Cht Nurse bd- সিএইচটি নার্স বিডি

Cht Nurse bd- সিএইচটি নার্স বিডি Informative Adult Medical and Surgical Nursing Content Creator

16/03/2025

4 point stitch যেভাবে দেয়া হয়।

15/03/2025

সেলাই কাটতে orginal রহস্য জানতে হবে।

13/03/2025

ব্যস্ত থাকার কারনে ভিডিও দেয়া হচ্ছে না সবাই ধৈর্য সহিত অপেক্ষা করবেন আশা করি। কোন বিষয়ে ভিডিও দিলে ভালো হবে আপনাদের পরামর্শ দিতে পারেন। মেসেঞ্জারে যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকে বলবো আপনাদের যে বিষয়ে জানতে আগ্রহ বলেছেন অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সম্মান রেখে ভিডিও তৈরি করার।

মো:আসমাউলের জন্য শুভকামনা
10/03/2025

মো:আসমাউলের জন্য শুভকামনা

09/03/2025

প্রথম সেলাই থেকে Second সেলাইর দূরত্ব কতটুকু হবে।

08/03/2025

Simple interrupted সেলাই দিতে কি কি মাথায় রাখতে হবে।

07/03/2025

জুম্ম ভাইবোনদের জন্য বলছি:

যারা নার্সিং ভর্তি হওয়া নিয়ে দ্বিধা দন্ডে আছেন আমাদের পার্বত্য এলাকায় আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় কোন রকম চিন্তা না করে নার্সিং ভর্তি ফরম নিতে পারেন সময় থাকতে।

ডিপ্লোমা না বিএসসি নিবেন:

যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং আর্থিক ভাবে সচ্ছল তারা নি:সন্দেহে বিএসসি নার্সিং কোর্স নেওয়ার চেষ্টা করবেন। অন্যরা ডিপ্লোমা কোর্স নিলেও সমস্যা নেই পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ আছে।

মিডওয়াইফারি কেমন:

এটাও ভাল। গর্ভবতী মা ও শিশু নিয়ে যারা আগ্রহী তারা নিতে পারেন।

যাদের নার্সিং আসার দরকার নেই :

১। সোনা রুপা নানা অলংকার দিয়ে যারা সাজগোছ থাকতে পছন্দ করেন।
২। রাত জেগে যারা কাজ করতে অপছন্দ করেন
৩।ধর্য্য সহ্য যাদের কম

নার্সিং পড়লে কি শুধু হাসপাতালে কাজ করতে হবে:

না, হাসপাতাল ছাড়াও নিজের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকবে।

সুযোগ সুবিধা নার্সিং কেমন:

১।বলা যায় অন্তত ভাতের চিন্তা করতে হবে না
২।মাঠেঘাটে ঘুরতে হবে না
৩।বসার জন্য একটা চেয়ার পাবেন
৪। বিদেশে যাওয়ার উত্তম মাধ্যম হতে পারে
৫।নিজের, পরিবারের এবং সমাজের চিকিৎসা বিষয়ক কাজে ভূমিকা পালন করা যায়

বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং পড়লে কেমন:

সরকারিতে ভর্তি হতে পারলে ভালো, মান ভাল এবং টাকা খুবই কম লাগে।যদি না হয় বেসরকারি প্রতিষ্ঠানে ভালমন্দ যাচাই-বাছাই করে ভর্তি হতে পারেন টাকা সমস্যা না থাকলে।

বি.দ্র. অন্যান্য বিষয়ে অর্থাৎ নন টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করলে বয়সের সাথে সাথে সাটিফিকেট মূল্য নির্দ্বারিত কিন্তু টেকনিক্যাল যেমন নার্সিং কোর্স করলে তার বিপরীত, বয়সের সাথে সাথে সাটিফিকেট মূল্য না কমে বড়ং বাড়বে।

05/03/2025

Short leg plaster যে বিষয়গুলো খেয়াল করতে হবে যেমন:- 1.90 degree ankle instability, 2.cuff shape, 3.calcaneal tendon shape and 4.arch of the foot during moulding সময় ঠিক রাখতে হবে। Very Very important.তাই নার্সেস ভাই ও বোনেরা জানতে হলে cht nurse bd সাথে থাকতে হবে। শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে।এবং পেজে ফলো দিতে অন্যদেরকে উৎসাহিত করতে হবে।

03/03/2025

Autoclave করার জন্য গাউন কিভাবে ভাঁজ করবেন।

02/03/2025

কাটা গেলেই কি সাথে সাথে সেলাই দিবেন । না অপেক্ষা করবেন।

এই রোগীর লক্ষন দেখে কি বুঝা যাচ্ছে? সমাধান কি হতে পারে?
01/03/2025

এই রোগীর লক্ষন দেখে কি বুঝা যাচ্ছে? সমাধান কি হতে পারে?

মনে রাখার মতো একটা দিন ছিল। ধন্যবাদ সবাইকে 🙏🙏🙏
28/02/2025

মনে রাখার মতো একটা দিন ছিল। ধন্যবাদ সবাইকে 🙏🙏🙏

Address

Sananda R/A, , 2no. Gate, Panchlaish
Chattogram

Telephone

+8801821427309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cht Nurse bd- সিএইচটি নার্স বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cht Nurse bd- সিএইচটি নার্স বিডি:

Share