23/08/2025
আলহামদুলিল্লাহ।
চুম্মা্হ আলহামদুলিল্লাহ।
আজ ২৩/০৮/২০২৫ ইং তারিখ রোজ শনিবার। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, কালারুখা লতিফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাও মোহাম্মদ মাহবুবুর রহমান তাজুল সাহেবের নেতৃত্বে শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ ফুলতলি (রহঃ) সহ আল্লাহর অলিগনদের মাজার জিয়ারতের উদ্দেশ্য সফর শুরু করা হবে। এতে সফর সঙ্গী হিসেবে থাকবেন তকিপুর গ্রামের সম্মানিত ব্যক্তি পীর ফরিদ উদ্দিন, গাবুরগাও দারুল কোরান দাখিল মাদ্রাসার সম্মানিত ইবিঃ প্রধান মাওলানা আতিকুর রহমান, বাগইন হযরত ফাতেমা (রা:) জামে মসজিদে সম্মানিত ইমাম মাও মিজানুর রহমান, তালহা কনসালটেন্সি এন্ড কনস্ট্রাকশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো তাজুল ইসলাম তারেক,গাবুরগাও দারুল কোরান দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মো: বিল্লাল হোসেন, গোবিন্দগঞ্জ সুরমা হোমিও চিকিৎসালয়ের সম্মানিত চিকিৎসক ডাঃ মোঃ জয়নুল হক, গোবিন্দগঞ্জ সুরমা হোমিও চিকিৎসালয়ের বর্তমান পরিচালক মো তালহা তাহসিন, গোবিন্দগঞ্জ হানিফা কম্পিউটার এর মালিক মো: আবু সুফিয়ান সহ বিলপাড় গ্রামের মরহুম তফাজ্জুল আলী (রহ:) এর মেজো ছেলে মো: রফিকুল ইসলাম জাকের।
ইনশাআল্লাহ আজ শনিবার সকাল (১১টা) মিনিটে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে যাত্রা শুরু করা হবে। আল্লাহ পাক যেনো আপনাদের সফরকে কবুল করেন। সকলের দীর্ঘায়ু কামনা করি ( বারাকাল্লাহু ফি হায়াতি)।