Quotesbd360

Quotesbd360 বিখ্যাত সফল ব্যক্তিদের উক্তি গুলো তুলে ধরা হয়।

16/07/2025

সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে যাওয়ার আহ্বান সারজিস আলমের

24/05/2025

মন খারাপ থাকলে শুনুন Heart touching motivation | Bangla ukti

আমরা আপনাদের জন্য মোটিভেশান উক্তি প্রদান করব। ২দিন পরপর আমরা এই।পেইজে আপলোড করব


11/05/2025

বিএনপি ছাড়া যেমন জুলাই
হয়েছে।। তেমনি বিএনপি ছাড়া
লীগ নি"ষিদ্ধ করা হয়েছে।
এটাই বাস্তব

11/05/2025

জীবনের কঠিন সত্যগুলো, যেগুলো আমাদের বদলে দেয়,,

জীবন কখনোই সহজ ছিল না, আজও নয়। আমরা সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করছি—কখনো স্বপ্নের পেছনে ছুটছি, আবার কখনো সেই স্বপ্নের ভাঙাচোরা টুকরো কুড়িয়ে নিচ্ছি। কিছু উপলব্ধি আছে, যা আমাদের ভিতরটা নাড়িয়ে দেয়, ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয়। আজ তেমন কিছু সত্য কথা শেয়ার করছি—যেগুলো হয়তো তোমার জীবনেও আলো ফেলবে।

১. সবাই তোমাকে নিয়ে ব্যস্ত না...
তুমি ভাবতে পারো, চারপাশের সবাই তোমার কথা ভাবছে, তোমাকে বিচার করছে। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেকে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারও মনে খুব একটা দাগ কাটে না। তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কাঁধে বহন করো না।

২. কষ্টই বড় কিছু অর্জনের প্রথম ধাপ...
তোমার প্রতিটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে অগণিত নিঃশব্দ রাত, ভাঙা মন, আর ক্লান্ত দেহ। সহজে কিছুই আসে না। সফলতা পাওয়ার পথে অনেক ব্যর্থতা আসবে—তবুও থেমে যেও না। এই কষ্টগুলোই একদিন তোমার গল্প লিখবে।

৩. সবাই ভালো চায় না তোমার জন্য...
তুমি যদি অন্যদের জন্য ভালো কিছু চাও, তা মানেই না যে তারা তোমার জন্যও একইটা চায়। মুখে হাসলেও মনে বিষ ঢেলে রাখে অনেকেই। তাই চোখ খোলা রাখো—সবাইকে বিশ্বাস করো না, কিন্তু সবাইকে সম্মান দাও।

৪. জীবন সবসময় ন্যায্য আচরণ করে না...
তুমি পরিশ্রম করছো, কিন্তু ফল পাচ্ছো না—অন্য কেউ সামান্য চেষ্টা করেই সফল। এটা অসমতা মনে হতে পারে, কিন্তু এই রকম বৈষম্যই জীবনের বাস্তবতা। তুমি শুধু হাল ছেড়ো না—সময় একদিন ঠিকই পাল্টাবে।

৫. টাকা সুখ কিনতে না পারলেও, অভাব অনেক কিছু কেড়ে নেয়...
যারা বলে “টাকায় কিছু হয় না”—তারা হয়তো টানাপোড়েনের যন্ত্রণা বোঝেনি। টাকা প্রয়োজন, কারণ এটি স্বাধীনতার দরজা খুলে দেয়। তবে মনে রাখো, টাকার দাস না হয়ে টাকাকে দাস বানাও।

৬. সম্পর্ক যত্ন ছাড়া বাঁচে না...
একসময় যাদের ছাড়া জীবন অচল মনে হতো, তারাই একদিন অনেক দূরে চলে যেতে পারে। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময়, মনোযোগ ও ভালোবাসা—all three দিতে হয়। নাহলে সম্পর্ক গাছের মতো শুকিয়ে যায়।

