ডট পয়েন্ট

ডট পয়েন্ট এই পুরো দুনিয়াটা অভিনয়ের মঞ্চ 😌😄

Convert into reusable material 👇
31/07/2025

Convert into reusable material 👇

caramel bar
30/07/2025

caramel bar

Egg Fried Rice❤️
25/07/2025

Egg Fried Rice❤️

21/07/2025

যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ১৯৮৪ সালের দিকে বানানো।

এই বিমান দুনিয়াজোড়া উড়ন্ত কফিন বলে। আর আমাদের এটা দিয়ে প্রশিক্ষণ চলে!

আরেকটা ইন্টারেস্টিং তথ্য শুনবেন,
চীন ১৯৯০ সালে এই সিরিজের বিমান (F-7) তৈরি বন্ধ করে দিছে, আর বাংলাদেশ ২০১৩ সালে সেই বিমান কিনেছে!

এটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ...!

Gulab jamun with rabdi😋😍
13/07/2025

Gulab jamun with rabdi😋😍

রসমালাই ❤️
11/07/2025

রসমালাই ❤️

ফুল🌸
09/07/2025

ফুল🌸

11/06/2025

সত্যি কথা বলতে, আমি নিরবতাকে একটু বেশিই ভালোবাসি। মাঝে মাঝে একা একাই কথা বলি।বেশি কথা বলা মানুষকে পছন্দ করি না।

চমচম❣️
05/06/2025

চমচম❣️

১থেকে ১০ ডিমের পুডিং এর মেজারমেন্ট চার্ট 🍮
28/03/2025

১থেকে ১০ ডিমের পুডিং এর মেজারমেন্ট চার্ট 🍮

🔴প্রিপেইড মিটার সম্পর্কে জেনে নিন-প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যব...
24/03/2025

🔴প্রিপেইড মিটার সম্পর্কে জেনে নিন-
প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ

প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে)।

৩। মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার)।

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার)।

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

#সংগৃহীত

বইঃ আপনিই হতে পারেন সৌভাগ্যবতী নারী 📖
07/02/2025

বইঃ আপনিই হতে পারেন সৌভাগ্যবতী নারী 📖

Address

Boalkhali Upazila
Chattogram
4366

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডট পয়েন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডট পয়েন্ট:

Share