Samiah Yusuf

Samiah Yusuf والله خير المكرين(سورة الانفال-٣٠)🖤

তার থেকেও বড় যন্ত্রণা হচ্ছে,ইবাদতে শান্তি না পাওয়া।
18/09/2025

তার থেকেও বড় যন্ত্রণা হচ্ছে,ইবাদতে শান্তি না পাওয়া।

আল্লাহ্ আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!❣
18/09/2025

আল্লাহ্ আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!❣

ইনশাআল্লাহ 💖
18/09/2025

ইনশাআল্লাহ 💖

13/09/2025

কুরআন নিয়ে কিছু দুয়া:
---------------------------------
• আন-নূর! কুরআনকে আমার হৃদয়ের বসন্ত ও নূর বানিয়ে দিন।

• ইয়া আল্লাহ! আপনি কুরআনকে যেভাবে দৃঢ়ভাবে আকঁড়ে ধরতে বলেছেন সেভাবেই আকঁড়ে ধরার তৌফিক দান করুন।

• আল-ওয়াদুদ! বান্দারের প্রতি সদয়! কুরআনকে দুনিয়া ও আখিরাতে আমার প্রিয় বন্ধু বানিয়ে দিন।

• কুরআনকে আমার সুখ-দু:খের সাথী বানিয়ে দিন।

• কুরআন ছাড়া আমার একটা দিন, একটা মুহূর্ত ও যেনো না কাটে রব! আফিয়াতের সাথে দিন রব!

• কুরআনকে আমার জন্য তাকওয়া,ঈমান,হিদায়াত,হিকমাহ বৃদ্ধির কারণ বানিয়ে দিন! আমার জন্য একে গোমরাহীর কারণ বানাবেন না রব!

• রব্বিই! আমাকে জীবন্ত কুরআন বানিয়ে দিন!

• আমাকে কুরআনের ভালোবাসায় সিক্ত করে দিন রব! কাতর বানিয়ে দিন!

• আমাকে কুরআন নিয়ে অত্যাধিক সময় পাড় করার তৌফিক দান করুন রব যেভাবে পাড় করলে আপনি সন্তুষ্ট হবেন!

• অযথা মোবাইল স্ক্রলিং ও অনর্থক কাজ,কথা থেকে বিরত রেখে কুরআনের সহবতে আমাকে মশগুল রেখো ইয়া ফাত্তাহ!

• হে অন্তর পরিবর্তনকারী! কুরআনের প্রতি কখনো অলসতা, মন পরিবর্তন হওয়া থেকে পানাহ চাই রব!

• আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) এর মতো কুরআন তিলাওয়াতকারী ও গভীর অর্থ বুঝার তৌফিক দান করো রব।

• কুরআনকে এমনভাবে বুঝার তৌফিক দান করুন যেভাবে বুঝলে আমি আপনাকে পেয়ে যাব, আপনাকে বুঝে যাব, আপনাকে চিনে যাব! ঈমান কী তা ধারণ করে ফেলব!

•কুরআনের মাধ্যমে বাতিলশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দাও।

• কুরআনের ইলম, গভীরতা, ভাষা বুঝার তৌফিক দাও রব!

• কুরআনকে সর্বোচ্চ ও সর্বোত্তমভাবে সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমার মাখরাজ ও সিফাত ঠিক করে দিন,মুখের জড়তা কাটিয়ে দিন!

• এমন তিলাওয়াতকারী বানিয়ে দিন যার তিলাওয়াতে মানুষ দাওয়াহ পেতে থাকবে, রুহগুলো কেঁদে উঠবে। অন্তরকে ধাক্কা দিবে, চিন্তাফিকির তৈরি করবে এমন তিলাওয়াতকারী বানিয়ে দাও রব।

• আরবী ভাষা ও কুরআনের ভাষায় এমন পাণ্ডিত্য দাও যেনো আমি কুরআনের অর্থ দেখা ছাড়াই কুরআনের অর্থ বুঝতে পারি ইয়া রহমান!

• ইয়া আল্লাহ! আমার সন্তানাদির সকলের প্রথম ভাষাই যেনো আরবি হয়!

