06/09/2025
ইসলামের একটা অসাধারণ দিক হল, *ইসলাম কোনো উৎসব সর্বস্ব ধর্ম না।* উৎসব ফর দ্য সেইক অফ উৎসব ইসলাম করে না। ‘বার মাসে তের পার্বন’ ইসলামে নেই। ইসলামে যে দুটো উৎসব আছে তার সাথেও আল্লাহর প্রতি আত্মসমর্পন, নানা উদ্দেশ্য, দায়িত্ব ও পুরস্কার জড়িত আছে। ইসলামে উৎসব হল *আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ, সামাজিক সংহতি, পরিবার-সমাজের প্রতি দায়িত্ব ও কাজের পুরস্কারের এক সুন্দর মাধ্যম।*
অন্যদিকে আপনি শিরকি বা মানবরচিত ধর্ম ও আদর্শে বছরব্যাপীই নানা ধরণের দিবস লক্ষ্য করবেন। ‘বার মাসে তের পার্বন’, রাষ্ট্রীয় নানা ধরণের ছুটির দিন থেকে নিয়ে এতো ধরণের দিবস দেখবেন, যেটা গুণে শেষ করা সম্ভব না। এগুলোর সাথে ভোগ বাদে আর তেমন কিছুর সম্পর্ক থাকে না। থাকলেও তার কোনো গুরুত্ব নেই। আমরা প্রায় বলি, ‘বাঙালির কাছে সব ছুটির দিনই ভ্যালেন্টাইন ডে’—এর একটা বড় কারণ হল এটা।
এখন যে উৎসব নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ ‘ঈদে’ মিলাদুন্নবী, *এটাও ফাতেমিদের আবিষ্কার। তারা ছিল ইসমাইলি শিয়া এবং তাদের পুরো জীবনব্যবস্থা, জীবনাচার ও সংস্কৃতি ছিল শিরকে ভরা। অন্যান্য মুশরিকদের মত তাদেরও ছিল বছরব্যাপী নানাবিধ উৎসবের আয়োজন। তারা শুধু রাসূলুল্লাহর ﷺ না, বরং আলি রাদিআল্লাহু আনহু থেকে নিয়ে আহলে বাইতদের সবার, আবার খলিফারও জন্মদিন পালন করত তারা।*
ইসলামের স্পিরিটটা বোঝা জরুরি। আমার নবী দ্বীন নিয়ে এসেছেন সব কুফরকে ফেলে দিয়ে, ঈমানের রাজ কায়েম করার জন্য। *তিনি যে দুই ঈদ বাদে আর সব ঈদ বাদ করে দিয়েছেন, তার মধ্যেও আছে কুফরের চর্চাকে ছুঁড়ে ফেলার উদাহরণ।* আমরা আনন্দ-উৎসবে মেতে থাকার জন্য দুনিয়াতে আসিনি। এসেছি একটা মিশন নিয়ে। তা হলো *আল্লাহর রাজকে কায়েম করা ও কুফরের রাজকে ভেঙে ফেলা।*
কাফিরদের মত তাই দুনিয়া নিয়ে মজে থাকার, আনন্দ-উৎসবে লেগে থাকার সময় ও সুযোগ আমাদের নেই। নতুন নতুন উৎসব তৈরি করে জীবন কাটিয়ে দেওয়া আমাদের জন্য সহজ না। যারা সত্যিকার অর্থে প্রোডাক্টিভ জীবন কাটান, তারা বুঝবেন, একদিন ছুটি পেলেও রুটিন করা লাগে, সেদিন বাকি কোন কাজ টেনে নিতে হবে। বরং আমরা এমন এক জান্নাত অর্জন করতে চাই, যেখানে আমাদের প্রতিটা দিনই হবে একেকটা উৎসব।
আমরা যেমন রাসূলুলুল্লাহর প্রতি সাহাবাদের থেকে বেশি ভালোবাসা দেখানোর দাবি করি না, *আবার বিদআহর মাধ্যমে রাসূলুল্লাহকে অসম্মানও করি না।* আমাদের দ্বীন উৎসবের দ্বীন না। আমাদের দ্বীন দায়িত্বশীলতা, ইবাদাহ, সালাত, দাওয়াহ, যিহ/দ ও শাহাদাতের দ্বীন। *উৎসব এখানে আল্লাহর অনুগ্রহ; অবাধ্যতার মাধ্যম না।*
~ ইরফান সাদিক (হাফি.)
اللهم صل وسلم على نبينا محمد