09/08/2025
অনৈতিক আচরণ একটি সামাজিক ট্যবু।।
এই নিয়ে কথা বলুন।।
প্রকাশ্যে কথা বলতে হবে।।
ট্যবু ভাংগতে হবে।।
---------------------------------------------
আর্থিক এবং চারিত্রিক অনৈতিক আচরণের পিছনে ব্যক্তির পারিবারিক ও শৈশবকালীন শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই পড়াশোনা করে, অর্জিত পুথিগত বিদ্যাকে কাজে লাগিয়ে, তথাকথিত সফলতা, সামাজিক অবস্থান, ক্ষমতা বা প্রতিপত্তির কাছাকাছি যেতে পারলেও তার মনের গভীরে লুকিয়ে থাকা আজন্ম লালিত চারিত্রিক দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারেন না। ফলশ্রুতিতে সামান্য আর্থিক সুখ বা অনৈতিক সম্পর্কের হাতছানিতে নিজের আসল রুপ প্রকাশ করে ফেলেন।।
আমরা মানুষের সামাজিক সাময়িক অবস্থানকে গুরুত্ব দেই বেশি, নৈতিক অবস্থানকে কম। ফলশ্রুতিতে তথাকথিত সামাজিক অবস্থান অর্জনের দৌড়ে টিকতে গিয়ে মানুষ আর্থিক বা অনৈতিক অসদাচরণ করলে তা প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত আমরা তাকে স্বাভাবিক মনে।করি, আবার প্রকাশিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাতে বিচলিত বোধ করি না।।
এই ট্যবু ভাংগতে না পারলে শুধু শুধু এইসব ইস্যুতে চায়ের দোকান গরম করার কোন মানে নেই।। মানুষকে সব শিক্ষার আগে নৈতিকতা শিখান। সব ট্রেণিং এর আগে তাদের নৈতিক অবস্থান ঠিক রাখতে শিখান।।
মানুষকে সব পরিস্থিতিতে চরিত্র ঠিকরাখা আর আর্থিক অনিয়ম থেকে বেচে থাকার শিক্ষা দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।। এই দুইটা ঠিক নাই যার তিনি কিভাবে লিডার হবেন, আইকন হবেন- তাই আমার ক্ষুদ্র মস্তিষ্কে আসেনা।।
#ট্যবু
#নৈতিকতা