• আয় আল্লাহ! আমার সন্তানাদি যেনো কুরআনের প্রকৃত হক আদায়কারী ও আমলদার হয়। সাহাবীদের(রাদ্বিয়াল্লাহু আনহুম) মতো কুরআনকে আকঁড়ে ধরে। কুরআন হোক তাদের পথ প্রদর্শক। আমার সন্তানেরা যেনো প্রকৃত কুরআন মুহাব্বাতকারী হয়!

• ইয়া আল্লাহ, আপনি যাকে আমার জীবনসঙ্গী বানাবেন তিনিও যাতে আরবি ভাষায় মাহির হোন! তিনি যাতে সাহাবীদের (রাদ্বিয়াল্লাহু আনহুম) মতো কুরআনপ্রেমী এবং কুরআন-সুন্নাহর প্রতি প্রকৃত আমলদার-হক আদায়কারী হোন। কুরআন হবে উনার প্রকৃত বন্ধু!

• সবসময় কুরআন নিয়ে তাদাব্বুরে লিপ্ত থাকার তৌফিক দাও গো মাওলা! উত্তম তাদাব্বুরকারী বানিয়ে দাও রব যেভাবে সাহাবীরা (রাদ্বিয়াল্লাহু আনহুম) তাদাব্বুর করতেন।

• কুরআনের মাধ্যমে এমন শিফা দান করো যেনো মানুষের কাছে হোক কিংবা কোনো ওষুধের কাছে আমার দারস্থ না হতে হয় রব্বিই! প্যারানরমাল সমস্যা হোক কিংবা শারীরিক অসুস্থতা সকল ক্ষেত্রেই কুরআনই যাতে আমার শিফার মাধ্যম হয় ইয়া আল্লাহ!

• কুরআন দিল থেকে পড়ার, উপলব্ধি করার তৌফিক দাও রব, কান্না করে করে তিলাওয়াত করার ও বুঝার তৌফিক দাও রব।

• কুরআনের প্রকৃত হাফেযা বানিয়ে দিন! যে শুধু কুরআন মুখস্থই করে না, বরং এর উপর আমলও করে।

• অন্ধের মতো নজরের হিফাযত করার তৌফিক দাও, জবান, কান সকল ইন্দ্রিয়গুলোর হিফাযত করার তৌফিক দাও যাতে আপনার কালাম পবিত্রতার সহিত সহজেই হিফয করতে পারি,ইয়াদ রাখতে পারি।

• কুরআনের মাধ্যমে আমাকে হক ও বাতিলের পথ দেখাও এবং মানুষকেও হক ও বাতিলের পথ চেনানোর তৌফিক দান করো রব।

• কুরআনের মাধ্যমে মানুষের মধ্যে তাকওয়া ও ঈমান সঞ্চার করার তৌফিক দাও রব।

• কুরআনের মাধ্যমে আমার এই মৃত অন্তরকে জীবিত করে দাও আল-মুহ'য়ী!

•কুরআন পড়ে যেনো আমার এই মৃত অন্তর ভেঙ্গে চুরমার হয়ে জীবিত হয়ে যায় রব! আমি যেনো আপনাকে ভয় পাওয়া মতো ভয় পাই এমন তাকওয়াবান বানিয়ে দাও!

• কুরআনের মাধ্যমে সম্মানিত করো আল-মুইয!

• কুরআনের প্রকৃত খাদিমা বানিয়ে দাও।

• ইয়া মুক্বসিত! হকদারের হক আদায়কারী! কুরআনের হক আদায় করার তৌফিক দান করুন।

• কুরআনের মাধ্যমে আমার জীবনের সকল সমস্যার সমাধান দাও।

• আমাকে কুরআনওয়ালা চরিত্র দান করো।

• আল হাকাম! আমাকে কুরআনের মাধ্যমে গভীর হিকমাহ দাও।

• কুরআনের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিন আপনি সবসময় আমার সাথে আছেন।

• আন-নাফিই! কল্যাণকারী! কুরআনের মাধ্যমে আমাকে জানা-অজানা সকল কল্যাণ দান করো।

• আল-ওয়ালিইউ! অভিভাবক ও সাহায্যকারী! কুরআনকে আমার জন্য শাফায়াতকারী বানিয়ে দিন।

• আমাকে সাহাবীদের (রাদ্বিয়াল্লাহু আনহুম) মতো কুরআনপ্রেমী,সুন্নাহপ্রেমী করে দিন আল-ওয়াদুদ!

