10/07/2025
ফৌজদারি বিধিতে সংশোধন:
"অপরাধের প্রাথমিক প্রমাণ না পেলে খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট"
ডেস্ক নিউজ, ১০ জুলাই ২০২৫, ১১:৫৪ পিএম
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো মামলার তদন্ত শেষ হওয়ার পূর্বে, সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট অথবা সমপর্যায়ের অন্য কোনো কর্মকর্তা, তদন্ত কর্মকর্তাকে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিবেন।
তদন্ত প্রতিবেদন থেকে যদি বোঝা যায় যে, কোনো অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ অপ্রতুল, তবে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট অথবা তদারক কর্মকর্তা তদন্ত কর্মকর্তাকে উক্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের কাছে দাখিলের নির্দেশ দিবেন এবং সেই প্রতিবেদনের প্রাপ্তির পর, ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল শর্তাধীনভাবে, উক্ত অভিযুক্তকে অব্যাহতির আদেশ দিতে পারবেন