নিউজ চট্টগ্রাম

নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের প্রতিমুহূর্তের খবর নিয়ে অনলাইন নিউজ পোর্টাল

14/11/2025

হাটহাজারীতে সর্বাধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে- ভিডিও বার্তায় মীর হেলাল
নিউজ চট্টগ্রাম,১৪ নভেম্বর ২০২৫ ইং।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারীর স্বাস্থ্য সেবা নিয়ে এক ভিডিও বার্তায় নিজের পরিকল্পনা ব্যক্ত করেন।
বিস্তারিত ভিডিও চিত্রে-

সীতাকুণ্ডে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন- শাস্তিমূলক ব্যবস্থানিউজ চট্টগ্রাম ৮ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম।চট্টগ্রামের সী...
08/11/2025

সীতাকুণ্ডে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন- শাস্তিমূলক ব্যবস্থা
নিউজ চট্টগ্রাম
৮ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীদের ওপর সাংগঠনিক চাপ আরও বাড়ছে। দলীয় মনোনয়ন ঘোষণার পর সৃষ্ট উত্তেজনার সূত্র ধরে একের পর এক পদ হারাচ্ছেন তার ঘনিষ্ঠরা। স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ মনে করছেন, মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনই শাস্তিমূলক ব্যবস্থার মূল কারণ।

অন্যদিকে কেন্দ্রীয় বিএনপি বলছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং প্রকাশ্য বিশৃঙ্খলার অভিযোগের ভিত্তিতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে আরও সিদ্ধান্ত আসতে পারে।

কেন্দ্রীয় বিএনপির সর্বশেষ সিদ্ধান্তে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালীন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের সব ধরনের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৪ নভেম্বর বহিষ্কার করা হয় আরও চারজনকে। তারা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন। এ চারজনও আসলাম চৌধুরীর অনুসারী বলে স্থানীয় দলীয় সূত্র জানায়।

জানা গেছে, মনোনয়ন না পেয়ে ৩ নভেম্বর আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ওই ঘটনার পরই কেন্দ্রীয়ভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়।

এই প্রেক্ষাপটে পদ স্থগিত হওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর বলেন, আমরা আসলাম চৌধুরীর নেতৃত্বে কাজ করছি। তিনি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন, তাকে মনোনয়ন দেওয়ার আশ্বাসও পেয়েছেন। তারপরও আমাদের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সীতাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনের মনোনয়ন প্রত্যাশী আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন।

হাটহাজারী-কর্ণফুলীতে হচ্ছে দুই জেনারেল হাসপাতালনিউজ চট্টগ্রাম ৮ নভেম্বর, ২০২৫ | ১০:২০ পিএম।চট্টগ্রাম হাটহাজারী ও কর্ণফুল...
08/11/2025

হাটহাজারী-কর্ণফুলীতে হচ্ছে দুই জেনারেল হাসপাতাল
নিউজ চট্টগ্রাম
৮ নভেম্বর, ২০২৫ | ১০:২০ পিএম।

চট্টগ্রাম হাটহাজারী ও কর্ণফুলী উপজেলায় দুটি আধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শহরের দুইপ্রান্তে হাসপাতাল দুটি নির্মাণের প্রাক-সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) কার্যক্রম সম্পন্নে দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট)। এ নিয়ে গত সোমবার চুয়েটের সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, খুব শীঘ্রই ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু করবে চুয়েট। এ জন্য আগামী এক সপ্তাহের মধ্যে চুয়েটকে আলোচ্য কাজ সম্পন্নে বাজেট উপস্থাপন করতে বলা হয়েছে।