• আল-ওয়াজিদ! অফুরন্ত ভাণ্ডারের অধিকারী! আমাকে সাহাবীদের (রাদ্বিয়াল্লাহু আনহুম) মতো কুরআন বুঝার তৌফিক দান করো।

• ইয়া আল্লাহ! আমার কুরআন উস্তাযাদের হক উত্তমভাবে আদায় করার তৌফিক দান করো!

• কুরআনের মাধ্যমে আমার জন্য জান্নাত ওয়াজিব করে দাও গো মাওলা!

•কুরআনওয়ালা বানিয়ে দিন এবং কুরআনওয়ালাদের যথাযথ সম্মান দেওয়ার তৌফিক দিন।

• আমাকে উত্তম আদব-আখলাক দান করুন,যেই আদব-আখলাকে আপনি সন্তুষ্ট। কুরআন-সুন্নাহর প্রতি উত্তম আদব-আখলাক মেনে চলার তৌফিক দান করুন।

•এমন তিলাওয়াতকারী বানিয়ে দিন, যেভাবে তিলাওয়াত করলে ফেরেশতাগণ জড়ো হয়ে আমার তিলাওয়াত শুনবেন!

ما شاء الله لا قوة إلا بالله
آمين يا رب العالمين
‌‏اللهم صل على محمد و على ال محمد

কুরআন নিয়ে এলোমেলো কিছু দুয়া, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আল্লাহ সুবাহানু ওয়া তা'য়ালা আফিয়াতের সহিত কবুল করুন। স্বাদকায়ে জারিয়ার উৎস করে দিন। আমলে আনার তৌফিক দান করুন। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। ভুল পেলে অবশ্যই আমাদের জানাবেন ইনশাআল্লাহ।

~As Saabiquun

08/09/2025

বান্দা যা পেতে উদগ্রীব ও বেচাইন, সে ব্যাপারেই
তার সবরের পরীক্ষা করা হয়। সবর করলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, নয়তো ঝরে পড়ে।