৭. ব্যর্থতা তোমার থেমে যাওয়ার কারণ না, শেখার সুযোগ...
ভুল করবে, হেরে যাবে, লোকে হাসবে—তবুও থেমো না। যে কেউ সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছে। হেরে গিয়ে শেখো, উঠে দাঁড়াও—তাহলেই জয়ের হাসিটা একদিন তোমারই হবে।
https://www.facebook.com/profile.php?id=61575625997440
৮. একা থাকা মানেই দুর্বলতা নয়...
জীবন তোমাকে একা করে দেবে অনেক সময়। কিন্তু সেই একাকীত্বেই তুমি নিজেকে নতুন করে চিনতে পারবে। মানুষ বদলে যায়, দূরে সরে যায়—কিন্তু নিজের সঙ্গেই যদি ভালো থাকো, তাহলে তুমিই বিজয়ী।

৯. কিছুই চিরকাল থাকে না...
ভালো সময়, খারাপ সময়—সবই বদলে যায়। তাই খারাপ সময়ে ভেঙে পড়ো না, আর ভালো সময়েও অহংকার করো না। সময়ের উপর ভরসা রাখো, কারণ সব কিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায়।

১০. সবাই পাশে থাকবে না...
তুমি যত ভালোই হও, সবাই তোমার পাশে থাকবে না। কেউ আসবে শেখাতে, কেউ থাকবে ভালোবাসতে—আর কেউ চলে যাবে কষ্ট দিয়ে। যারা থেকেছে, তাদের ধরে রাখো; আর যারা চলে গেছে, তাদের ছেড়ে দাও।

১১. নিজের জন্য সময় রাখো...
তুমি সবাইকে সময় দিচ্ছো, দায়িত্ব নিচ্ছো—কিন্তু নিজেকে কি সময় দিচ্ছো? নিজের স্বপ্ন, নিজের ভালো লাগা—এইগুলোকেও গুরুত্ব দাও। নয়তো একদিন হয়তো নিজেকেই চিনতে পারবে না।

১২. জীবন তোমার, সিদ্ধান্তও তোমার...
কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না, তোমার কষ্ট বুঝবে না। তাই নিজের জন্য লড়তে শিখো। কারণ এই জীবন একটাই—এবং সেটা কেমন হবে, তার চাবিকাঠি তোমারই হাতে।

জীবন কখনো সহজ হয় না, তবে এই উপলব্ধিগুলো তোমাকে আরও শক্ত, আরও সচেতন করে তুলবে। জীবনকে ভালোবাসো, কারণ প্রতিদিনই তোমাকে নতুন কিছু শেখায়।
জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে সুপার ফর্মুলাটি পেতে হোয়াটসআ্যপ চ্যানেলে জয়েন হোন। https://whatsapp.com/channel/0029Vb6JtlzIt5rohdhlTy0S

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে
"ব্রেইনকে ট্রেইন করে হয়ে উঠুন সবার সেরা" লিংক।
https://t.me/dbsdss
©

16/04/2025
"ভবিষ্যৎ যতোই সুন্দর হোক, হারানো প্রেমের জায়গা কেউ নিতে পারে না।"
15/04/2025

"ভবিষ্যৎ যতোই সুন্দর হোক,
হারানো প্রেমের জায়গা কেউ
নিতে পারে না।"

"তাকে হারিয়ে বুঝেছি, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়,হারানোর মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে।" quotesbd360
13/04/2025

"তাকে হারিয়ে বুঝেছি,
ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়,
হারানোর মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে।"


quotesbd360

Quotes  IamOreoandthekapussies
13/04/2025

Quotes

IamOreoandthekapussies

23/02/2025

যাকে মন থেকে ভালোবাসো, সে যদি অবহেলা করে, তখন কষ্টটা সত্যিই অসহ্য হয়।

12/02/2025

কাউকে অসম্মান করতে গেলে
শিক্ষার দরকার পড়েনা কিন্তু কাউকে
সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়,
সেটা হলো "বাবা মায়ের" শিক্ষা

14/11/2024

প্রতিদিন অন্তত ১% হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট ৩৬৫% হয়েছে।

Address

Shidair, Patiya Chattogram
Chattogram
4371

Alerts

Be the first to know and let us send you an email when Quotesbd360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quotesbd360:

Share