
14/03/2025
কুরআনের অনুবাদে কানযুল ঈমানই কেন সেরা?
আলা হযরত, ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, সুন্নি আন্দোলনের পথিকৃৎ এবং উচ্চপর্যায়ের অলীএ কামিল।
ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বিভিন্ন বিষয়ে প্রায় দেড় হাজারেরও অধিক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে কানযুল ঈমান হলো আলা হযরত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কর্তৃক অনূদিত পবিত্র কুরআনের একটি প্রসিদ্ধ উর্দু অনুবাদ। আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো কেনো এই অনুবাদটিই অন্যান্য অনুবাদের মধ্যে সেরা।
কুরআনের অনুবাদে কানযুল ঈমানই কেন সেরা II অজানাকে জানো II Kanzul Imanআলা হযরত, ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন উপমহা...