12/11/2025
শাক দিয়ে মাছ ডাকা যায় না, মুনাফিক ও প্রতারকের বাহ্যিক মুখের চেহারা কালো থাকে, সত্যবাদীদের থাকে উজ্জ্বল।
সততা আজ বাস্কবন্ধী মিথ্যা হল জয়,বাটপার মুনাফিকদের রাজত্ব, তাহাদের জনগুষ্টি ও সমর্থন বেশী।
সত্যবাদী প্রতিবাদীরা আজ মুখ বন্ধ করে অপমানিত অন্যায় অবিচার আজকে সমাজে স্পষ্ট অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করার সাহসিকতা কারো নাই।
এখনও জেগে ওঠো সচেতন মানুষ! সত্ব বাণীগুলো আজ বিলুপ্তের পথে।
এই দুনিয়াটা বাটপার মুনাফিকদের রাজত্ব,
তাহাদের জনপ্রিয়তা বেশী।
আজকে প্রতিবাদীরা বাকরুদ্ধ ও হতভম্ব। যারা অপকর্মে নিমজ্জিত, তাহাদের ধংস অনিবার্য, এবং সত্যর জয় নিশ্চিত।
সত্যকে অন্যায় ভাবে লোকচক্ষুর আড়ালে বেশী দিন রাখা যায় না। একদিন এই সমাজে সত্য উন্মোচিত হবে। ধৈর্য অবলম্বন করুন, ধামাচাপা দিয়ে ক্ষমতায় বেশী দিন অধিষ্ঠিত থাকা যায় না। জনতা আজ বিক্ষুব্ধ তাদের আচরণে।
আপনাদের চলচাতুরী মানুষ উপলব্ধি করতে সক্ষম হচ্ছে। আপনাদের পরিণতি হবে বেইমানের গুষ্টি ধংস।
শুধু সময়ের অপেক্ষমান।