Chaugachha TV চৌগাছা টিভি

Chaugachha TV চৌগাছা টিভি Chaugachha TV চৌগাছা টিভি
(1)

26/06/2025

আমার দেশেরও মাটিরও গন্ধে ভরে ওঠে সারা মন।
শ্যামলও কোমোলও পরশও ছাড়া যে, নেই কিছু প্রয়োজন।

বলতে হবে মাটির গন্ধে ভরা সবুজ গাছটি চৌগাছার বাজারের কোথায় অবস্থিত?

চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড়ে  অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মৎস্য শি'কারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড প্রকৌশ...
25/06/2025

চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড়ে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মৎস্য শি'কারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড প্রকৌশলী তাসমিন জাহান।
বুধবার দুপুরে অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অ'বৈধ চায়না জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৬০০০০ টাকা । এসময় এই জাল ব্যবহারের ক্ষতিকর দিক প্রসঙ্গে জনসাধারণকে অবহিত করা হয়।

নিখোঁজ সংবাদসবুজ বালা (২৮), পিতা-শান্ত বালা, মাতা-মায়া রানী বালা , সাং-উত্তর ধীরাইল, ডাকঘর- খান্দারপাড়া, থানা- মুকসুদপু...
24/06/2025

নিখোঁজ সংবাদ

সবুজ বালা (২৮), পিতা-শান্ত বালা, মাতা-মায়া রানী বালা , সাং-উত্তর ধীরাইল, ডাকঘর- খান্দারপাড়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ।

যশোরের চৌগাছা পৌরসভাধীন ইছাপুর বটতলা সংলগ্ন *বাসা ফাউন্ডেশনের* কর্মচারী ক্রেডিট অফিসার হিসেবে চাকরি করতেন। ২৪জুন মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটের দিকে মাসিক কিস্তি আদায় করার উদ্দেশ্যে চৌগাছা থানাধীন ০১নং ফুলসারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান। সেখান যেয়ে দুইটা গ্রুপ থেকে কিস্তির আনুমানিক ২ লক্ষ টাকা উত্তোলন করেন। প্রতিদিনের ন্যায় অফিসের সকল কর্মচারী বিকাল সাড়ে ৩টার মধ্যে অফিসে হাজির হলেও সবুজ বালা অফিসে হাজির না হওয়ায় বাসা ফাউন্ডেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ তার (সবুজ বালা) ব্যবহৃত মোবাইল (০১৮৭৬-৬৯৪৪৬৯) এ যোগাযোগ করে মোবাইল ফোনটি বন্ধ পান। মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়াই তারা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে রাত্র ১০.২০ মিনিটে চৌগাছা থানায় এসে নিখোঁজ জিডির অবেদন করেন।

কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় সংবাদ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

24/06/2025

চৌগাছায় কাল শিক্ষার্থীদের মানববন্ধন

চৌগাছাবাসীর মানবিক আহ্বান

বাসের চাপায় নির্মমভাবে প্রাণ হারানো আমাদের প্রিয় শিক্ষার্থী আফিয়া ইসলাম মৃধার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একটি সম্ভাবনাময় প্রাণ এভাবে নিভে যাওয়া আমাদের সকলের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

এই দুঃখজনক ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে, চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আগামীকাল ২৫/০৬/২০২৫, দুপুর ১টা ১০ মিনিটে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আমাদের স্পষ্ট ও যৌক্তিক দাবিগুলো হলো:

1. চৌগাছা বাজারের অভ্যন্তরে অবস্থিত সকল বাস, সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড অবিলম্বে বাজারের বাইরে সরিয়ে নেওয়া।

2. যত্রতত্র যানবাহন দাঁড়ানো বন্ধ করে নির্দিষ্ট স্থানে থামার নিয়ম কার্যকর করা।

3. দোষী বাস মালিকের বিরুদ্ধে অর্থদণ্ড বৃদ্ধি এবং

৪. দোষী চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা।

আমরা আশা করি, সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষ আমাদের এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সকল সচেতন নাগরিক, অভিভাবক ও শিক্ষার্থীদের এই মানববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানানো যাচ্ছে।

– চৌগাছার সর্বস্তরের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ।

কপিঃ রাশেদুল ইসলাম রিতম
আহবায়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
চৌগাছা উপজেলা

যশোর জেলা পরিষদে শিক্ষা বৃত্তির আবেদন গ্রহণ চলছে। শর্তানুযায়ী আগামী ১৭ জুলাই- ২০২৫ এর মধ্যে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে...
24/06/2025

যশোর জেলা পরিষদে শিক্ষা বৃত্তির আবেদন গ্রহণ চলছে।

শর্তানুযায়ী আগামী ১৭ জুলাই- ২০২৫ এর মধ্যে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

যশোর জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

24/06/2025

ছুটির সুযোগে বড় ধরনের চু'রির ঘটনা ঘটেছে যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চো'রে'র দল কোনো ধরনের দরজা-জানালা ভা'ঙচুর না করেই স্কুল ভবনে প্রবেশ করে অন্তত ৩০টি বৈদ্যুতিক ফ্যান, বেঞ্চ, বিভিন্ন আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চু'রির পদ্ধতি এবং নির্বিঘ্নে এসব মালামাল নিয়ে যাওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এমন দুঃসাহসিক চু'রির নেপথ্যে কি কোনো ভেতরের লোকের সম্পৃক্ততা রয়েছে? নাকি এটি কোনো পরিকল্পিত সি'ন্ডিকে'টের কাজ?

