29/11/2025
ছাতকে শান্তিপূর্ণ ভাবে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্ডিতা করেন। নির্বাচনে হাজী মো. আবুল হাসান (চাকা) প্রতীকে ৭৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। সাধারন সম্পাদক পদে আব্দুল হাই কালা মিয়া (কাপ পিরিছ) প্রতীকে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সম্পাদক পদে হাজী আব্দুস সাত্তার (বিনা প্রতিদ্বন্ডিতায়) এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে হাজী মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) প্রতীক ৯৪ ভোট, হাজী ছালেক মিয়া (টেবিল) প্রতীকে ৭৭ ভোট, কোষাধ্যক্ষ পদে হাজী মো. বাবুল মিয়া (তালা চাবি) প্রতীকে ৮৫ ভোট, প্রচার সম্পাদক পদে আদনান হোসেন মিজান (মই) প্রতীকে ৭৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মো আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতীকে ৭৮ভোট, কার্যকরী পরিষদের সদস্য পদে হাজী বদরুল আলম (ফুটবল) প্রতীকে ৯৭ ভোট, মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (বই) প্রতীকে ৯১ ভোট, এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতীকে ৮৯ ভোট ও মো. শুক্কুর উল্লাহ (রিক্সা) প্রতীকে ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছাতক পাথর ব্যবসায়ী সমিতির এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী আব্দুল হাই আজাদ। পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ১৩২ জন সদস্যদের মধ্যে ১১৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শন করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম আল মাদানী, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।