23/06/2025
আমি ১ কো'টি টা'কা পেয়েছি😯
প্রতিদিনের মত আজও অফিসে কাজ করছি, কাজ করতে করতে কখন যে এতো রাত হয়ে গেলো বুজতেও পারিনি, আমি এমনিতে রাত ৮-৯টার মধ্যে অফিস থেকে বের হই। কিন্তু আজ রাতের ১২টা বেজে গেছে, মোবাইলে টাইম দেখে অবাক হলাম, তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে এসি, লাইট অফ করে অফিস লক করেছি।
লিফটের কাছে এসে দেখি লিফট বন্ধ, ১০ টায় লিফট বন্ধ করে দেয়। কি আর করা মোবাইল এর লাইট অন করে সিড়ি দিয়ে ভয়ে ভয়ে নামছিলাম, নয় তলা থেকে নামছি ভয়তো একটু লাগবেই।
অবশেষে নেমে দারোয়ান কে দেখে কিছুটা সস্তি পেলাম, তার সাথে কৌশল বিনিময় করে হাটতে শুরু করলাম, আমার বাসায় যেতে ৫-৭ মিনিট সময় লাগবে, মেইন রাস্তা ও বাইরোড দিয়ে যেতে হবে। সব দোকান পাট বন্ধ, রাস্তায় গাড়ি ও তেমন নেই, অনেক অন্ধকার রাস্তা।
মেইন রাস্তা দিয়ে হাটতেছি, হঠাৎ কিছু একটার সাথে পায়ে ধাক্কা খেলো! মোবাইল এর লাইট অন করে দেখি ঘাড়ো কালো পলিথিনে কিছু একটা টেপ দিয়ে ভালো করে মোড়ানো!
আমি কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে দেখলাম কেও নেই। কিছুটা ভয় পেলাম এমন কালো কাগজের মধ্যে কি থাকতে পারে?
আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম কেউ আসে কিনা এটা নেয়ার জন্য,কিন্তু কেউ আসলোনা।
তখন আমি পলিব্যাগ টা হাতে নিয়ে হাটতে শুরু করলাম , বাইরোড়ে ২-১টা দোকান খোলা, কিন্তু আমি ব্যাগটা পেয়েছি মেইন রাস্তায় তাই সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কোনো রকম কাধের ব্যাগটা রেখে একটা চু'রি নিয়ে বসে পড়লাম পলিব্যাগ টা কা''টার জন্য।
কে''টে যখন ভিতরে তাকালাম তখন আমার হাত পা কাপছিলো।
পলিথিনের ভি'তরে সব ১হা''জারী টা'কার নোট😯 আমি কিছুক্ষণ থ হয়ে বসে রইলাম। এতো টা'কা কে পেলে যাবে ভাবছি। মনে অনেক প্রশ্ন কিন্তু উত্তর দিবে কে?,
একটু সাহস করে একটা বান্ডেল গুনে দেখি একটা বান্ডেলে ১০০টা করে হা'জারী নোট, ১ লাখ টা'কা একটা বান্ডেলে, এইরকম ১০০টা বান্ডেল😯 অর্থাৎ ১ কো''টি টা'কা 😯।
আরো বেশি চিন্তায় পড়ে গেলাম, কেউ যদি আমাকে পরিক্ষা করে? বা এই টাকা যদি কোনো স''ন্ত্রা''সীর হয়, নানা ভাবনা। অনেকক্ষণ চুপ করে থাকলাম কেউ মাইকিং করে কিনা, বা আমার বাসায় আসে কিনা, যদি আসে তাহলে তার টা'কা তাকে দিয়ে দিবো।
কিন্তু না আসলো না। এই টা'কা নিয়ে সারা রাত জেগে আছি,ভয়ে ঘুম আসছে না। ২-৩ ঘন্টা যাওয়ার পর হঠাৎ আমার মন পরিবর্তন হতে লাগলো,
মন ভাবতে শুরু করেছে, এই টা'কা তোর!হয়তো এটা তোর ভাগ্যে লিখা ছিলো কারো মাধ্যমে আল্লাহ তোর জন্য পাঠিয়েছে, না হয় এতোক্ষনে খবর হয়ে যেতো, এগুলা মন ভাবছে।
কিছুক্ষণ পর মন এটাও ভাবা শুরু করেছে এইটাকা কিভাবে খরচ করবে? আমার অনেক ইচ্ছা পুরন বাকি আছে,যেমন: একটা বাইক নিবো, ব্যবসা করবো, বাড়ি করবো, বাবা-মা কে সিকিৎসা করবো, আমার বড় আপুর সখ ছিলো ফুড এর রেস্টুরেন্ট দিবে সেটা দিবো, এলাকায় কিছু দরিদ্র ও অসহায় মানুষ আছে তাদের সাহায্য করবো।
এইরকম কত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন আর ভয় নেই, উল্টো খুশি মন।এইবার বুজি সব সপ্ন বাস্তব হবে!
আহা কি শান্তি আকাশে বাতাসে।
কিন্তু না, এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না,,,,,,,,, হঠাৎ চোখ খুলে দেখি আমি তো বিছানায়! তার মানে এতোক্ষন সপ্ন দেখেছিলাম😩🤔
#কল্পনার_জগৎ পর্ব-১
#কল্পনা_যদি_সত্যিহতো