Sylhet 20 Plus

Sylhet 20 Plus news &midia company

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কোনোও সুযোগ নেই-সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম উপদেষ্টাসুনামগঞ্জ  প্রত...
15/08/2025

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কোনোও সুযোগ নেই-সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোন সুযোগ নেই। অবাধ,সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দির কমপ্লেক্স ভবণ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ইতিমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। সেই সাথে ইতিমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে পারবে সেই প্রস্তুুতি সরকারের আছে। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পুরোনো ঠিকানায় চলে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ,শ্রী শ্রী অদ্বৈত ধাম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অদ্বৈত রায় ও সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।

14/08/2025

সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন এর উদ্যোগে
ভোলাগঞ্জের সাদাপাথর লু'টেরাদের বি'রু'দ্ধে ক'ঠো'র পদক্ষেপ এবং সুনামগঞ্জের টাংঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্র'তি'বা'দে গণ সমাবেশ ও মানববন্ধনে।

12/08/2025

ছাতকে আগামী ১ সেপ্টেম্বর থেকে টাইফয়েড টিকা প্রদান শুরু হবে।এব্যাপারে কথা বলছেন,ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত আরেফিন |

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় থানার সামনে  সাংবাদিকদের উপর হামলা ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে চোরাকারবার...
10/08/2025

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় থানার সামনে সাংবাদিকদের উপর হামলা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে চোরাকারবারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে দৈনিক যায়যায়দিন এর সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের উপর অতর্কিত ভাবে হামলা করেছে চোরাকারবারিরা। ছাতক থানার সামনে গত শনিবার রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিককে বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে দ্রুত এই হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা যায়, গত মাসের ১৮ জুলাই ছাতকের লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানী এলাকায় ভারত থেকে চোরাই পথে দেশে আমদানি করা পণ্য ফুসকা ও রেডব্লু ভর্তি করা ট্রাক আটক করে সেনাবাহিনী। ছাতক ক্যাম্পের সেনাবাহিনী প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চোরাই মালামালসহ ট্রাকের সাথে ৩জন ব্যক্তিকে আটকের পর থানায় হস্তান্তর করে। এ তথ্যের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা তাদের নিজ নিজ পত্রিকা ও পোর্টালে সংবাদ প্রকাশ করে। ঘটনার ১৩ দিনের মাথায় গত ৩১ জুলাই রাতে এই চোরাই মালামাল সেনাবাহিনীর মাধ্যমে আটক করানো হয়েছে মর্মে দৈনিক যায়যায় দিন'র ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির ও এশিয়ান টিভির ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েলকে দায়ী করে তাদেরকে মোবাইল ফোনে গালাগাল করে শাহিন মিয়া নামের টেঙ্গারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে। সে এক পর্যায়ে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয়। এ বিষয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির চোরাকারবারি ও হুমকিদাতা শাহিন মিয়ার নাম উল্লেখ করে গত ১ আগস্ট ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেনাবাহিনী ছাতক ক্যাম্পেও চোরাকারবারি কর্তৃক হুমকির বিষয়টি মৌখিক ভাবে তারা অবহিত করেন।
এদিকে, চোরাকারবারি উপজেলার নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে শাহিন মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় অভিযোগ দায়ের ও এ বিষয়ে সংবাদ প্রচারের কারনে পৌরশহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা জবরু বক্সের ছেলে চোরাকারবারি শাওন আহমদ ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩ আগষ্ট সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরকে গালাগাল করে ওই শাওন। এই বিষয়টি তিনি পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনসহ বেশ কয়েকজনকে অবহিত করেন।
এদিকে, গত শনিবার রাত ৮টার দিকে ছাতক থানায় অবস্থান করছিলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির ও দৈনিক আমারদেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন। এসময় দক্ষিন বাগবাড়ির তুহিন ও স্মরণ এবং টেঙ্গারগাঁও এর মান্না ফোন পেয়ে দুই সাংবাদিক থানার সামনের ফার্মেসী ও সেলুনের কাছে দাড়িয়ে তাদের সাথে আলাপ করছেন এবং চা পান করা অবস্থায় হঠাৎ মোটর সাইকেল যোগে এসে কাঠের রুল দিয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের ওপর আঘাত করে তাকে মাটিতে ফেলে চলে যায়। গাজিপুরের সাংবাদিক তুহিনকে যারা হত্যা করেছিল ঠিক একই কায়দায় এই মনিরকেও তারা প্রাণে মারার চেষ্টা করেছিল বলে ধারণা স্থানীয়দের। পরে সহকর্মীরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, হামলার খবর শুনে আমি পুলিশ পাটিয়েছি।
লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।

09/08/2025

নুরুল্লাহপুরে সুরমা নদীতে নৌকা বাইচে চ্যাম্পিয়ন পুটামারা দল

সুনামগঞ্জের নুরুল্লাহপুরে সুরমা নদীর বুকে অনুষ্ঠিত হলো জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। দিনভর উৎসবমুখর পরিবেশে নদীর দুই তীর জুড়ে হাজারো দর্শকের উল্লাসে মুখর ছিল এলাকা।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তুমুল লড়াইয়ের মাধ্যমে পুটামারা দল জয় লাভ করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। তাদের এই বিজয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের সদস্য ও সমর্থকরা।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, বরং নদী ও নৌকাভিত্তিক ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক কমিটি আগামী বছর আরও বড় পরিসরে এই নৌকা বাইচ আয়োজনের ঘোষণা দিয়েছে।

