01/11/2025
ছাগলনাইয়ায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
----------
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে উজ্জীবিত করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ছাগলনাইয়া উপজেলা ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সকালে ছাগলনাইয়া পৌর শহরে আয়োজিত এ অনুষ্ঠানে
তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, ইসলামী ছাত্র আন্দোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ২০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের
ট্রেনিং অফিসার মো: মনিরুজ্জামান, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির এম্বাসেডর আবদুস সালাম সরকার, পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান লিটন, ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পিএফজির সদস্য মনির আহাম্মদ খোকন, পিএফজির সদস্য সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী প্রমূখ।