Emranul Haque, HR DESK BD

Emranul Haque, HR DESK BD HR Professional || Content Creator

09/08/2025

অনৈতিক আচরণ একটি সামাজিক ট্যবু।।
এই নিয়ে কথা বলুন।।
প্রকাশ্যে কথা বলতে হবে।।
ট্যবু ভাংগতে হবে।।
---------------------------------------------

আর্থিক এবং চারিত্রিক অনৈতিক আচরণের পিছনে ব্যক্তির পারিবারিক ও শৈশবকালীন শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই পড়াশোনা করে, অর্জিত পুথিগত বিদ্যাকে কাজে লাগিয়ে, তথাকথিত সফলতা, সামাজিক অবস্থান, ক্ষমতা বা প্রতিপত্তির কাছাকাছি যেতে পারলেও তার মনের গভীরে লুকিয়ে থাকা আজন্ম লালিত চারিত্রিক দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারেন না। ফলশ্রুতিতে সামান্য আর্থিক সুখ বা অনৈতিক সম্পর্কের হাতছানিতে নিজের আসল রুপ প্রকাশ করে ফেলেন।।

আমরা মানুষের সামাজিক সাময়িক অবস্থানকে গুরুত্ব দেই বেশি, নৈতিক অবস্থানকে কম। ফলশ্রুতিতে তথাকথিত সামাজিক অবস্থান অর্জনের দৌড়ে টিকতে গিয়ে মানুষ আর্থিক বা অনৈতিক অসদাচরণ করলে তা প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত আমরা তাকে স্বাভাবিক মনে।করি, আবার প্রকাশিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাতে বিচলিত বোধ করি না।।

এই ট্যবু ভাংগতে না পারলে শুধু শুধু এইসব ইস্যুতে চায়ের দোকান গরম করার কোন মানে নেই।। মানুষকে সব শিক্ষার আগে নৈতিকতা শিখান। সব ট্রেণিং এর আগে তাদের নৈতিক অবস্থান ঠিক রাখতে শিখান।।

মানুষকে সব পরিস্থিতিতে চরিত্র ঠিকরাখা আর আর্থিক অনিয়ম থেকে বেচে থাকার শিক্ষা দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।। এই দুইটা ঠিক নাই যার তিনি কিভাবে লিডার হবেন, আইকন হবেন- তাই আমার ক্ষুদ্র মস্তিষ্কে আসেনা।।


#ট্যবু
#নৈতিকতা

(সংগৃহীত পোস্ট) কিছুদিন আগে একবার হোঁচট খেয়ে পরে যেতে যেতে যখন বলে উঠেছিলাম 'ইন্নালিল্লাহ্!', পাশে দাঁড়ানো একজন ভাই অবাক...
07/08/2025

(সংগৃহীত পোস্ট) কিছুদিন আগে একবার হোঁচট খেয়ে পরে যেতে যেতে যখন বলে উঠেছিলাম 'ইন্নালিল্লাহ্!',

পাশে দাঁড়ানো একজন ভাই অবাক হয়ে বলেছিলেন, কে মারা গিয়েছে?? 'ইন্নালিল্লাহ্' কেনো বললা??

আমাদের অনেকের মধ্যেই এই ভুল ধারনা আছে। আমরা মনে করি শুধু কেউ মারা গেলেই 'ইন্নালিল্লাহ্' বলা হয়।

আসলে তা নয়।

আপনি যে কোনো সময় "ইন্নালিল্লাহ" বলতে পারেন। পুরো দু'আটাও বলতে পারেন, "ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রা'জিউন।"

সংযুক্ত ছবিটিতে পুরো দু'আটা লিখে, বাংলায় এর অর্থ ভেংগে ভেংগে লিখে দেয়ার চেষ্টা করা হয়েছে, যাতে করে যারা জানেন না, তাদের জানতে যেনো সুবিধা হয়। ইন শা আল্লাহ্।

খুব ছোট্ট একটা দু'আ।

কিন্তু যেই আপনি একটু ব্যথা পেলেন, বা কষ্ট পেলেন, বা খারাপ কিছু হলো- চিন্তা করে দেখুন, আপনি যখন আপনার স্রষ্টাকে সেই সামান্য কষ্টেও বলছেন-
'আমি তো তোমারই!', তখন ঐ ব্যথাটাও কিন্তু আপনার একটা সওয়াব পাওয়ার মাধ্যম হয়ে যাচ্ছে! মজার না বিষয়টা?

সুবহান আল্লাহ্।
আল্লাহু আকবার।

মহান আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।

جَزَاكَ اللّٰهُ خَيْراً
জাযা-কাল্লা-হু খইরান।

Du'a_in_everyday_life♥

04/08/2025

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِن غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ

রাব্বানাগফিরলানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা ছাবাকুনা বিল ইমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম’ (সূরা হাশর : আয়াত ১০)।

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আমাদের ক্ষমা কর এবং আমাদের সেসব ভাইকেও ক্ষমা কর যারা আমাদের আগে ইমান এনেছে আর মুমিনদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ রেখ না। হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি অতি স্নেহশীল ও বারবার কৃপাকারী।’

