Janel Chakma

Janel Chakma আমি একজন অতি সাধারণ মানুষ,
জাতি আমাকে কি দিয়েছে সেথা না ভেবে।
আমি জাতিকে কি দিয়েছি সেথা আগে ভাবুন।

05/06/2025

আওয়ামী লীগ নাকি স্বৈরাচার, এখনতো স্বৈরাচারের বাপ এনসিপি নয়তো কি?
দেশের এক স্বৈরাচারী পতন হয়েছে সবাই খুশি, এখন এদেরকে কি বলবেন?
স্বৈরাচার পতনের নামে সাধারণ শিক্ষার্থীদের ভুলভাল বুঝিয়ে, দেশটারে লুটেপুটে খাওয়ার ধান্ডা ঠিকই চলছে...!
হায়রে মানুষ আর বুঝলিনা, এখন বুঝলেও কিছু করার নাই।
দেশ অলরেডি ধ্বংসের পথে সুন্দর ভাবে হাটছে।

আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, দেশবাসী আমাদের পাশে থাকবেন - ফাতিমা তাসনিম। বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ও সদস্য সচিবের...
25/05/2025

আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, দেশবাসী আমাদের পাশে থাকবেন - ফাতিমা তাসনিম।

বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আত্মপ্রকাশ হয়েছে ২৬ জেলায় কমিটি। এ কমিটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন জেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইলেকশন কমিশনের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ করার লক্ষ্যে, আমরা সারা দেশব্যাপী কার্যক্রম চালাচ্ছি, এই মুহূর্তে দলের সকল নেতাকর্মী নিবন্ধন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমজনগণ পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। আইনের সুশাসন, সমতা, জাতীয় স্বার্থ, ন্যায় বিচার, ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আশা করি দেশবাসী আমাদের পাশে থাকবেন।

আত্মপ্রকাশ হয়েছে - রাজশাহী জেলা কমিটি, চাঁপাইনবাবগঞ্জ ,বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা,
যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, শরীয়তপুর,
রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ,
লক্ষ্মীপুর, বান্দরবন, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলা কমিটি।

বাংলাদেশ আমজনগণ পার্টি এর তিন মাসের জন্য পটুয়াখালী জেলা কমিটি অনুমোদন দেয়া হলো, নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্...
25/05/2025

বাংলাদেশ আমজনগণ পার্টি এর তিন মাসের জন্য পটুয়াখালী জেলা কমিটি অনুমোদন দেয়া হলো,
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ আমজনগণ পার্টির ২৬ জেলায় কমিটি গঠন

বাংলাদেশ আমজনগণ পার্টি’ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন জেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু।


একটি মানবিক সাহায্যের আবেদন। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে।রোগীর নাম-সোনাবি চাকমাস্বামী-ধনঞ্জয় চাকমা গ্রাম-দিঘলছ...
24/05/2025

একটি মানবিক সাহায্যের আবেদন। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে।রোগীর নাম-সোনাবি চাকমা
স্বামী-ধনঞ্জয় চাকমা
গ্রাম-দিঘলছড়ি,সুভলং।
পরিবারের সদস্য সংখ্যা-
স্বামী,স্ত্রী ও এক মেয়ে ০৪ বছর এবং এক ছেলে ০৬ মাস।তিনি দীর্ঘ দিন ধরে অজ্ঞাত রোগে আক্রান্ত ছিলেন।রাংগামাটি হসপিটালে সন্তোষজনক চিকিৎসা না পেয়ে বর্তমানে চট্টগ্রাম মাওশিশু হসপিটালে চিকিৎসায় রয়েছেন। আগেও অনেক টাকা ব্যায় হয়ে গেছে।এখন ৮-১০ টি ব্যায়বহুল পরিক্ষা দিয়েছে এবং চারটি ইনজেকশন ৯০০০/- করে ৩৬ হাজার টাকার ইনজেকশন চলমান আছে ঔষধ সারা।ডাঃ বলেছেন সময় নিয়ে চিকিৎসা চালাতে হবে।এই পর্যায়ে এসে তাদের চিকিৎসার খরচ যোগাতে প্রায় অসম্ভব হয়ে পরছে বলে জানিয়েছে। Anupam Chakma দাদার তথ্যের ভিত্তিতে আমি নিজেই গিয়ে খবর নিয়ে এসেছি। ২য় বাচ্চা বর্তমান ৬ মাস চলতেছে অবুঝ শিশু বাড়িতে এখনো জানেনা মা কোথায় আছে কেমন আছে।ছোটো বাচ্চাকে এখন আলগা দুধ দিয়ে বাড়িতে ভরনপোষণ করা হচ্ছে। ৩-৪ বছরের ফুট পুঁতে বড় মেয়ে নাকি জানতে চায় মা কেমন আছে কে ঔষধ খাওয়াচ্ছে।
তাই সকল মানবিক ভাইবোনদের প্রতি যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 🙏🙏🙏।

