07/03/2025
জুম্ম ভাইবোনদের জন্য বলছি:
যারা নার্সিং ভর্তি হওয়া নিয়ে দ্বিধা দন্ডে আছেন আমাদের পার্বত্য এলাকায় আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় কোন রকম চিন্তা না করে নার্সিং ভর্তি ফরম নিতে পারেন সময় থাকতে।
ডিপ্লোমা না বিএসসি নিবেন:
যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং আর্থিক ভাবে সচ্ছল তারা নি:সন্দেহে বিএসসি নার্সিং কোর্স নেওয়ার চেষ্টা করবেন। অন্যরা ডিপ্লোমা কোর্স নিলেও সমস্যা নেই পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ আছে।
মিডওয়াইফারি কেমন:
এটাও ভাল। গর্ভবতী মা ও শিশু নিয়ে যারা আগ্রহী তারা নিতে পারেন।
যাদের নার্সিং আসার দরকার নেই :
১। সোনা রুপা নানা অলংকার দিয়ে যারা সাজগোছ থাকতে পছন্দ করেন।
২। রাত জেগে যারা কাজ করতে অপছন্দ করেন
৩।ধর্য্য সহ্য যাদের কম
নার্সিং পড়লে কি শুধু হাসপাতালে কাজ করতে হবে:
না, হাসপাতাল ছাড়াও নিজের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকবে।
সুযোগ সুবিধা নার্সিং কেমন:
১।বলা যায় অন্তত ভাতের চিন্তা করতে হবে না
২।মাঠেঘাটে ঘুরতে হবে না
৩।বসার জন্য একটা চেয়ার পাবেন
৪। বিদেশে যাওয়ার উত্তম মাধ্যম হতে পারে
৫।নিজের, পরিবারের এবং সমাজের চিকিৎসা বিষয়ক কাজে ভূমিকা পালন করা যায়
বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং পড়লে কেমন:
সরকারিতে ভর্তি হতে পারলে ভালো, মান ভাল এবং টাকা খুবই কম লাগে।যদি না হয় বেসরকারি প্রতিষ্ঠানে ভালমন্দ যাচাই-বাছাই করে ভর্তি হতে পারেন টাকা সমস্যা না থাকলে।
বি.দ্র. অন্যান্য বিষয়ে অর্থাৎ নন টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করলে বয়সের সাথে সাথে সাটিফিকেট মূল্য নির্দ্বারিত কিন্তু টেকনিক্যাল যেমন নার্সিং কোর্স করলে তার বিপরীত, বয়সের সাথে সাথে সাটিফিকেট মূল্য না কমে বড়ং বাড়বে।