27/04/2025
আপনার একটা মেয়ে সন্তান হলো, তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আপনি মানুষ করলেন। সে যাই বলে আপনি তাই হাজির করেন। এরপর মেয়ে বড় হলো, আদরের রাজকন্যাকে তুলে দিলেন আরেকজনের হাতে বাকি জীবনের জন্য। ৪ ভাগের একটা ভাগ জীবন কেবল সে আপনার কাছে থাকার পরে বাকি ৩ ভাগ জীবন কাটাতে অন্যের হাতে সোপর্দ হলো।
আপনি ভেতরে কন্যা বিদায়ের যন্ত্রণা নিয়েও একটা ছোট আশা রাখলেন মেয়েটা সুখে থাকবে হয়তো। আশা করলেন আমার মতোই তাকে যেন যত্ন করে কেউ।
কিন্তু এরপর কি হলো? আপনার মেয়ের প্রতি কাজের মধ্যে ভুল! পান থেকে চুন খসলেই যা তা ব্যবহার। যাকে আপনি একটা একটা শব্দ শিখিয়েছেন বলতে, পরের ঘরে সে কথা বললেই তাকে হুমকি দেয়- "জিভ টেনে ছিঁড়ে ফেলবো একেবারে "। এসব জানার পরে হয়তো ইচ্ছে হবে ওই মানুষের বাচ্চার কলিজা ছিড়ে নিতে কিন্তু আপনি জানবেন না। আপনার মেয়ে আপনাকে এসব জানাবে না।
এরপর মনে করেন গালাগাল থেকে গায়ে তোলা। কোনো একদিন শুনলেন মাছের তরকারিতে আঁশের গন্ধ পাওয়াতে আপনার মেয়েকে খুন হতে হলো!!!! কি আশ্চর্য! চিরতরে হারিয়ে ফেললেন আপনার আদরের মেয়েকে, যার গায়ে ফুলের টোকাও দেন নি তাকে কত নির্মমতার স্বীকার হতে হলো। জানে মেরে ফেলার আগেও যে কত হাজার বার মেরে ফেলেছে সংসার জীবনে তার কিচ্ছুটি আপনার জানা হলো না।
আমি তাই মেয়ের মা হতে চাইনা কখনো। আমার মেয়ের জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি যে দেবে তাকে তো জ্যান্ত পুতে না দিলে আমি শান্তি পাব না। এত ধৈর্য্য এত সহ্য শক্তি আমার নেই। তাই আল্লাহর কাছে কখনো মেয়ে সন্তানের মা হতে চাই না। এত কঠিন পরীক্ষার সম্মুখীন আমাকে আল্লাহ না করুক। আমার ফুলের মতো কোমল মেয়েকে কারো কাছে গিয়ে লাঞ্চিত হতে হবে, দিনের পরে দিন মানসিক নির্যাতনে থাকতে হবে। এসব কখনো সে আমাকে বলবেও না, আমি কিভাবে সহ্য করব?
নিজের জীবন থেকে বুঝলাম, আমি বিয়ের ৫ বছরে আমার পরিবারে কখনো কিছু বলিনি। কিছুই কি ঘটে নি? কিছুই কি আমাকে শুনতে হয়নি? আমি কি এতটাই ভালো আছি সুখী আছি সংসারে??
আমি কিভাবে আশা করবো আমার মেয়েকে কেউ যত্নে রাখবে? মানুষকে কি খেয়ে বোঝা যায়?
আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া সে কোনো মেয়ের জীবনকে তুচ্ছ না করুক। সে সর্বোচ্চ সহ্যশীল হোক তার নিজের নারীর ব্যাপারে। তার সর্বোত্তম ব্যবহারটাই তার নারী যেন ১০০% পায়। আমিন।
#viralpage