Torn Paper

Torn Paper যখন বৃষ্টি হয়, তখন রং-ধনু খুজো,
যখন অন্ধকার হয়, তখন আকাশের তারা ★ দেখো!! ALL IS WELL

29/10/2025
14/10/2025

জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি যা তোমার জীবন থেকে তুমি শিখেছো?...

১। কাউকে অ*ন্ধভাবে বিশ্বাস করো না বিশেষ করে কান্নারত কোন নারীকে ।

২। কারো কাছ থেকে টাকা নেওয়া বা দেওয়া থেকে দূরে থাকুন এমনকি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে থেকে।

৩। খুব সতর্কভাবে জীবন সঙ্গী খুজে বের করূন। কথা দেওয়ার আগে নিজের সাথে কতটুকু মানিয়ে নেওয়া যাবে সেটা নিশ্চিত হোন।

৪। সম্পর্ক একেবারে খাঁটি না হওয়ার পূর্ব পর্যন্ত জীবন সংগীকে পরিবারের কারো সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত না।

৫। একা বাস করতে শিখুন। আশে পাশের মানুষ যেকোন সময় পরিবর্তন হয়ে যেতে পারে বা চলে যেতে পারে।

৬। আপনার মুল্যবান সময় শুধু আপনার উপর ব্যয় করুন এমন মানুষের উপর না যারা মুল্যহীন ।

৭। বিশ্বাসঘাতক বা চিটার এর সাথে আবার নিজের জীবনকে জড়িয়ে নিবেন না কারণ তারা আবার সেইম কাজ করবে। কারণ এগুলো তার চারিত্রিক বৈশিষ্ঠ্য ।

৮। আপনার গোপনীয় জিনিস ও আর্থিক অবস্থা গোপন রাখুন। অন্যরা জানলে তা অপব্যবহার করতে পারে।

৯। যারা লয়াল না এমন মানুষকে আপনি ক্ষমতা দিয়েন না বা শুদ্ধ করার চেষ্ঠা কইরেন না।

১০। কেউ যদি আপনাকে অসম্মান করে তার কাছ থেকে আপনি দূরে চলে যান এমনকি সে যদি আপনার পারিবারিক কেউ হয়।

১১। আপনার পরিকল্পনা এবং আপনার ব্যবসায় আপনার কাছে গোপন রাখুন।

১২। না বলতে শিখুন।

১৩। টাকা উপর্জনে মনোযোগী হউন।

মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

সংগৃহীত

28/07/2025

প্রতিদিন ভয়ের সাথে ঘুম ভাঙে...

তিন মাস হলো বেতন পাই না।
চাকরিটা বাঁচবে কি না—সেই আশঙ্কা প্রতিদিন ঘিরে ধরে।
ভবিষ্যৎ অন্ধকার মনে হয়।
পরিবারের দিকে তাকাতে ভয় লাগে।
নিজেকে দিনে দিনে হারিয়ে ফেলছি—এই অনুভূতিটা কুঁড়ে কুঁড়ে খায়।

সত্যি বলতে... হতাশ হয়ে গেছি।

তবে একটা জিনিস বুঝেছি—
এই সময়টা থেমে গেলে আমি হেরে যাবো।
আর আমি হেরে যেতে চাই না।

ভয় কাজ করবে, ঠিকই।
কিন্তু ভয়কে সাথে নিয়েই আবার নতুনভাবে ভাবছি—
কোথা থেকে আয় শুরু করা যায়?
কোনো স্কিল কি কাজে লাগানো যায়?
কোথায় আবেদন করা যায়?
যে কোনোভাবে নিজেকে আবার গড়ে তুলবো—এই অঙ্গীকার করছি।

হতাশা আছে, কিন্তু আমি হেরে যাইনি।
আর তোমরাও যারা এমন অবস্থায় আছো—জানো,
তোমার লড়াই একা না।

---

#হতাশা_না #আত্মউন্নয়ন #নতুন_শুরু #বাংলাদেশের_যুবক #সমস্যা_থেকে_সমাধান

Address

Chattogram
Chattogram
4393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Torn Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Torn Paper:

Share