~ইলমওয়েব

06/09/2025

ইসলামের একটা অসাধারণ দিক হল, *ইসলাম কোনো উৎসব সর্বস্ব ধর্ম না।* উৎসব ফর দ্য সেইক অফ উৎসব ইসলাম করে না। ‘বার মাসে তের পার্বন’ ইসলামে নেই। ইসলামে যে দুটো উৎসব আছে তার সাথেও আল্লাহর প্রতি আত্মসমর্পন, নানা উদ্দেশ্য, দায়িত্ব ও পুরস্কার জড়িত আছে। ইসলামে উৎসব হল *আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ, সামাজিক সংহতি, পরিবার-সমাজের প্রতি দায়িত্ব ও কাজের পুরস্কারের এক সুন্দর মাধ্যম।*
অন্যদিকে আপনি শিরকি বা মানবরচিত ধর্ম ও আদর্শে বছরব্যাপীই নানা ধরণের দিবস লক্ষ্য করবেন। ‘বার মাসে তের পার্বন’, রাষ্ট্রীয় নানা ধরণের ছুটির দিন থেকে নিয়ে এতো ধরণের দিবস দেখবেন, যেটা গুণে শেষ করা সম্ভব না। এগুলোর সাথে ভোগ বাদে আর তেমন কিছুর সম্পর্ক থাকে না। থাকলেও তার কোনো গুরুত্ব নেই। আমরা প্রায় বলি, ‘বাঙালির কাছে সব ছুটির দিনই ভ্যালেন্টাইন ডে’—এর একটা বড় কারণ হল এটা।
এখন যে উৎসব নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ ‘ঈদে’ মিলাদুন্নবী, *এটাও ফাতেমিদের আবিষ্কার। তারা ছিল ইসমাইলি শিয়া এবং তাদের পুরো জীবনব্যবস্থা, জীবনাচার ও সংস্কৃতি ছিল শিরকে ভরা। অন্যান্য মুশরিকদের মত তাদেরও ছিল বছরব্যাপী নানাবিধ উৎসবের আয়োজন। তারা শুধু রাসূলুল্লাহর ﷺ না, বরং আলি রাদিআল্লাহু আনহু থেকে নিয়ে আহলে বাইতদের সবার, আবার খলিফারও জন্মদিন পালন করত তারা।*
ইসলামের স্পিরিটটা বোঝা জরুরি। আমার নবী দ্বীন নিয়ে এসেছেন সব কুফরকে ফেলে দিয়ে, ঈমানের রাজ কায়েম করার জন্য। *তিনি যে দুই ঈদ বাদে আর সব ঈদ বাদ করে দিয়েছেন, তার মধ্যেও আছে কুফরের চর্চাকে ছুঁড়ে ফেলার উদাহরণ।* আমরা আনন্দ-উৎসবে মেতে থাকার জন্য দুনিয়াতে আসিনি। এসেছি একটা মিশন নিয়ে। তা হলো *আল্লাহর রাজকে কায়েম করা ও কুফরের রাজকে ভেঙে ফেলা।*
কাফিরদের মত তাই দুনিয়া নিয়ে মজে থাকার, আনন্দ-উৎসবে লেগে থাকার সময় ও সুযোগ আমাদের নেই। নতুন নতুন উৎসব তৈরি করে জীবন কাটিয়ে দেওয়া আমাদের জন্য সহজ না। যারা সত্যিকার অর্থে প্রোডাক্টিভ জীবন কাটান, তারা বুঝবেন, একদিন ছুটি পেলেও রুটিন করা লাগে, সেদিন বাকি কোন কাজ টেনে নিতে হবে। বরং আমরা এমন এক জান্নাত অর্জন করতে চাই, যেখানে আমাদের প্রতিটা দিনই হবে একেকটা উৎসব।
আমরা যেমন রাসূলুলুল্লাহর প্রতি সাহাবাদের থেকে বেশি ভালোবাসা দেখানোর দাবি করি না, *আবার বিদআহর মাধ্যমে রাসূলুল্লাহকে অসম্মানও করি না।* আমাদের দ্বীন উৎসবের দ্বীন না। আমাদের দ্বীন দায়িত্বশীলতা, ইবাদাহ, সালাত, দাওয়াহ, যিহ/দ ও শাহাদাতের দ্বীন। *উৎসব এখানে আল্লাহর অনুগ্রহ; অবাধ্যতার মাধ্যম না।*

~ ইরফান সাদিক (হাফি.)

اللهم صل وسلم على نبينا محمد

03/09/2025

চেহারা ভাল না, ভালভাবে গুছিয়ে কথা বলতে পারে না, টাকা পয়সা নাই - এসমস্ত মানবিক দূর্বলতার কারনে কত গুনাহ থেকে একজন মানুষ বেঁচে যায়।

আমি কোনকালেই স্মার্ট ছিলাম না। আমি সুন্দর করে কথা বলতে পারিনা, উপস্থিত বুদ্ধি কম, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিতে ভালো নই।

এখন বুঝি, এসব গুণ না দিয়ে হয়তো আল্লাহ্‌ আমাকে বহু পাপ থেকে বাঁচিয়েছেন। যে ছেলেটি খুব ভালো গান করে তার পক্ষে আল্লাহ্‌র জন্য মিউজিক ছুঁড়ে ফেলা বড় কষ্টকর। যে ভালো অভিনয় পারে, তার গুণটি হয়তো কিয়ামতের দিন তার জন্য বিপর্যয়ের কারণ হবে। খুব ভালো গণিত পারা ছেলেটিকে দেখেছি দিনরাত গণিত নিয়ে পড়ে থেকে স্রষ্টাকেই ভুলে যেতে। যে গুণ, যে প্রতিভা আল্লাহ্‌র অবাধ্য হতে সাহায্য করে বিচার দিবসে তার ভার কি আমি বইতে পারতাম? কতই না ভাগ্যবান আমি।