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধনছাতক (সুনামগঞ্জ)  প্রতিনিধিঃগাজীপুরের সাংবাদিক তুহিন  হত্যার দৃষ্টান...
09/08/2025

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলী সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি।
বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন, মানবকন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি এম এইচ খালেদ মিয়া, দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, আরিফুর রহমান মানিক, ফজল উদ্দিন, আক্তার হোসেন, তাজিদুল ইসলাম, ধ এশিয়ান টিভির পশ্চিম সিলেটের প্রতিনিধি এ.আর ছায়েম, সমাজকর্মী আলী আহমদ তালুকদার, মোহাম্মদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

গত ৭ জুলাই সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বিকেলেই তিনি ফুটপাতে চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। কয়েক ঘণ্টা পরই নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা দেশের চাঁদাবাজদের বেপরোয়া ও ভয়ঙ্কর রূপের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
তুহিনের মতো একজন নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই আতঙ্কের। আমরা বারবার বলেছি, সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র রক্ষা অসম্ভব। আজ তুহিন, কাল আমরা—এবারই শেষবার!’

তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া—এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আন্দোলন অনিবার্য।’‘প্রতিটি হত্যার বিচারহীনতা নতুন হত্যার পথ খুলে দিচ্ছে। আমরা এর অবসান চাই। তুহিন হত্যার বিচার হতেই হবে।’

বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

07/08/2025

সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩ জন,আহত ২

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে...
07/08/2025

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা নুরুল হাসান আতাহার'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট খলিকুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন'র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে। লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দূর্ঘটনা বাড়ছে। দূর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দূর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। ড্রাইভার ও হেলপারের অদক্ষকতা আর অবহেলার কারণে গতকাল(৬ই আগষ্ট) সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন ছাত্রীসহ তিনজনের প্রাণ কেড়ে নেয় ঘাতক বাস। অবিলম্বে এইসব খুনীদের দ্রæত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। # #

সিলেটে বিপুল ভারতীয় মহিষ ও গরু আটক: বিজিবি টহলদলের ওপর হামলা, আহত ১
07/08/2025

সিলেটে বিপুল ভারতীয় মহিষ ও গরু আটক: বিজিবি টহলদলের ওপর হামলা, আহত ১

সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩জন,আহত ২সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জ সদর উপজ...
06/08/2025

সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩জন,আহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজি অট্রোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজির যাত্রীর নিহত হয়েছে এবং অপর আরো ২ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় দুটি বিপরীতগামি যাত্রীবাহি বাস ও সিএনজি অট্রোরিকসার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,সুনামগঞ্জের শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী সুনামগঞ্জ শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী,ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী,সে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি যুগে শহরে ফিরছিলেন। ফেরার পথে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বিপরীত মুখি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ( ৫০ ) ও আফসানা খুশী ( ১৭) নামের দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্নেহা ( ১৮ ) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু ঘোষনা করেন।

এঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া। তিনি বলেন, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশগুলো ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সকল পরিবহনের চালক হেলপার ও যাত্রীদের আরো সর্তক হওয়া প্রয়োজন। একটু ভূলের কারণে যেকোন সময় মারাত্মক র্দূঘটনায় পতিত হওয়ার সম্ভাবণা থাকে।

গোবিন্দগঞ্জে "মিজান ভাইয়ের নেতৃত্বে শহীদদের স্মরণে বিএনপির বিজয় মিছিলে"যোগ দিতেখুরমা উত্তর ইউনিয়নের বিএনপির নেতা ইসলাম উ...
06/08/2025

গোবিন্দগঞ্জে "মিজান ভাইয়ের নেতৃত্বে শহীদদের স্মরণে বিএনপির বিজয় মিছিলে"যোগ দিতে
খুরমা উত্তর ইউনিয়নের বিএনপির নেতা ইসলাম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে ৬নং ওযাডের নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ।"

06/08/2025

জুলাই অভ্যুথান দিবস উপলক্ষে ছাতকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

ছাতক,প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ০৫ আগস্ট ২০২৫ ইংরেজি, মঙ্গলবার বাদ যোহর ছাতক উপজেলায় “জুলাই অভ্যুথান” দিবসের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ নুরে, যিনি সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মুফতি মির্জা সাজিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি আলী আকবর সিদ্দিকী।

বক্তব্য রাখেন উপজেলা সংগঠনিক সম্পাদক মুফতি আইনুল ইসলাম আজাদী।

সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ছাতক উপজেলার সম্মানিত প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা ফরিদ আহমদ সাহেব।

এছাড়াও সমাবেশে উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার রাজনৈতিক অবস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Address

Chhatak

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet 20 Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet 20 Plus:

Share