চৌগাছার বিশিষ্ট আলেম মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী আজযশোরের চৌগাছার বিশিষ্ট আলেম সিংহঝুলি আলিম মাদরাসার সাবেক অধ্যক্...
24/06/2025

চৌগাছার বিশিষ্ট আলেম মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী আজ

যশোরের চৌগাছার বিশিষ্ট আলেম সিংহঝুলি আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৪ জুন তিনি ইন্তেকাল করেন।
তিনি মহেশপুরের শংকরহুদা-বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ইসলামিয়াত বিষয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এরপর চৌগাছার সিংহঝুলি আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবেও তিনি সুখ্যাতি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি মাদরাসা ছাত্রদের সংগঠন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। মাওলানা ইদরিস আলী চৌগাছা পাবলিক লাইব্রেরি, চৌগাছা এলাহি বক্স হাফেজিয়া মাদরাসাসহ চৌগাছার অসংখ্য মাদরাসা ও স্কুল এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
চৌগাছা শহরের নাজ লাইব্রেরির কর্ণধর এই আলেম সে সময়ে চৌগাছার অর্ধশতাধিক স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠায় বিভিন্নভাবে জড়িত থেকে স্মরণীয় হয়ে আছেন।
মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে প্রতি বছরের মতো এদিন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে মরহুমের ছেলে ইসলামী ব্যাংক চৌগাছা শাখার কর্মকর্তা শামসুর রহমান ও নার্সারী ব্যবসায়ী হাবিবুর রহমান জানিয়েছেন।

দৃষ্টি আকর্ষণ! চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামের যে সকল নারীরা ভিডব্লিউডির (মাসে ৩০কেজি করে চাল) জন্...
23/06/2025

দৃষ্টি আকর্ষণ!

চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামের যে সকল নারীরা ভিডব্লিউডির (মাসে ৩০কেজি করে চাল) জন্য অনলাইনে আবেদন করেছেন।

নিচের তালিকা অনুযায়ী ইউনিয়নওয়ারী কর্মকর্তারা ভিডব্লিউডি অনলাইনে আবেদনকৃতদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই করবেন।

এরপরে ইউনিয়ন পরিষদে জমায়েত করে তালিকা চুড়ান্ত করা হবে।

বিষয়টি সকলকে অবগত করানো হচ্ছে।

আহ্! ফুলের মত একটা তাজা প্রাণ!!সারা রাস্তা স্লো এসে শহরের মধ্যে চালকরা বেশি অনিয়ন্ত্রিত গাড়ি চালান। তাছাড়া সড়কের উপরে বা...
23/06/2025

আহ্! ফুলের মত একটা তাজা প্রাণ!!

সারা রাস্তা স্লো এসে শহরের মধ্যে চালকরা বেশি অনিয়ন্ত্রিত গাড়ি চালান। তাছাড়া সড়কের উপরে বাস-ট্রাক-ইজিবাইক- ইঞ্জিনভ্যান রাখা তো আছেই।

যশোরের চৌগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আফিয়া ইসলাম মৃধা (২২) নামের এক কলেজছাত্রী নি'হত হয়েছেন। এ ছাড়া তাঁর বাবা মহিদুল ইসলাম মৃধা (৫৮) আহত হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নি'হত আফিয়া চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কংশারীপুর মহল্লার মহিদুল ইসলাম মৃধার মেয়ে। তিনি শহরের মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা মহিদুল ইসলাম একই কলেজের নাইট গার্ড হিসেবে কর্মরত।

আহত মহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফিয়া চৌগাছা উপজেলা পরিষদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসের একটি ভ্রাম্যমাণ বাসে দেড় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে তিনি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে কপোতাক্ষ ব্রিজ পার হয়ে শহরের দিকের অ্যাপ্রোচ সড়কে পৌঁছানোর পর পেছন থেকে মহেশপুর থেকে ছেড়ে চৌগাছার দিকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা আফিয়া সিটকে সড়কে পড়লে তাঁর ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা তাঁর লাশ ও আহত মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আফিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিদুলকে বাড়িতে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর চালক নুরুল ইসলাম বাসটি ফেলে পালিয়েছেন। পরে বাসটি থানা-পুলিশ হেফাজতে নেয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে চৌগাছা থানায় মামলা রেকর্ড হয়েছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক নুরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।

23/06/2025

চৌগাছায় ২৩জুন সোমবার সকালে বাস চা'পায় অনার্স ছাত্রী আফিয়া মৃত্যুর ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে থানায় মামলা। চালক নুরুল ইসলাম পালাতক।

23/06/2025

চৌগাছায় বাস চা'পায় অনার্সের ছাত্রীর মৃত্যু।
চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী আফিয়া সুলতানা (২২) সোমবার সকালে বাবার মোটরসাইকেলে করে উপজেলা পরিষদে কম্পিউটার প্রশিক্ষণে যাওয়ার পথে বাস চা'পায় ঘটনাস্থলেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

23/06/2025

চৌগাছার কপোতাক্ষ সেতুর পাশে মোটরসাইকেল-বাস দু'র্ঘটনায় মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের আফিয়া সুলতানার (২২) মৃত্যু। সোমবার সকালে ঘটে

Address

Chaugachha Bazar
Chaugachha
7410

Alerts

Be the first to know and let us send you an email when Chaugachha TV চৌগাছা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chaugachha TV চৌগাছা টিভি:

Share