24/07/2025
নীল আকাশে সাদা মেঘের
খেলা চলে সারাবেলা,
সূর্য হাসে মাঝে মাঝে
আলোর ঢেউয়ে যায় ভেলা।
পাখির ডাকে সকাল শুরু,
তারা ঝরে রাতে,
আকাশ দেখে মন যে ভরে
রঙের নানান হাতে।
বৃষ্টির দিনে মেঘের রাজা
করে গর্জন জোরে,
বিদ্যুৎ ঝলকে আঁকা ছবি
আকাশ পটে ভরে।
চাঁদ ওঠে তাই আকাশজুড়ে
রূপের হাসি হেসে,
তারা বলে, "ঘুমাও সবাই,
স্বপ্নেরা আজ আসে।"
আকাশ তুমি বিশাল খাতা
রঙে ভরা কাব্য,
তোমায় দেখে প্রাণ জুড়িয়ে
বসে থাকি চুপচাপ।