03/08/2025

বিষয়ঃ সূরা আসরের আলোকে কারা ক্ষতিগ্রস্থ নয় ?
◍ ভূমিকাঃ
পবিত্র কুরআন মাজীদের ১০৩ নম্বর সূরা আল-আসর। এই সূরা ১ রুকু ও ৩ আয়াত বিশিষ্ট, যা মক্কায় অবতীর্ণ হয়েছে।
◍ অনুবাদঃ
আসুন প্রথমে আমরা দেখে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এই সূরাতে কি উল্লেখ করেছেনঃ.......... ১) সময়ের কসম।.......... ২) মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।.......... ৩) কিন্তু তারা নয়, (যারা ঈমান আনে) ও (সৎকর্ম করে) এবং (পরষ্পরকে সত্যের উপদেশ দেয়) ও (ধৈর্য্য ধারণে পরষ্পরকে উদ্বুদ্ধ করে।)
◍ ব্যাখ্যাঃ
❛ আসর শব্দের অর্থ হলো সময় / কাল / মহাকাল।
❛ এই ছোট্ট সূরায় ইসলামের গূরুত্বপূর্ণ মূলনীতি এবং মানুষের জীবনের সংক্ষিপ্ত পথনির্দেশিকা চলে এসেছে।

❛ ইমাম শাফেয়ী রহমাতুল্লাহ বলেন,.........."মানুষ যদি শুধু এ সূরার বিষয়বস্তু নিয়ে চিন্তা করত, তাহলে এ সূরা-ই তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতো।" ...........
সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সময়ের কসম করে বলছেন, সমস্ত মানবজাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে, যদিও তারা বাহ্যিক সরঞ্জামের দিক দিয়ে সমৃদ্ধ। তবে তারা এ ক্ষতি থেকে বেঁচে যাবে, যাদের মধ্যে চারটি গুণ বিদ্যমান থাকবে। গুণগুলো হলোঃ..........✓ ঈমান আনা (বিশ্বাস স্থাপন করা)..........✓ সৎকর্ম করা (নেক আমল করা)..........✓ সত্যের উপদেশ দেয়া একে অপরকে..........✓ এক অপরকে ধৈর্য্যধারণ করার উপদেশ দেয়া (উদ্বুদ্ধ করা)
◍ একটু খেয়াল করে দেখুন নাজাত পাওয়ার সমস্ত বিষয় এই চারটি গুণের মধ্যে এসে গেছে। তবে শর্ত হলো, এই চারটি গুণ একজনের মধ্যে থাকতে হবে। কোন একটি গুণের অনুপস্থিতি তাকে ক্ষতির মধ্যে নিপতিত করবে। কারণ প্রত্যেকটি গুণ-ই ওতোপ্রোতো ভাবে জড়িত সবকিছুর সাথে।
◍ উদাহরণ দেয়া যাকঃ..........❛ আপনি নেক আমল করেন, সত্যের উপদেশ দেন, বিপদে ধৈর্য্যশীল-ও কিন্তু আপনার ঈমান নেই (অর্থাৎ যে সব বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার কথা সেগুলোর উপর কোন কিছুই করেন না) তাহলে আপনি নিশ্চিত ক্ষতির মধ্যে আছেন।
..........❛ আবার আপনি ঈমান এনেছেন ঠিকই, কিন্তু কথায়, কাজে এবং অন্তরে সব কিছু উল্টো করেন যেমন, আপনি নেক আমল গুলো সঠিক ভাবে আদায় করেন না, মিথ্যার মিশ্রণ আছে আপনার কথায় ও কাজে, আবার বিপদে ধৈর্য্য হারা হয়ে যান। তাহলেও আপনি ক্ষতির মধ্যেই আছেন।
◍ আশা করি আপনি বুঝতে পেরেছেন এই চারটি গুণের একসাথে একজনের মাঝে বিদ্যমান থাকা কতটুকু আবশ্যক যদি সে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে থাকতে চায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভূক্ত হতে না চায়।
◍ উপসংহারঃ
পরিশেষে মুহতারাম এবং মুহতারামাগণ দোয়া করি আমরা যেন নিজের মধ্যে এই চারটি গুণ সমাধিস্থ করতে পারি আল্লাহর অশেষ দয়ায় এবং আমাদের উপর্যুপরি মেহনতে নচেৎ নাজাত পাওয়া দুষ্কর হয়ে যাবে।
বারাকাল্লাহু ফিকুম।

"Leadership Starts with You: Habits, Mindset, and Impact"I recently had the privilege of conducting a short session on l...
03/08/2025

"Leadership Starts with You: Habits, Mindset, and Impact"

I recently had the privilege of conducting a short session on leadership for the bright undergraduate and graduate students of Chattogram, organized by Youth Skill Development Institute Trust Community.

The session titled "Leadership Starts with You: Habits, Mindset, and Impact" focused on the foundational principles that shape effective leaders—developing strong habits, cultivating the right mindset, and understanding the ripple effect of one’s actions.

It was truly inspiring to witness the energy, curiosity, and eagerness of our future leaders. I believe that leadership is not defined by a title—it's about how we influence, uplift, and take ownership in our daily lives.

My gratitude to the organizers for this wonderful opportunity to connect with young minds and hopefully spark some leadership thinking that will grow with them in the years ahead.

Big shout out to my newest top fans! 💎 চৌধুরি আসিফ শাফাত, Forkhan Joy, Mohammed Abdul Mannan, মোহাম্মদ মুন্না হোসেনDrop ...
31/07/2025

Big shout out to my newest top fans! 💎 চৌধুরি আসিফ শাফাত, Forkhan Joy, Mohammed Abdul Mannan, মোহাম্মদ মুন্না হোসেন

Drop a comment to welcome them to our community,

Address

Haven, 2nd Floor, 05 Rajapur Lane, Andarkilla
Chattogram
4000

Opening Hours

Monday 19:00 - 22:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Friday 15:00 - 18:00
Saturday 19:00 - 22:00
Sunday 19:00 - 22:00

Telephone

+8801975233888

Alerts

Be the first to know and let us send you an email when Emranul Haque, HR DESK BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emranul Haque, HR DESK BD:

Share