জানা যায়, চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ ও নগরের দুই প্রান্তের মানুষের সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই দুটি বড় হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩ নভেম্বর) হাটহাজারীর ফটিকা এলাকায় প্রস্তাবিত ৬০০ শয্যার হাসপাতাল এবং কর্ণফুলীতে ২৫০ শয্যার হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরী ও পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার দপ্তরে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। এ সময় চুয়েটের বিআরটিসি বিভাগের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করে হাসপাতাল নির্মাণের ফিজিবিলিটি স্টাডি দ্রুত সম্পন্নের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছান। সভায় চুয়েটের বিআরটিসি বিভাগকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভা সূত্রে জানা গেছে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন, এনডিএফ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক ডা. ইরফান চৌধুরীসহ স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে হাটহাজারীর ফটিকা এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মালিকানাধীন ২০ একর খালি জায়গা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে বরাদ্দ দিয়েছে বিটিসিএল। সংস্থার ২৩৬তম পর্ষদ সভায় এই বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। আর বহু আগেই কর্ণফুলীতে স্বাস্থ্য বিভাগের খালি জায়গায় হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম মহানগর থেকে বাইরে এই দুটি হাসপাতাল হলে নগরের চাপ অনেকটা কমবে। হাটহাজারী ও কর্ণফুলীর মানুষ স্থানীয়ভাবে উন্নত চিকিৎসা সেবা পাবেন। ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হলেই আমরা পরবর্তী ধাপে অগ্রসর হবো।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এই দুটি হাসপাতাল শুধু অবকাঠামো নয়, বরং আধুনিক স্বাস্থ্যসেবার মডেল হবে। চুয়েটের সহযোগিতায় প্রাথমিক সমীক্ষা দ্রুত শেষ করে প্রকল্প প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী অঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যা ও চিকিৎসাসেবার চাপ বিবেচনায় শহরের বাইরে এই দুটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। বিশেষ করে উত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রোগীরা বর্তমানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। নতুন হাসপাতালগুলো চালু হলে এসব অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

08/11/2025

ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে হাটহাজারীতে বিএনপির বিশাল র‍্যালী
নিউজ চট্টগ্রাম
৮/১১/২০২৫, ৯.৩০ পিএম।

৮ নভেম্বর (শনিবার) বিকাল চারটায় জাতীয় "বিপ্লব ও সংহতি" দিবস উপলক্ষে চট্টগ্রাম-৫(হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার বড় দিঘীর পাড় এলাকায় হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি বড়দিঘীর পাড় এলাকা থেকে শুরু হয়ে চৌধুরীহাট এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালী পূর্ব সমাবেশে মীর হেলাল সবাইকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান এবং ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করে হাটহাজারী আসন দলকে উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন সহ জেলা-উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

03/11/2025

চট্টগ্রাম বিভাগে বিএনপির প্রার্থী যারা
নিউজ চট্টগ্রাম
২২টা ৫ মিনিট, ৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৪৫টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্টগ্রাম বিভাগে যাদের নাম ঘোষণা করা হয়েছে-

ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া-১ এম এ হান্নান
ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. খালেদ হোসেন মাহবুব
ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আব্দুল মান্নান

কুমিল্লা:
কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন
কুমিল্লা-৬ মো. মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৮ জাকারিয়া তাহের
কুমিল্লা-৯ মো. আবুল কালাম
কুমিল্লা-১০ মো. আব্দুল গফুর ভুঁইয়া
কুমিল্লা-১১ মো. কামরুল হুদা

চাঁদপুর:
চাঁদপুর-১ আ ন ম এহসানুল হক মিলন
চাঁদপুর - ২ মো. জালাল উদ্দিন
চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ
চাঁদপুর- ৪ মো. হারুনুর
চাঁদপুর-৫ মো. মমিনুল

ফেনী:
ফেনী-১ বেগম খালেদা জিয়া
ফেনী-২ জয়নাল আবেদীন
ফেনী-৩ আব্দুল আওয়াল

নোয়াখালী:

নোয়াখালী-১ এ এম মাহবুব উদ্দিন
নোয়াখালী-২ জয়নাল আবেদীন
নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ
নোয়াখালী-৪ মো. শাহজাহান
নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম
নোয়াখালী-৬ মোহাম্মদ মাহবুবের রহমান শামীম
লক্ষীপুর- ২ মো. আবুল খায়ের ভুঁইয়া
লক্ষীপুর-৩ মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

