
10/06/2025
শান্ত প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট নৌকাটি যেন একটি গল্প বলে—গ্রামের নদীপথ, জলজ জীবন, আর সবুজের শান্তি। এখানে নেই শহরের কোলাহল, নেই দৌড়ঝাঁপ। কেবল প্রকৃতি, নির্মল বাতাস আর সময় যেন একটু ধীরে চলে। গ্রামীণ বাংলার এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিই আমাদের সবচেয়ে বড় শান্তি ও প্রেরণা।”