Torn Paper

Torn Paper যখন বৃষ্টি হয়, তখন রং-ধনু খুজো,
যখন অন্ধকার হয়, তখন আকাশের তারা ★ দেখো!! ALL IS WELL

28/07/2025

প্রতিদিন ভয়ের সাথে ঘুম ভাঙে...

তিন মাস হলো বেতন পাই না।
চাকরিটা বাঁচবে কি না—সেই আশঙ্কা প্রতিদিন ঘিরে ধরে।
ভবিষ্যৎ অন্ধকার মনে হয়।
পরিবারের দিকে তাকাতে ভয় লাগে।
নিজেকে দিনে দিনে হারিয়ে ফেলছি—এই অনুভূতিটা কুঁড়ে কুঁড়ে খায়।

সত্যি বলতে... হতাশ হয়ে গেছি।

তবে একটা জিনিস বুঝেছি—
এই সময়টা থেমে গেলে আমি হেরে যাবো।
আর আমি হেরে যেতে চাই না।

ভয় কাজ করবে, ঠিকই।
কিন্তু ভয়কে সাথে নিয়েই আবার নতুনভাবে ভাবছি—
কোথা থেকে আয় শুরু করা যায়?
কোনো স্কিল কি কাজে লাগানো যায়?
কোথায় আবেদন করা যায়?
যে কোনোভাবে নিজেকে আবার গড়ে তুলবো—এই অঙ্গীকার করছি।

হতাশা আছে, কিন্তু আমি হেরে যাইনি।
আর তোমরাও যারা এমন অবস্থায় আছো—জানো,
তোমার লড়াই একা না।

---

#হতাশা_না #আত্মউন্নয়ন #নতুন_শুরু #বাংলাদেশের_যুবক #সমস্যা_থেকে_সমাধান

I found this great deal on Daraz! Check it out! Product Name:  4 Piece Cotton Panty For Women and Panti for Girls / Expo...
08/07/2025

I found this great deal on Daraz! Check it out!
Product Name: 4 Piece Cotton Panty For Women and Panti for Girls / Export Quality Ladies Pantie / Girls Panty
Product Price: ৳245
Discount Price: ৳138
https://s.daraz.com.bd/s.ZjT94?cc

যদি তোমার পকেটে টাকা না থাকে,পরিচিত মুখগুলোও মুখ ফিরিয়ে নেয়।পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বোনা জিনিস,এটা দূরের জিন...
02/07/2025

যদি তোমার পকেটে টাকা না থাকে,
পরিচিত মুখগুলোও মুখ ফিরিয়ে নেয়।

পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বোনা জিনিস,
এটা দূরের জিনিস বলে মনে হয়।

তুমি তোমার মুখ দেখাও, হাসো এবং ধরার চেষ্টা করো,
ঈশ্বর সবকিছু রাখেন, মানুষ তা পূর্ণ রাখে না।

সুন্দর মুখের দাম কত?

যদি তোমার পিছনে টাকার প্রবাহ না থাকে।

আজ সৌন্দর্য এবং আয় পরিমাপ করা হয়,
এমনকি স্বপ্নও ব্যাংকের মায়া দিয়ে বিক্রি হয়।

তোমার ঘাম দিয়ে বোনা জীবনের
কোন মূল্য নেই—এটা বাতাসে কথার মতো উড়ে যায়।

রক্ত প্রবাহিত হয়, হৃদয় কাঁদে,
কেউ শুনবে না—তারা হিসাব গণনা করে এবং তাকে পবিত্র বলে।

তোমার আবেগ, অশ্রু,
সবকিছুই টাকার ছায়া এবং দোলনায় ঢাকা।

তোমার যদি টাকা থাকে, তাহলে তুমি একজন "মহান মানুষ",

যদি তোমার "অযোগ্য" না থাকে—এই সমাজে একটি চিরন্তন কলঙ্ক।

তোমার কথা তখনই অর্থবহ হয় যখন একটি ভারসাম্যপূর্ণ হাসি হাসে এবং চোখ হাসে।

যদি না হয়, তাহলে সেই শব্দগুলো তাদের সুর হারিয়ে ফেলে এবং তিক্ত হাসির কুয়াশায় মিলিয়ে যায়।

এই সমাজে, যদি তোমার একই মর্যাদা, একই মূল্য এবং অর্থ থাকে তবেই তুমি শ্রদ্ধার আত্মা।

তবুও কোথাও, কোন কোণে, একটি হৃদয় কারণ ছাড়াই ভালোবাসা খোঁজে।

যা অসহায় হৃদয়ে ভালোবাসে, সেটাই সত্য, সেটাই চিরন্তন সুখ এবং মুক্তি।

টাকা মানে মানুষ*

02/07/2025

দুশ্চিন্তা হচ্ছে সমস্যাকে পূজা করার মত।
বুদ্ধ

26/06/2025

চাকরি করে সংসার চলতো। মা বাবার ঔষধ, স্ত্রী সন্তানের ভরণপোষণ সবই চাকরির টাকায় হতো। শ্রমিক অসন্তোষের কারণে কোম্পানির মালিক কোম্পানির লে অফ ঘোষণা করবে বলে ধারণা করছি। বাইরে অনেক জবে এপ্লাই করেছি। কিন্তু কোন ডাক পাচ্ছি না। জানিনা ভবিষ্যৎ কেমন হবে। শুধু চিন্তা হয়, মেয়েটাকে কেমনে মানুষ করব😫

পেইজটি আর ঠিক হলো না😫
26/06/2025

পেইজটি আর ঠিক হলো না😫

গ্রাম🇧🇩❤️
08/06/2025

গ্রাম🇧🇩❤️

02/06/2025
সমাধান কি?
14/05/2025

সমাধান কি?

Address

Chattogram
Chattogram
4393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Torn Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Torn Paper:

Share