চৌদ্দগ্রামের ব্রেকিং নিউজ

চৌদ্দগ্রামের ব্রেকিং নিউজ সবার আগে চৌদ্দগ্রামের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের পেইজে।

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা।।প্রশাসনের উর্ধ্বতন কর্মকর...
08/10/2025

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা।।
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের ফ্রি টিকেট দেওয়ার অপপ্রচার।

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আ/টক করেছে ইসরা/য়েলি বা/হিনী।
08/10/2025

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আ/টক করেছে ইসরা/য়েলি বা/হিনী।

 #বাটপার_থেকে_সাবধাননাম মোঃ জুয়েল রানা ওরফে (হাকিম আলী)পিতার নাম মোঃ বাবুল মিয়া গ্রাম কনকাপৈত মুন্সী বাড়ি কনকাপৈত ইউন...
08/10/2025

#বাটপার_থেকে_সাবধান
নাম মোঃ জুয়েল রানা ওরফে (হাকিম আলী)
পিতার নাম মোঃ বাবুল মিয়া
গ্রাম কনকাপৈত মুন্সী বাড়ি
কনকাপৈত ইউনিয়ন চৌদ্দগ্রাম কুমিল্লা

এই জুয়েল বাহরাইনে এক মোবাইল দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতো দোকানের মালিক তাকে সাংঘাতিক বিশ্বাস করতো হঠাৎ আমার দোকানের মালিক জুয়েলকে দোকানে রেখে চার পাঁচ মাসের জন্য দেশের বাড়ি নোয়াখালীতে যায়
দোকানের মালিক দেশ থেকে আসার কথা শুনে জুয়েল গত তিনদিন আগে দোকানের চার পাঁচ মাসের ইনকাম সহদোকানের সব দামী দামী মোবাইল গুরুত্বপূর্ণ দামী জিনিসপত্র চুরি করে বিক্রি করে দিয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেছে বাহরাইন থেকে। বর্তমানে জুয়েল বাহারাইনে নেই, এই দোকানটি
তার নিজ পরিবারের রুজি রুটির একমাত্র অবলম্বন ছিলো। জুয়েল চুরি করে সবকিছু বিক্রি করে দোকানের মালিকের সবকিছু অন্ধকার করে দিয়েছে
দোকানের মালিক আমাদের চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছে। যদি কেউ জুয়েলকে বাংলাদেশের কোথাও
কেউ দেখে থাকেন দয়া করে একটু ইনবক্সে যোগাযোগ করবেন।
আর এই বাটপার থেকে সবাই সাবধান থাকবেন
বাটপার জুয়েল চৌদ্দগ্রামের মানসম্মান সবকিছু
ধুলিসাৎ করে দিয়েছে বাহরাইনের মাটিতে।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। চৌদ্দগ্রাম পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারী ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহ...
07/10/2025

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

চৌদ্দগ্রাম পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারী ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, দণ্ডবিধি ১৮৬০ এবং বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

#জনস্বার্থে_চৌদ্দগ্রাম_উপজেলা_প্রশাসন

07/10/2025

চৌদ্দগ্রাম পৌর এলাকায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আ"ত্ম"হ"ত্যা।

জগন্নাথদীঘির পানি আটক রেখে বরশি প্রতিযোগিতা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। বীর মুক্তিযোদ্ধা সমাধী ও শতবর্ষী কবরস্থান র...
07/10/2025

জগন্নাথদীঘির পানি আটক রেখে বরশি প্রতিযোগিতা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।
বীর মুক্তিযোদ্ধা সমাধী ও শতবর্ষী কবরস্থান রক্ষায় ইউএনও’র হস্তক্ষেপ কামনা। 👍
Uno Chauddagram

বিস্তারিত কমেন্টে...

07/10/2025

জগন্নাথ দীঘিতে মাছ ধরার প্রতিযোগিতায় পানি আটকে ঘরবাড়ি ও মুক্তিযুদ্ধার সমাধিস্থল ও কবরস্থান ক্ষতিগ্রস্ত, মানববন্ধনে এলাকাবাসী!
ভিডিও- ফেস দ্যা পিপল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এম পি, চৌদ্দগ্রামের গণমানুষের  নেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ...
07/10/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এম পি, চৌদ্দগ্রামের গণমানুষের নেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে জাতিসংঘের অধিবেশন শেষে আমেরিকা থেকে দেশে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভি আই পি টার্মিনালে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

06/10/2025

গুনবতী কলেজ মাঠে ফুটবল খেলা নিয়ে ২ দলের মধ্যে মারামারি। 😭
অষ্টগ্রামের সাথে খেলার শেষ মিনিটে হিংগুলা গোল খেয়ে খেলা যখন ১-১ সমতায় তখন খেলার শেষ বাঁশি বাজায় রেফারি.. তখন হিংগুলার প্লেয়ার এসে রেফারিকে লাথি মেরে মারা শুরু করে। শৃংঙ্খলা কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়।

পুরো ঘটনার ভিডিও ফুটেজ।

এই মাত্র এক্সিডেন্ট করেছে। মিয়াবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা। কেউ চিনে থাকলে জানান। বাড়ি বলতেছে- সমাসপুর চৌধুরী বাড়ি।
06/10/2025

এই মাত্র এক্সিডেন্ট করেছে। মিয়াবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা। কেউ চিনে থাকলে জানান। বাড়ি বলতেছে- সমাসপুর চৌধুরী বাড়ি।

একটি হারানো বিজ্ঞপ্তিঃকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের পূর্ব পাড়ার সাব্বির নামের ১৩ বছরের একটি ছেলে ২/১০/২০...
05/10/2025

একটি হারানো বিজ্ঞপ্তিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের পূর্ব পাড়ার সাব্বির নামের ১৩ বছরের একটি ছেলে ২/১০/২০২৫ ইং তারিখ বিকেল ৫ টায় হারানো গিয়েছে।
তার পরনে ছিলো কালো টি শার্ট, কালো প্যান্ট।

কোন সুহৃদবান ব্যাক্তি তাকে পেয়ে থাকলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ।

আবুল হোসেন(পিতা)

05/10/2025

চৌদ্দগ্রাম চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের শিকার নুরুল আলমের বক্তব্য

Address

Chauddagram

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৌদ্দগ্রামের ব্রেকিং নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category