01/10/2025
বাপের বাড়ি, শ্বশুর বাড়ি,বোনের শ্বশুর বাড়ি,মায়ের পিসির বাড়ি,মামার বাড়ি সব আমার শাকপুরা,
আমার চাল চলন নিয়ে কথা কেউ কখনো বলতে পারবে না।কিন্তু কিছু দিন আগে কিছু মানুষ আমার গায়ের ওড়না নিয়ে কথা বলেছিলো।
কিন্তু যতই আমি মর্ডান হয় না কেন? বাড়ির বউ হয়ে বাড়ির পাশে পূজা মন্ডপে থ্রি পিস পড়ে যাওয়া মতো মেয়ে আমি না,
কারণ যত কিছুই হবে হক শ্বশুর বাড়ি শাড়িতেই সুন্দর,
আর বাড়ির বউ বাড়ির পাশে পূজা মন্ডপে দেখতে যায় যদি থ্রি পিস পড়ে এটাই কেবল ভিক্ষারিদের রুচি।
আমি থ্রি পিস না অন্য কিছু পড়ে গেলে ও আমাকে কেউ কিছু বলার নাই, কিন্তু রুচি এত দুভিক্ষ না, কারণ প্রথমত আমি একজন শিক্ষিকা ছিলাম ওই শাকপুরা মধ্যে একটা স্কুলের তার মধ্যে আমার বাপের বাড়ির আলাদা একটা পরিচয় আছে, তাছাড়া আমার মামার বাড়ি মানুষদের তিন শাকপুরাই চিনে,আর বোনের শ্বশুর বাড়ির কথা আর কি বলবো🙄
কিন্তু কিছু জেইল্লার মেয়ে বউ হয়ে এসে পুরো বংশের কুলঙ্গার হয়ে দাঁড়িয়েছে,
কে কি পড়লো আমার তাতে কিছু যায় আসে না।
কিন্তু ওই মানুষগুলো কিছু দিন আগেই আমার গায়ের ওড়না নিয়ে কথা বলেছিলো,আজ দেখি তাদের বউ এক প্রকার উ*ল*ঙ্গ চলে।
সেটা আবার চোখে দেখে না।
আরে আগে নিজের বগলের গন্ধ শুকো এরপর পরে গন্ধ শুকাতে আসিও, না হয় পরের বগলের গন্ধ শুকাতে আসবে একদম নাক কাটি হাতে ধরায় দিবো।
゚viralfbreelsfypシ゚viral ゚viralシypシ゚viralシhtag