সাহায্য পাঠাতে অনুপম চাকমা-01846-837494, বিকাশ,নগদ,রকেট।
হেলেন দেওয়ান -01633125740, বিকাশ নগদ রকেট

(বিস্তারিত জানতে রোগীর বড় ভাই-01532208353

২০২৪-২৫ সেশনে  #আদিবাসী কোটায় ভর্তি হওয়া দুজনকে অভিনন্দন 😀জান্নাতুন ফেরদৌস (দিনাজপুর নার্সিং এন্ড মিডওয়াইফারী  কলেজে ডিপ...
19/05/2025

২০২৪-২৫ সেশনে #আদিবাসী কোটায় ভর্তি হওয়া দুজনকে অভিনন্দন 😀

জান্নাতুন ফেরদৌস (দিনাজপুর নার্সিং এন্ড মিডওয়াইফারী কলেজে ডিপ্লোমা নার্সিং)

নুসরাত জাহান লাল মনিরহাট নার্সিং কলেজে বিএসসি নার্সিং😊

14/05/2025

আপনি কিছুক্ষন জীবন বিমা এজেন্টের পাশে বসুন
ও আপনাকে বুঝিয়েই ছাড়বে, যে আপনার বেঁচে
থাকার চেয়ে ম'রে গেলেই লাভ বেশি হবে!🙂🙂🙂

বিনম্র শ্রদ্ধা বন্দনা ও পুষ্পিত অভিনন্দন...! বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা (যুব) এর প্রতিষ্টাতা সভাপতি, বুদ্ধাংকুর বিহার ...
14/05/2025

বিনম্র শ্রদ্ধা বন্দনা ও পুষ্পিত অভিনন্দন...!
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা (যুব) এর প্রতিষ্টাতা সভাপতি, বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রের প্রতিষ্টা পরিচালক, পর্যটক কেন্দ্র চট্টগ্রামস্থ ঐতিহ্যবাহি নবপন্ডিত বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ, খলিলমীর ডিগ্রি কলেজের অধ্যাপক, আমার অত্যান্ত সুপরিচিত শ্রদ্ধাভাজন, আমার শিক্ষাগুরু সদ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্ত অনুষ্ঠানে ডক্টর ডিগ্রি অর্জনে সমাবর্তন হওয়ায় ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা🙏🙏🙏

একেই বলে তেলা মাথায় তেল দেওয়া।পার্বত্য অঞ্চলের বিস্তির্ণ এলাকা জুড়ে ভালো কোন হসপিটাল নেই, ছোট খাটো অসুখবিসুখের চিকিৎস...
14/05/2025

একেই বলে তেলা মাথায় তেল দেওয়া।
পার্বত্য অঞ্চলের বিস্তির্ণ এলাকা জুড়ে ভালো কোন হসপিটাল নেই, ছোট খাটো অসুখবিসুখের চিকিৎসা নেওয়ার জন্য চট্টগ্রামে আসতে হয় সেখানকার মানুষের।

অথচ বার বার বলার পরেও পার্বত্য অঞ্চলের জন্য একটা উন্নত মানের হসপিটাল বরাদ্দ হয় না।

Address

Chattogram
Chattogram
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janel Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share