করবেন জাহাপানা। দেখতে সাধারন হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো - আমি যখন শিকারে যাই,তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।

আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষন করে।

তার এই আওয়াজ শুনে ঝাকে ঝাকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাদ ।

বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন। এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?

তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজ্ও অমর হয়ে আছে। তিনি বললেন, “যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে,তার এই পরিনতিই হওয়া উচিত”।

29/07/2025

কেউ আপনাকে গালি দিলে 𝐬𝐚𝐦𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮.বলে চলে আসবেন, তাহলে গুনাহ হবে না...! 🙃👍🏻

আমার শ্রদ্ধেয় আব্বাজান ব্যাংকে টাকা উত্তোলন করতে আসছিলো আর আমি সার্ভার জনিত সমস্যা দেখিয়ে প্রায় ১৫ মিনিট সিরিয়ালে দাঁড় ...
28/07/2025

আমার শ্রদ্ধেয় আব্বাজান ব্যাংকে টাকা উত্তোলন করতে আসছিলো আর আমি সার্ভার জনিত সমস্যা দেখিয়ে প্রায় ১৫ মিনিট সিরিয়ালে দাঁড় করায় রাখলাম।

ছোটবেলায় দশ টাকার জন্য ৩-৪ ঘন্টা অপেক্ষায় করায় রাখতেন ওনি আমাকে,মাটিতে কাঁদতে কাঁদতে শুয়ে নাগিন ড্যান্স না করা অব্দি টাকা দিত না,আর এখন তো আমার হাতে পাওয়ার তাও লাখ টাকার জন্য ১৫ মিনিট দাঁড় করিয়ে না রাখলে কি হয় বলেন? ছোটবেলার প্রতিশোধটা নিয়ে নিলাম।

আসলে ন্যাচার অফ রিভেঞ্জ ঘটে।
এই যে আব্বুকে অপেক্ষায় রেখে প্রতিশোধ নিয়ে নিলাম🫣
ওনাকে ভালোবাসি বলে ২-৪ ঘন্টা দাঁড় করিয়ে রাখিনাই নয়তো লাঞ্চ টাইমের বাহানা দিয়ে সুদে আসলে হিসাব করতাম😏

ছবি তোলার সময় ওনার চেহারার এক্সপ্রেশন দেখে হয়ত বুঝতেছেন ওনি রেগে আছেন মনে মনে আমাকে মা-রার প্ল্যান করতেছেন বাট ক্ষমতা তো সব জায়গায় দেখানো যায় না😶

© কপি করা মূল লেখকের নাম পাই নি।।

আমি সপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষগুলোকে ধীরে ধীরে দূরে সরে যেতে– দেখেছি! যারা ছিলো আমার জীবনের অংশ, তারা একে এক...
28/07/2025

আমি সপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষগুলোকে ধীরে ধীরে দূরে সরে যেতে– দেখেছি! যারা ছিলো আমার জীবনের অংশ, তারা একে একে হারিয়ে গিয়েছে, খুব শান্ত– ভাবে। সবাই বলে, ভালোবাসা বাঁচতে শেখায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে গভীর রাতে– একাকী কাঁদতে দেখেছি।
আশা ছিলো, ভালোবাসা আমাকে শক্তি দেবে, কিন্তু অনেক সময়, সেটা ব্যথার কারণ হয়ে দড়িয়েছে তবে, আমি জানি, জীবন এগিয়ে চলে, এবং কোনো না কোনো দিন, এই কষ্টগুলো সাফল্যে পরিনত হবে..!🙂❤️‍🩹
> ⎯͢⎯⃝ Md Abu Sufiyan

Address

Luxmichari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abu Sufiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abu Sufiyan:

Share