28/07/2025
প্রতিদিন ভয়ের সাথে ঘুম ভাঙে...
তিন মাস হলো বেতন পাই না।
চাকরিটা বাঁচবে কি না—সেই আশঙ্কা প্রতিদিন ঘিরে ধরে।
ভবিষ্যৎ অন্ধকার মনে হয়।
পরিবারের দিকে তাকাতে ভয় লাগে।
নিজেকে দিনে দিনে হারিয়ে ফেলছি—এই অনুভূতিটা কুঁড়ে কুঁড়ে খায়।
সত্যি বলতে... হতাশ হয়ে গেছি।
তবে একটা জিনিস বুঝেছি—
এই সময়টা থেমে গেলে আমি হেরে যাবো।
আর আমি হেরে যেতে চাই না।
ভয় কাজ করবে, ঠিকই।
কিন্তু ভয়কে সাথে নিয়েই আবার নতুনভাবে ভাবছি—
কোথা থেকে আয় শুরু করা যায়?
কোনো স্কিল কি কাজে লাগানো যায়?
কোথায় আবেদন করা যায়?
যে কোনোভাবে নিজেকে আবার গড়ে তুলবো—এই অঙ্গীকার করছি।
হতাশা আছে, কিন্তু আমি হেরে যাইনি।
আর তোমরাও যারা এমন অবস্থায় আছো—জানো,
তোমার লড়াই একা না।
---
#হতাশা_না #আত্মউন্নয়ন #নতুন_শুরু #বাংলাদেশের_যুবক #সমস্যা_থেকে_সমাধান