SHREE

SHREE নতুন কিছু করার ইচ্ছা। অবশ্যই পাশে থাকবেন� Chittagong

19/07/2025

আচ্ছা আমার পেইজের মডেল যদি আমি নিজে হই তাহলে কেমন হবে☺️

19/07/2025

শখের বেডার একটা ডায়লগ বলেন

 #সচেতন_মূলক_পোষ্ট আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থা...
19/07/2025

#সচেতন_মূলক_পোষ্ট
আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।
https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।
゚viralシfypシ゚viralシ

19/07/2025

“২৯.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন……"
রবীন্দ্রনাথ ঠাকুর ।

অনেক দিন পেইজে ঠিক মত এক্টিভ ছিলাম না।  ভাইরাজ জ্বরে আক্রান্ত ছিলাম। সুস্থ হয়েছি সপ্তাহ হলো।মনে হচ্ছে যেনো সব নতুন করে শ...
18/07/2025

অনেক দিন পেইজে ঠিক মত এক্টিভ ছিলাম না। ভাইরাজ জ্বরে আক্রান্ত ছিলাম। সুস্থ হয়েছি সপ্তাহ হলো।
মনে হচ্ছে যেনো সব নতুন করে শুরু করছি। তাই সকলের সহযোগীতা কামনা করছি🥰

এক দিদি ব্লক প্রিন্টের কাজ শিখে একটি কামিজ তৈরি করেছে।আমি আমার সফলতাটা আমার কাস্টমার ও প্রশিক্ষণ নিতে আসা students এর মু...
17/07/2025

এক দিদি ব্লক প্রিন্টের কাজ শিখে একটি কামিজ তৈরি করেছে।
আমি আমার সফলতাটা আমার কাস্টমার ও প্রশিক্ষণ নিতে আসা students এর মুখের হাসি খুঁজে পাই

16/07/2025
আমাকে যেনো তার কাছে রেখে দেয়।
12/07/2025

আমাকে যেনো তার কাছে রেখে দেয়।

আমার মনে হয়, প্রতিটি মা ই তার সন্তানের কাছে বেস্ট মা। কিন্তু,  শিক্ষার গুরুত্ব বলে শেষ করা যাবে না।একজন মা’র শিক্ষিত হওয়...
12/07/2025

আমার মনে হয়, প্রতিটি মা ই তার সন্তানের কাছে বেস্ট মা। কিন্তু, শিক্ষার গুরুত্ব বলে শেষ করা যাবে না।

একজন মা’র শিক্ষিত হওয়া মানে শুধু ডিগ্রি অর্জন না

🎓 একজন মায়ের শিক্ষিত হওয়া কেন দরকার?

💥💥সন্তানের স্বাস্থ্য ও সঠিক যত্নের জন্য শিক্ষিত মা হওয়া দরকার

> মা শিক্ষিত হলে বোঝেন কোন খাবার পুষ্টিকর, কোনটা ক্ষতিকর। কোনটা শিশুর জন্য ভালো, কোনটা মন্দ। না জানলে জেনে নেওয়ার চেষ্টা করেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সর্তক থাকেন।

💥বাচ্চার কানের যত্নে "কটন বাড" (Cotton Bud) বা অন্য কিছু দিয়ে খোচানো উচিত না এটা নিয়ে প্রায় কয়েক খানা ভিডিও দেখেছি বাচ্চা পেটে থাকা অবস্থায়।

💥হাতের স্মার্ট ফোনের কাজ কি??শুধুই কি কথা বলা?? রিলস দেখা???

💥কেন আমি মা হিসেবে হাতে স্মার্ট ফোন থাকার পরেও জানতে পারলাম না বাচ্চার কানে খোচাখোচি করা ঠিক না।

💥অন্য কারো সাহস কিভাবে হয়, আমার বাচ্চার কানে এইভাবে খোচানো?? নিশ্চয়ই আমার অবহেলা।

💥সবচেয়ে অরুচিকর লাগে কিছু আপু, বাচ্চাদের পেট খারাপ, ডক্টর না দেখিয়ে পাতলা পটির ছবি তুলে গ্রুপে দেয়। আবার পিরিয়ড এর ছবি তুলেও গ্রুপে দেয়। এইগুলা দেখলে খুব বমি পায়। এইগুলা সমস্যার সমাধান কি গ্রুপের লোকজন দিবে।

এমন আরও অনেক কিছুই চোখে দেখি আর ভাবি আসলে এখনও অনেক মা আছেন যাদের চরম অবহেলা সন্তানের প্রতি।

বাচ্চা গেট দিয়ে বের হয়ে চলে যায়,মা জানে না। ৩/৪ ঘন্টা পরে খুজতে আসে দেখে বাচ্চা নাই।

সেইদিন দেখলাম, মা রান্না করে এইদিকে বাচ্চা ঘুমে রেখে ৪/৫ ঘন্টা পর এসে দেখে বাচ্চা মারা গেছে কাথা পেচিয়ে।

ভাই কীভাবে সম্ভব??
আমরা কেন পারিনা??
অস্থির লাগে। একটু পর পর দেখি বাচ্চা কই। রান্না থেকে একটু পর পর আসি কি করে দেখি বাচ্চা।

এতো নিউজ দেখে ও সচেতন হয় না কেন মানুষ বুঝিনা

মা হওয়া এতো সোজা না। দায়িত্ববোধ না থাকলে মা হওয়া উচিত না।

পূজোর অর্ডার শুরু  হয়ে গেছে। সুন্দর কাজের মধ্যে আকর্ষণীয় পোশাক টি পেতে এখনি অর্ডার করুন। ্্্্্্           #
11/07/2025

পূজোর অর্ডার শুরু হয়ে গেছে।
সুন্দর কাজের মধ্যে আকর্ষণীয় পোশাক টি পেতে এখনি অর্ডার করুন।






#

Address

Chittagong

Telephone

+8801781680580

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHREE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHREE:

Share