অকৃতজ্ঞতা মানুষের স্বভাব। আল্লাহ্‌ কত মানুষকে কতকিছু না দিয়ে হিফাযত করেন, মানুষ বোঝেনা। সন্তুষ্ট হতে পারেনা। যে মেয়েটি কালো সে সুন্দরী মেয়েটিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। অথচ আল্লাহ্‌ তাকে ফর্সা করে বানালে দেখিয়ে বেড়ানোর ব্যাধি হয়তো তাকে পেয়ে বসত। সাময়িক বাহ্যিক রূপটি না দিয়ে কত গুনাহ থেকে আল্লাহ্‌ তাকে বাঁচিয়েছেন সে কি বুঝতে পারে?

আমি ধনী নই, এ নিয়ে যেন আমি দুঃখিত না হই। সম্পদের হিসাব দেওয়া কত কঠিন, ভাবতে পারি? আমি দরিদ্র নই, এর জন্য যেন কৃতজ্ঞতা থাকি আল্লাহ্‌র দরবারে। আমাকে আল্লাহ্‌ যেভাবে বানিয়েছেন, যেভাবে রেখেছেন তার অন্যথা হলে আমি ক্ষতিগ্রস্ত হতাম, এই বুঝটা মানুষের আসে না।

জাহান্নামের আগুন নেভাতে পারে এমন কোন রাসায়নিক বিশ্বজগতে নেই। আল্লাহ্‌র ভয়ে চোখের কোণে জমা হওয়া একফোঁটা অশ্রু সেই আগুন নেভাতে সক্ষম। আল্লাহ্‌র সামনে দাঁড়িয়ে কাঁদুন। জীবনে যত কষ্ট আছে সব তাঁর নিকট সমর্পণ করুন। হতাশা আর অভিযোগ নিয়ে নয়, কৃতজ্ঞতা নিয়ে। এই কষ্টগুলো যেভাবে আল্লাহ্‌র নিকটবর্তী করেছে, অন্য কিছু পারেনি। এসব আল্লাহ্‌র রহমত। আমরা বুঝতে পারিনা।

সূরা যারিয়াত অসম্ভব প্রিয় একটি সূরা। সেখানে আল্লাহ্‌ জান্নাতিদের বৈশিষ্ট্য বলেছেন *"তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। রাতের শেষ প্রহরে আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করত।"*

আমরা কি কথাটার ভার বুঝতে পারি?

~Rizwanul Kabir(Hafi.)

01/09/2025

আল্লাহ পাক শিখিয়েছেন যে, বিয়ে হওয়ার জন্য, একটি চাকরি পাওয়ার জন্য বা কোনো নির্দিষ্ট বিষয় অর্জনের জন্য যেভাবে আল্লাহকে ডাকি, যেভাবে আমলে কসরত করি—সেভাবে তাঁকে পাওয়ার জন্য ডাকি না, আমল করি না, চেষ্টা করি না। সেই উদ্যমতা আমাদের নেই।
হ্যাঁ, আমরা তাঁর কাছেই সব চাই। তাঁর কাছেই চাইতে হবে। কিন্তু তাঁকে কেন চাই না?
তাহলে কি তাঁকে পাওয়ার মুহাব্বাত আমাদের মধ্যে নেই? তাঁকে পাওয়ার জন্য সেই তড়পটা কি আমাদের মধ্যে নেই?!

*রবকে যে পেলো সে তো সবই পেয়ে গেলো।*

[উপরের কথার অর্থ এই নয় যে, তাঁর কাছে অন্যান্য বিষয়ে চাওয়া বন্ধ করে দিব। ছোট থেকে ছোট বিষয় নিয়ে দুয়া করলে তিনি বরঞ্চ খুশি হন। উদ্দেশ্য হলো—আমরা কেন তাঁকেই চাই না, সেটি ভেবে দেখা।]

اللهم صل على محمد و على ال محمد

~ As Saabiquun

29/08/2025

🖤

Address

Satkania
Chattogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiah Yusuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share