Didarul Alam

Didarul Alam I want to continue working with integrity and efficiency. Please everyone help me in my work.

31/10/2024

"খারাপ লোক যদি বিদ্বানও হয় সে পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে ক্ষতিকর।"

ব্যাপারটা উপলব্দির বিষয়...
29/10/2024

ব্যাপারটা উপলব্দির বিষয়...

বিষয়টি মুসলিম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ...
23/10/2024

বিষয়টি মুসলিম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ...

22/10/2024

"আমাদের মধ্যে সেই বেশি বুদ্ধিমান যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে।"

14/10/2024

"আমরা আসলে যার যার সমর্থিত দলের পক্ষেই সাফাই গাই হউক সেটা সত্যি, মিথ্যা বা বানোয়াট। নিরপেক্ষভাবে চিন্তা করিনা।"

12/10/2024

"ধর্মটাকে আজকাল রাজনীতির মাঠে খেলনা হিসেবে ব্যাবহার করা হচ্ছে।"

06/10/2024

"আমি অনেক কিছু উপলব্দি করেছি, কিন্তু একনিষ্ঠভাবে নামাজ পড়ার মধ্যে যে শান্তি খুঁজে পেয়েছি তা অন্য কোথাও পাইনি।"-আলহামদুলিল্লাহ

সাধারণত ছেলেরা সে*-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।আর মেয়েরা ১৫ এর আগেই।সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নি...
04/10/2024

সাধারণত ছেলেরা সে*-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।আর মেয়েরা ১৫ এর আগেই।
সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।
গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।
যে ছেলেটা সে*-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।— in Sylhet.
এই ১৫ বছর সে কি করবে?
পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?
এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?
আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।
আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?
আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!
কোরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।
"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?
বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....।
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !
তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊আপনিও স্বাধীন মনে আপনার মতামত কমেন্ট করুন।
(সংগ্রহীত)

01/10/2024

"অর্থনীতি আর রাজনীতি এককথা নয়, সেটা আমাদের গভীরভাবে অনুধাবন করা উচিত।"

মন ভালো করার জন্য হলেও মাঝেমধ্যে পোষ্ট করতে হয়।
26/09/2024

মন ভালো করার জন্য হলেও মাঝেমধ্যে পোষ্ট করতে হয়।

Address

Baraiyerhat, Mirsarai
Chattogram
4323

Telephone

+8801856797075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Didarul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Didarul Alam:

Share