12/07/2025
আমার মনে হয়, প্রতিটি মা ই তার সন্তানের কাছে বেস্ট মা। কিন্তু, শিক্ষার গুরুত্ব বলে শেষ করা যাবে না।
একজন মা’র শিক্ষিত হওয়া মানে শুধু ডিগ্রি অর্জন না
🎓 একজন মায়ের শিক্ষিত হওয়া কেন দরকার?
💥💥সন্তানের স্বাস্থ্য ও সঠিক যত্নের জন্য শিক্ষিত মা হওয়া দরকার
> মা শিক্ষিত হলে বোঝেন কোন খাবার পুষ্টিকর, কোনটা ক্ষতিকর। কোনটা শিশুর জন্য ভালো, কোনটা মন্দ। না জানলে জেনে নেওয়ার চেষ্টা করেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সর্তক থাকেন।
💥বাচ্চার কানের যত্নে "কটন বাড" (Cotton Bud) বা অন্য কিছু দিয়ে খোচানো উচিত না এটা নিয়ে প্রায় কয়েক খানা ভিডিও দেখেছি বাচ্চা পেটে থাকা অবস্থায়।
💥হাতের স্মার্ট ফোনের কাজ কি??শুধুই কি কথা বলা?? রিলস দেখা???
💥কেন আমি মা হিসেবে হাতে স্মার্ট ফোন থাকার পরেও জানতে পারলাম না বাচ্চার কানে খোচাখোচি করা ঠিক না।
💥অন্য কারো সাহস কিভাবে হয়, আমার বাচ্চার কানে এইভাবে খোচানো?? নিশ্চয়ই আমার অবহেলা।
💥সবচেয়ে অরুচিকর লাগে কিছু আপু, বাচ্চাদের পেট খারাপ, ডক্টর না দেখিয়ে পাতলা পটির ছবি তুলে গ্রুপে দেয়। আবার পিরিয়ড এর ছবি তুলেও গ্রুপে দেয়। এইগুলা দেখলে খুব বমি পায়। এইগুলা সমস্যার সমাধান কি গ্রুপের লোকজন দিবে।
এমন আরও অনেক কিছুই চোখে দেখি আর ভাবি আসলে এখনও অনেক মা আছেন যাদের চরম অবহেলা সন্তানের প্রতি।
বাচ্চা গেট দিয়ে বের হয়ে চলে যায়,মা জানে না। ৩/৪ ঘন্টা পরে খুজতে আসে দেখে বাচ্চা নাই।
সেইদিন দেখলাম, মা রান্না করে এইদিকে বাচ্চা ঘুমে রেখে ৪/৫ ঘন্টা পর এসে দেখে বাচ্চা মারা গেছে কাথা পেচিয়ে।
ভাই কীভাবে সম্ভব??
আমরা কেন পারিনা??
অস্থির লাগে। একটু পর পর দেখি বাচ্চা কই। রান্না থেকে একটু পর পর আসি কি করে দেখি বাচ্চা।
এতো নিউজ দেখে ও সচেতন হয় না কেন মানুষ বুঝিনা
মা হওয়া এতো সোজা না। দায়িত্ববোধ না থাকলে মা হওয়া উচিত না।