ছিফত নগর প্রবাসী Unity

  • Home
  • ছিফত নগর প্রবাসী Unity

ছিফত নগর প্রবাসী Unity ছিফত নগরের প্রবাসীদের ঐক্য, সহযোগিতা ও অগ্রগতির প্ল্যাটফর্ম ✈️🤝
ভালোবাসায় গড়া একতাবদ্ধ পরিবার — Unity is Strength.
(3)

02/01/2026
🌙✨ *নতুন বছরের শুভেচ্ছা* ✨🌙  *ছিফত নগর প্রবাসী Unity* পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই  *হিজরি ও ইংরেজি নববর্ষের আন্তরিক শ...
31/12/2025

🌙✨ *নতুন বছরের শুভেচ্ছা* ✨🌙
*ছিফত নগর প্রবাসী Unity* পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই
*হিজরি ও ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ!*

আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে বরকতময় করুন,
নতুন বছর হোক রহমত, মাগফিরাত আর হিদায়াতের আলোয় ভরা।

*🤲 دعاء:*
*“হে আল্লাহ, নতুন বছরে আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন,
সৎ পথে চলার তাওফিক দিন এবং সকল বিপদ থেকে হেফাজত করুন।”*

📿 *ছিফত নগর প্রবাসী Unity*
— _ঐক্যের শক্তি, সেবার অঙ্গীকার_ 🤝

একটি দম্পতির জীবনের দুইটি গুরুত্বপূর্ণ দিন, ৩০ মে ১৯৮১ এবং ৩০ ডিসেম্বর ২০২৫, যেদিন তাঁরা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেলেন।Fore...
30/12/2025

একটি দম্পতির জীবনের দুইটি গুরুত্বপূর্ণ দিন, ৩০ মে ১৯৮১ এবং ৩০ ডিসেম্বর ২০২৫, যেদিন তাঁরা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেলেন।

Forever apart on the 30th" —
৩০ তারিখ যেন দুজনার বিদায়ের দিন হয়ে রইল।

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🕊️

📢 *গুজবে কান দেবেন না!*  *আলহামদুলিল্লাহ* — হুজুর সুস্থ আছেন এবং নিজ বাসায় আছেন।  ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াবেন না, যাচাই...
30/12/2025

📢 *গুজবে কান দেবেন না!*
*আলহামদুলিল্লাহ* — হুজুর সুস্থ আছেন এবং নিজ বাসায় আছেন।
ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াবেন না, যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না।
— *সত্য জানুন, নিরাপদ থাকুন* ✅

*إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ*  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা...
30/12/2025

*إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ*
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
— আমিন।
শোক সন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি রইল গভীর সমবেদনা।

29/12/2025

*ইতালির ভেনিসের প্রাচীন স্থাপত্য ঘুরে দেখা | ২৮.১২.২৫ | Venice Historical Tour* 🌍✨
মাওলানা হেলাল উদ্দিন সিরাজী সাহেব!

28/12/2025

*ফেসবুক কমেন্টের সীমা ও গাইডলাইন (Meta Policy অনুযায়ী):*

*অতিরিক্ত কমেন্ট, রিপ্লাই বা কপি-পেস্ট টাইপ কাজ করলে *Facebook অটোমেটিক সাসপিশন ধরে নেয়*।

*প্রতিকার ও গাইডলাইন:*

🔹 *কমেন্ট সীমা (আনুমানিক):* দিনে ১৫০–২০০টি পর্যন্ত কমেন্ট/রিপ্লাই নিরাপদ।
🔹 *বারবার একই কমেন্ট / ইমোজি ব্যবহার করবেন না।*
🔹 *বিভিন্ন পোস্টে কমেন্টের মাঝে বিরতি দিন (৩০ সেকেন্ড –থেকে ১ মিনিট)।*
🔹 *নতুন অ্যাকাউন্ট হলে ধীর গতিতে কমেন্ট করুন (৫০–থেকে ১০০ টা)।*

🔹 *একই লেখা বারবার পেস্ট করা থেকে বিরত থাকুন।*
🔹 *সতর্কতা না মানলে "Commenting Temporarily Blocked" নোটিশ পেতে পারেন।*

