Akib Vloger

Akib Vloger আসসালামু আলাইকুম,

আকিব ব্লগার পেজে আপনাকে স্বাগতম💐
নতুন নতুন ভিডিও পেতে ফলো করে রাখুন।
ধন্যবাদ🥀

22/08/2025

কুমিল্লা,লাকসাম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের স্ত্রী
৩ জন ছেলে ও ২ জন মেয়ে সহ মোট ৫ জন সন্তান জন্ম দেন ।
মা এবং নবজাতকরা সুস্থ আছেন
আলহামদুলিল্লাহ্‌

তথ্য ও ছবি সংগ্রহ:- #দৈনিক_লালমাইর_কাগজ

 #কেন_বাংলাদেশ_ইসলামী_ছাত্রসেনা_করবেন?ছাত্রসেনার মূল লক্ষ্য:  সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামি সমাজ প্রতিষ্ঠা করা।ভাই, জীবন...
17/08/2025

#কেন_বাংলাদেশ_ইসলামী_ছাত্রসেনা_করবেন?

ছাত্রসেনার মূল লক্ষ্য: সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামি সমাজ প্রতিষ্ঠা করা।

ভাই, জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর এক বিশাল নিয়ামত।
ছাত্রজীবন সেই নিয়ামতের শ্রেষ্ঠ সময়—এ সময়েই গড়ে ওঠে ভবিষ্যতের নেতা, সংস্কারক, সৈনিক।
প্রশ্ন হলো—তুমি কি শুধু ডিগ্রির জন্য এই মূল্যবান সময় ব্যয় করবে,
নাকি একইসাথে ইতিহাস গড়ার জন্য নাম লেখাবে?

আজকের সমাজে তাকাও—

* ঈমান ও আকিদার উপর আঘাত আসছে নানা দিক থেকে।
* তরুণ প্রজন্ম ভাসছে নাস্তিক্যবাদ, কুসংস্কার ও অনৈতিকতার স্রোতে।
* ভ্রান্ত মতবাদ ও ধর্মবিরোধী চক্র ছাত্রসমাজকে পথভ্রষ্ট করছে।
এই পরিস্থিতিতে 'নীরব থাকা মানে অপরাধে নীরব সমর্থন দেওয়া'।
আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্ট বলেছেন-
> "তোমরা সৎকর্মে ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনে নয়।" (সূরা মায়েদা: ২)

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হলো সেই প্ল্যাটফর্ম যেখানে—

* তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা রক্ষা ও প্রচারের মিশনে যুক্ত হবে।
* শিখবে শরীয়ত, তরিকত ও সিয়াসতের সমন্বিত শিক্ষা।
* গড়ে তুলবে নেতৃত্ব, সংগঠন পরিচালনা, বক্তৃতা, লেখনী ও জনসেবার দক্ষতা।
* নিজেকে তৈরি করবে একজন সৎ, আদর্শবান, সাহসী ও দূরদর্শী নেতা হিসেবে।
-
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
> "তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে।" (বুখারি, মুসলিম)
-
ছাত্রসেনা মানে—
* দায়িত্বের ময়দানে নামা
* ঈমান রক্ষার প্রহরী হওয়া
* উম্মতের জন্য কাজ করা
* আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়া।

ভাই,
তুমি যদি আজ দাঁড়াও—কাল তোমার চারপাশে অনেকেই দাঁড়াবে।
তুমি যদি আজ আওয়াজ তোলো—কাল সেই আওয়াজ আন্দোলনের ঢেউ হবে।
আর যদি আজ চুপ থাকো—কাল ইতিহাস তোমার নীরবতাকে অভিশাপ দেবে।
_
ছাত্রসেনা তোমাকে দেবে—
* ইমানি দীক্ষা ও সঠিক দাওয়াত
* আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ
* সেবার আনন্দ ও ত্যাগের গর্ব
* আল্লাহ ও রাসূলুল্লাহ ﷺ 'র সন্তুষ্টি।

*তাহলে দেরি কেন?
যেখানে অন্যরা জীবন নষ্ট করছে, তুমি সেখানে ইতিহাস গড়তে পারো।
যেখানে অনেকে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, তুমি সেখানে দায়িত্ব নিতে পারো।

*তাই বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা করো=
আদর্শের জন্য, উম্মাহর জন্য, আল্লাহ ও রাসূলুল্লাহ (ﷺ) 'র সন্তুষ্টির জন্য।

প্রয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার অতীতের কোনো জঙ্গি রের্কড আছে কিনা তা দেখেই সিদ্ধান্ত নিন।

#লেখক:
অ্যাডভোকেট ও লিগ্যাল কনসালট্যান্ট
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম
ও সাবেক ছাত্রসেনা কর্মী।

চিনেন নাকি??🤔🤔  দেখেন তো👇👇😂😂🤣🤣
02/08/2025

চিনেন নাকি??🤔🤔 দেখেন তো👇👇
😂😂🤣🤣

30/11/2024

পুরাই একশ-তে একশ।।
হুজুর সত্যি কথায় বলছেন।।

22/11/2024

আগামী ৩০ শে নভেম্বর হতে যাচ্ছে,
স্থান: রায়পুর বহু মুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে।।

15/10/2024

সুস্থ থাকলে বলি,
আলহামদুলিল্লাহ।

22/09/2024

আমি অসুস্থ,
সবাই আমার জন্য দোয়া করবেন।

20/09/2024

বৃষ্টি আল্লাহর একটি রহমত।
আলহামদুলিল্লাহ।

19/09/2024

সুস্থ থাকলে বলি, আলহামদুলিল্লাহ। 🥰

17/09/2024

Hello bondhura,
kemon achen sobai?

বিশ্বের ১৫২ টি দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয় ঈদে মিলাদুন্নবি(ﷺ)।আলহামদুলিল্লাহ🥰
16/09/2024

বিশ্বের ১৫২ টি দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয় ঈদে মিলাদুন্নবি(ﷺ)।
আলহামদুলিল্লাহ🥰

Address

Anwara
Chattogram
4376

Alerts

Be the first to know and let us send you an email when Akib Vloger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share