
09/06/2025
https://www.facebook.com/share/1EbvD6WrFt/
মৃতের পরিচয় সনাক্তকরণ প্রয়োজনঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লাটিমি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে জনৈক নাম-অজ্ঞাত, বয়স অনুমান-২৭ বছর হইবে, পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃতাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মৃতদেহটি ফেনী সদর হাসপাতাল মর্গে আছে। মৃতের পরিচয় সনাক্ত প্রয়োজন। যদি কেহ মৃত ব্যক্তিকে চিনে থাকেন তাহলে চৌদ্দগ্রাম থানা কিংবা ফেনী সদর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
পরনেঃ মৃতের পরনে সাদা চেক শার্ট, সাদা চেক লুঙ্গী ছিল।
যোগাযোগ- সাব-ইন্সপেক্টর(নিঃ) মোঃ মেশকাত হোসেন, ফেনী সদর থানা, ফেনী। মোবাইল-০১৯২২-৭২৫২৮৯