📌 *Facebook Community Standards* লঙ্ঘন করলে অ্যাকাউন্ট লক পর্যন্ত হতে পারে।

*উপদেশ:*
স্বাভাবিকভাবে ব্যবহার করুন, প্রতিদিন কিছু বিরতিতে কমেন্ট দিন, কপি-পেস্ট এড়িয়ে চলুন — তাহলেই কমেন্ট ব্লক হওয়ার ঝুঁকি থাকবে না।

📢 *দোয়ার অনুরোধ:*  ঐতিহ্যবাহী *ঝামক গ্রামের* বিশিষ্ট মুরব্বি ও সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি *হাজী মোঃ তোতা মিয়া* বর্তমানে *ল...
26/12/2025

📢 *দোয়ার অনুরোধ:*

ঐতিহ্যবাহী *ঝামক গ্রামের* বিশিষ্ট মুরব্বি ও সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি *হাজী মোঃ তোতা মিয়া* বর্তমানে *লন্ডনের রয়েল হসপিটালে* চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

🕋 *সকলের নিকট বিনীত দোয়ার আবেদন*—
আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন, আর আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন।

🤲 *আল্লাহু রাব্বুল আলামিন, আপনি উত্তম চিকিৎসক — আপনি আমাদের মুরব্বিকে আরোগ্য দিন। আমিন।*

26/12/2025

📢 *ঐতিহ্যবাহী জাউয়া বাজার রাজমিস্ত্রী কল্যাণ পরিষদ*
📮 *ডাকঘর:* জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জ
📆 *স্থাপিত:* ০১/১২/২০২৫ইং

🎤 *বক্তব্য রাখছেন:*
*ফারুক টিকাদার*
🏡 *গ্রাম:* ঝামক, জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জ

— সম্মানিত সদস্য ও সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ✅
*শ্রমজীবী মানুষের ঐক্যই আমাদের শক্তি* 💪

22/12/2025

📌 *দুই বাবার এক সন্তানের গল্প? কীভাবে সম্ভব!*
আজকের ভিডিওতে জানবেন—

👇 ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং মতামত জানাতে ভুলবেন না।

📢 শেয়ার করে সবাইকে সচেতন করুন!* ✅

21/12/2025

আজ *২১ ডিসেম্বর*, এটি হলো *বছরের দীর্ঘতম রাত* ও *সংক্ষিপ্ততম দিন*—এই দিনকে বলা হয় *Winter Solstice* বা *শীতকালীন বিষুব*।

📌 বিস্তারিত তথ্য:

🔹 *Winter Solstice* হলো সেই দিন, যেদিন সূর্য তার সবচেয়ে দক্ষিণে অবস্থান করে (Tropic of Capricorn)।
🔹 ফলে, *উত্তর গোলার্ধে* সূর্যকিরণ সরাসরি আসে না, তাই দিন হয় সবচেয়ে ছোট আর রাত সবচেয়ে দীর্ঘ।
🔹 বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে এটি হয় *২১ বা ২২ ডিসেম্বর*।

🌙 ২১ ডিসেম্বর ২০২৫ - বাংলাদেশের জন্য:
- *দিনের দৈর্ঘ্য:* প্রায় ১০ ঘণ্টার কম
- *রাতের দৈর্ঘ্য:* প্রায় ১৪ ঘণ্টার বেশি

এর পরের দিনগুলো:
- ২১ ডিসেম্বরের পর থেকে দিনে আবার ধীরে ধীরে সময় বাড়তে থাকে
- সূর্য উত্তর দিকে ফিরতে শুরু করে (Uttarayan)

📌 অনেক সংস্কৃতিতে এই দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করা হয়।

*আজকের রাত longest night of the year — প্রকৃতির এক অসাধারণ ঘটনা!* 🌌

Address

জাউয়াবাজার, ছাতক, সুনামগঞ্জ

3084

Alerts

Be the first to know and let us send you an email when ছিফত নগর প্রবাসী Unity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছিফত নগর প্রবাসী Unity:

  • Want your business to be the top-listed Media Company?

Share