
27/06/2025
চিকিৎসা নেওয়ার পর রোগীরা যখন বলে "আলহামদুলিল্লাহ ব্যাথামুক্ত, একদম সুস্থ আছি" তখন নিজের কাছে খুব ভালো লাগা কাজ করে।
এই ভদ্রলোক এসে বলে "ডাক্তার সাহেব, দাঁত ফেলে দেন"।
কারণ উনিতো জানতো না এই দাঁত চিকিৎসা করে ক্যাপ বসিয়ে নিলে ঠিক পূর্বের ন্যায় হয়ে যাবে।
ক্যাপ লাগানোর পর রোগী চিনতেই পারছে না কোনটা চিকিৎসা করা দাঁত।
মো: আলতাফ হোসেন
পরিচালক, ফাজিলপুর ডেন্টাল কেয়ার।