চট্টগ্রাম:

চট্টগ্রাম-১ নুরুল আমিন (চেয়ারম্যান)
চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর
চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১২ মোহাম্মদ এনামুল
চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

কক্সবাজার:

কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল
কক্সবাজার-৪ শাহজাহান
খাগড়াছড়ি- আবদুল ওয়াদুদ ভূঁইয়া
রাঙ্গামাটি- দীপেন দেওয়ান
বান্দরবান- সাচিং প্রু

প্রার্থীদের নাম ঘোষণার পর মির্জা ফখরুল বলেন, ‌‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনের করেছেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে, এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলোও আমরা চেঞ্জ করতে পারি।’

বিষয়টি আরও স্পষ্ট করে তিনি বলেন, ‘এখন যেটা আমরা ঘোষণা করলাম সেটা হলো সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।’

প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।

২ দিন ধরে চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না-
31/10/2025

২ দিন ধরে চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না-

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিউজ চট্টগ্রাম। শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০২:২০ পিএম।প্...
31/10/2025

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউজ চট্টগ্রাম।
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০২:২০ পিএম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি নেই, এটাকে পেছানোর।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।

২৪-এর গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে প্রেস সচিব বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।

তিনি বলেন, এখন আর নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।

নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।

21/07/2025

ডেস্ক নিউজ, নিউজ চট্টগ্রাম, ২১জুলাই,২০২৫।
ঢাকা মাইলস্টোনে বিমান দুর্ঘটনা:
নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর-

১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 01769024202
সিএমএইচ বার্ন ইউনিট: 01769016019, 01769019650
সিএমএইচ ইমার্জেন্সি: 01769013311
জাতীয় বার্ন ইউনিট: 01949043697, 01769957043
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট: 01715000616

২। মাইলস্টোন স্কুল Admin Officer: 01814774132‬, Vice Principal: 01771111766

এছাড়া ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 , বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।

10/07/2025

ফৌজদারি বিধিতে সংশোধন:
"অপরাধের প্রাথমিক প্রমাণ না পেলে খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট"
ডেস্ক নিউজ, ১০ জুলাই ২০২৫, ১১:৫৪ পিএম

প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

অধ্যাদেশে বলা হয়েছে, কোনো মামলার তদন্ত শেষ হওয়ার পূর্বে, সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট অথবা সমপর্যায়ের অন্য কোনো কর্মকর্তা, তদন্ত কর্মকর্তাকে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিবেন।

তদন্ত প্রতিবেদন থেকে যদি বোঝা যায় যে, কোনো অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ অপ্রতুল, তবে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট অথবা তদারক কর্মকর্তা তদন্ত কর্মকর্তাকে উক্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের কাছে দাখিলের নির্দেশ দিবেন এবং সেই প্রতিবেদনের প্রাপ্তির পর, ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল শর্তাধীনভাবে, উক্ত অভিযুক্তকে অব্যাহতির আদেশ দিতে পারবেন

25/06/2025

৮ আগস্ট
‘নতুন বাংলাদেশ দিবস’,
১৬ জুলাই
‘শহীদ আবু সাঈদ দিবস’

সীতাকুণ্ডে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারনিউজ ডেস্ক, নিউজ চট্টগ্রাম।  ২১ এপ্রিল, ২০২৫ | ১১:৫১ পিএমচট্টগ্রাম...
21/04/2025

সীতাকুণ্ডে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
২১ এপ্রিল, ২০২৫ | ১১:৫১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরক মামলায় মোহাম্মদ হোসেন (৬৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে একইদিন সকাল সোয়া ১১ টায় চট্রগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ হোসেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার মৃত আহাম্মদুর রহমানের পুত্র ও ভাটিয়ারী ৮ নং ওয়ার্ড ( ইমামনগর) আওয়ামী লীগের সভাপতি।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি জানান,গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক মামলা রয়েছে। মামলা পরবর্তীতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Address

Hathazari Bus Stand, Hathazari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share